Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Tamil Nadu Incident: নিরাপত্তায় মোড়া CBI দফতর, কালো রেঞ্জ রোভারে ঢুকলেন বিজয়, কারুর পদপিষ্ট মামলায় প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

    5 days ago

    নয়াদিল্লি : কারুর পদপিষ্ট মামলায় দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ও TVK প্রধান থলপতি বিজয়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। প্রায় ছয় ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। কিছু প্রশ্নের আরও ব্যাখ্যার জন্য তামিল সুপারস্টারকে আবারও ডাকা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। আগামী মঙ্গলবারই ফের তাঁকে তলব করতে চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু, পোঙ্গল থাকায় অন্য একটি তারিখ চেয়েছেন বিজয়। তাতে সম্মতিও জানিয়েছে সিবিআই। নতুন একটি তারিখ দেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। 

    কালো রেঞ্জ রোভার গাড়িতে চড়ে এদিন বেলা ১১টা ২৯ মিনিট নাগাদ কড়া নিরাপত্তাবেষ্টনীতে ঘেরা সিবিআইয়ের সদর দফতরে পৌঁছে যান বিজয়। প্রয়োজনীয় কাজ সারার পর, তাঁকে সংস্থার দুর্নীতি দমন ইউনিটের একটি দলের কাছে নিয়ে যাওয়া হয়। এই দল কারুর পদপিষ্টের ঘটনার তদন্ত করছে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলে। প্রায় ছয় ঘণ্টা পর সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ তিনি সিবিআইয়ের সদর দফতর থেকে বের হন। সংশ্লিষ্ট সমাবেশ নিয়ে বিজয়কে একাধিক প্রশ্ন করা হয়। এই মামলায় তামিলনাড়ুর প্রাক্তন এডিজি (আইন-শৃঙ্খলা) এস ডেভিডসন দেবাশিরভাথমকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

    অভিনেতা-রাজনীতিকের সমর্থকদের বিশাল সমাগমের আশঙ্কায়, যে কোনও বিক্ষোভ রোধ করতে সিবিআই অফিস ভবনের চারপাশে এদিন দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর একাধিক ইউনিট মোতায়েন করা হয়েছিল। অভিনেতাকে এক ঝলক দেখার জন্য সিবিআই অফিসের বাইরে জড়ো হওয়া সংবাদকর্মীদের মধ্যে ভক্তদের একটি ছোট দল ঢুকে পড়তে সক্ষম হয়। নয়ডার একটি বহুজাতিক সংস্থায় অপারেশন ম্যানেজার হিসাবে কর্মরত আয়ানার নামে বিজয়ের এক ভক্ত সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "আমরা ৪০ জন ফ্যান এখানে এসেছি যাতে একঝলক অভিনেতাকে দেখতে পাই। আমরা সবাই দিল্লির বাসিন্দা।"  

    গত সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরে নির্বাচনী সমাবেশ করছিলেন অভিনেতা ও রাজনীতিক তথা Tamilaga Vettri Kazhagam (TVK) প্রধান বিজয়। সেখানে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ৪১ জনের কাছাকাছি প্রাণ হারান। ২০২৫-এর ২৩ অক্টোবর, সুপ্রিম কোর্ট কারুর সমাবেশে পদদলিত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় ​​রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল, যাতে সিবিআই তদন্তের তদারকি করা যায় এবং দুর্ঘটনার তদন্ত স্বাধীন ও নিরপেক্ষভাবে হয় তা নিশ্চিত করা যায়।

    Click here to Read More
    Previous Article
    क्या आपसे जबरन सर्विस चार्ज ले सकते हैं होटल और रेस्टोरेंट? जान लें अपने अधिकार
    Next Article
    Nipah Virus Positive: নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি ২ নার্স ! দুই হাসপাতাল ঘুরেও 'ভেন্টিলেশনে', 'শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক..'

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment