Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Nipah Virus Positive: নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি ২ নার্স ! দুই হাসপাতাল ঘুরেও 'ভেন্টিলেশনে', 'শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক..'

    5 days ago

    সন্দীপ সরকার, কলকাতা: নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি ২ নার্স ! অসুস্থ এক নার্সের বাড়ি নদিয়া, আরেকজনের কাটোয়া। কল্যাণী এইমসে নমুনা পরীক্ষা, নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছে।

    [yt]https://youtu.be/Fj1eqAne3BU?si=3mhRgASvorkqKS0F[/yt]

    আরও পড়ুন, 'আমরা মিথ্যাবাদীর পার্টি নই, আমাদের আদর্শ রয়েছে..', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

    রিপোর্ট যেটা এসে পৌঁছেছে স্বাস্থ্য ভবনের হাতে, তাতে এই দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 

    নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন নার্স, কলকাতা সংলগ্ন, বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দুজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে এমনটাই সন্দেহ করা হচ্ছে বলে এখনও পর্যন্ত খবর। কল্যাণী এইমস-এ তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই নমুনা রিপোর্ট যেটা এসে পৌঁছেছে স্বাস্থ্য ভবনের হাতে, তাতে এই দুই নার্স, এক পুরুষ এবং এক মহিলা নার্স, তাঁরা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, বলে এখনও পর্যন্ত, খবর পাওয়া গিয়েছে। এবং এই দুই জন নার্সের একজনের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়াতে এবং অপরজনের বাড়ি নদিয়ার বাসিন্দা। দুই জনেই কর্মরত বারাসাতের ওই  বেসরকারি হাসপাতাল, যেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

    কাটোয়ার বাড়িতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন, দুই হাসপাতাল ঘুরেও অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে আসা হল তাঁর কর্মস্থল, বারাসাতের হাসপাতালেই

    এখনও পর্যন্ত জানা যাচ্ছে, তিনি দিন দশেক আগে, তাঁর কাটোয়ার বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ৩১ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় কাটোয়া হাসপাতালে। কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর, সেখানে তিনি দিন দুয়েক চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি দুই দিন আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায়, যে হাসপাতালে তিনি কর্মরত রয়েছেন, অর্থাৎ বারাসাতের ওই বেসরকারি হাসপাতাল, বর্ধমান থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে, নিয়ে আসে এবং আইসোলেশন ওয়ার্ড তৈরি করে ভর্তি করে। এবং তিনি ভেন্টিলেশনে রয়েছেন। অপরএক জন যে পুরুষ নার্স, তিনিও একই ধরণের উপসর্গ নিয়ে, হাসপাতালে, এবং তাঁকেও ভেন্টিলেশনে রাখা হয়েছে। এই দুইজনের অবস্থাই অত্যন্ত সঙ্কটজনক। নিপা ভাইরাস যেহেতু একটি মারণ রোগের বাহক, এটি নোটিফায়েবেল ডিজিজ, কেন্দ্রীয় সরকারকে জানাতে হয়, এই তথ্য পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। তারপর কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রিপোর্ট বিশ্লেষণ করে যে, নিশ্চিত করবেন।

    Click here to Read More
    Previous Article
    Tamil Nadu Incident: নিরাপত্তায় মোড়া CBI দফতর, কালো রেঞ্জ রোভারে ঢুকলেন বিজয়, কারুর পদপিষ্ট মামলায় প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
    Next Article
    Jagdeep Dhankhar : দু'দফায় জ্ঞান হারালেন, দিল্লির এইমসে ভর্তি করা হল প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে !

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment