Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    South 24 Parganas News: আচমকাই ফাটল, সাগরের মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে বাংলাদেশের বার্জ, প্রবল দূষণের আশঙ্কা ! কী ছিল ভিতরে ?

    5 days ago

    দক্ষিণ ২৪ পরগনা: ডুবন্ত বার্জ থেকে বাংলাদেশের ১০ জন নাবিক ও একজন ভারতীয়কে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মোট ১১ জনকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ।

    [yt]https://youtu.be/SB5XNqfr2h8?si=ShFrYZPj0LUx1Gjx[/yt]

    আরও পড়ুন, নতুন কাজের জন্য চেন্নাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিলেন, ট্রেনে ওঠার আগে স্ত্রীকে শেষ ফোন, রেল লাইনের ধারে জঙ্গলে ক্ষতবিক্ষত দেহ বঙ্গসন্তানের !

    সাগরের মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার কবলে পড়েছিল ছাই ভর্তি বাংলাদেশের একটি বার্জ। ওই বার্জটি বজবজ থেকে বাংলাদেশ যাচ্ছিল। ঘোড়ামারার কাছে ভাঁটার সময়, বার্জটির মাঝ বরাবর ফেটে গিয়ে ডুবতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ। ডুবন্ত বার্জ থেকে উদ্ধার করে ওই ১১ জনকে অন্য একটি বাংলাদেশের বার্জে স্থানান্তর করা হয়। বার্জে থাকা ছাই নদীতে ছড়িয়ে পড়ায়, মুড়িগঙ্গায় জলদূষণের আশঙ্কা প্রকট হয়েছে। 

     গতবছরও এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে বাংলাদেশ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছি ওই বার্জ। মুড়িগঙ্গা নদীর চরে ধাক্কা মারার পর ধীরে ধীরে দু টুকরো হয়ে গিয়েছিল ওই বাংলাদেশি বার্জ। বার্জটি ক্রমশ মুড়িগঙ্গা নদীতে ডুবতে শুরু করেছিল। ফলে বার্জের ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। চড়াতে ধাক্কা মারার পর দু'ভাগ হয়ে গিয়েছিল বার্জটি। এই এলাকায় প্রচুর মানুষ মাছ ধরেন। বার্জটি ডুবে গেলে ফ্লাই অ্যাশ নদীর জলে মিশে দূষণ ছড়াবে। সাগর থানার পুলিশ গিয়ে ১২ জন বাংলাদেশি নাবিককে উদ্ধার করেছিল। বজবজ থেকে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল বাংলাদেশি বার্জ 'সি ওয়ার্ল্ড'। দুর্ঘটনাগ্রস্ত বার্জটি উদ্ধারের জন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছিল। তবে বাংলাদেশে যতোই হিন্দু ও সংখ্যালঘুদের উপর বিদ্বেষ চলুক না কেন, এপার বাংলা অন্য নীতিতেই বিশ্বাস রাখে। কেউ বিপদে পড়লে আজও পাশে দাঁড়ানোটাই যে পরম ধর্ম, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল প্রশাসন।

    ২০২৪ সালে সাগরমেলার যাত্রাপথেও এমন  বিপত্তি সামনে এসেছিল। কাকদ্বীপের লট নং আট ও কচুবেড়িয়ার মাঝামাঝি মুড়িগঙ্গা নদীর চরে আটকে গিয়েছিল দুটি পুণ্যার্থীভর্তি ভেসেল। প্রায় ঘন্টাখানেকের বেশি সময় আটকে ছিল দুটি ভেসেল। তারপর আটকে পড়া পুণ্যার্থীদের জন্য পানীয়জল ও শুকনো খাবার নিয়ে পৌঁছেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা । প্রসঙ্গত, ২০১৩ সালে মুড়িগঙ্গায় ডুবে গিয়েছিল একটি বাংলাদেশি জাহাজ। ডুবে যাওয়া সেই জাহাজের ওপর ১০ বছর ধরে পলি জমতে জমতে তৈরি হয়েছে আস্ত চর। কপিলমুনির আশ্রমে যেতে হলে কাকদ্বীপের লট এইট থেকে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। ওপারে কচুবেড়িয়া। সেখান থেকে আরও এক ঘণ্টার পথ গঙ্গাসাগর। আর এর মাঝেই বিপত্তি !

    Click here to Read More
    Previous Article
    Lakshminarayana Global Music Festival: দেবী সরস্বতীর সামনে বিশ্বসুরের মহামিলন, টালা প্রত্যয়ে লক্ষ্মীনারায়ণ গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল
    Next Article
    Malda News: নতুন কাজের জন্য চেন্নাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিলেন, ট্রেনে ওঠার আগে স্ত্রীকে শেষ ফোন, লাইনের ধারে ক্ষতবিক্ষত দেহ বঙ্গসন্তানের !

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment