Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Malda News: নতুন কাজের জন্য চেন্নাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিলেন, ট্রেনে ওঠার আগে স্ত্রীকে শেষ ফোন, লাইনের ধারে ক্ষতবিক্ষত দেহ বঙ্গসন্তানের !

    5 days ago

    মালদা: ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু ! ৮ দিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে ক্ষতবিক্ষত দেহ। খুন করা হয়েছে, অভিযোগ মৃতের পরিবারের।

    [yt]https://youtu.be/fpMCO5XUjaQ?si=5EUZEUcVsEj0fOJ3[/yt]

    আরও পড়ুন, প্যাটিসকাণ্ডের বরণ বিতর্কে জড়িয়েছিল বিজেপি, এবার ফারাক্কায় BDO অফিসে তাণ্ডবে অভিযুক্তদের বরণ-বিতর্কে বিদ্ধ তৃণমূল !

    পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে অথৈ জলে পরিবার।  মৃত শ্রমিকের নাম আলমগীর আলম, বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজারে। নতুন কাজের জন্য চেন্নাই থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল আলমগীরের, দাবি পরিবারের। অভিযোগ, ট্রেনে ওঠার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন, তারপরই খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর।  পরের স্টেশনের কাছাকাছি রেল লাইনের ধারে জঙ্গল থেকে আলমগীরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। 

    SIR শুনানি ঘিরে এমনিতেই তপ্ত পরিস্থিতি রাজ্যে। তার মধ্যেই ফের সামনে এল দুই রাজ্যে পশ্চিমবঙ্গের দুই পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। একদিকে DMK শাসিত তামিলনাড়ুতে মালদার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, আরেকদিকে NDA শাসিত অন্ধ্রপ্রদেশের একটি সেলাই কারখানায় দক্ষিণ ২৪ পরগনার উস্তির পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার,দুই ঘটনাকে ঘিরে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে রাজ্যে। 
     
    হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজার এলাকার বাসিন্দা আলমগীর আলম। রুটিরুজির টানে দেড় মাস আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। মৃত আলমগীর আলমের ভাই আবু সামা, ট্রেনের মধ্যে ওর সঙ্গে কী ঘটনা ঘটে, আমরা কেউ জানতে পারি না। গত ৭-৮ দিন আগে তাঁর মৃতদেহ রেললাইনের ধার থেকে উদ্ধার হয়। মুখের চেহারা দেখে যা মনে হচ্ছে, পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছে, এটাই কনফার্ম মনে হচ্ছে। মৃত আলমগীর আলমের ভাই আবু সামা বলেন, রাজ্যে কাজের অভাব। গরিব ছেলে যেহেতু, কাজের সন্ধানে বাইরে কাজ করে খায়। সংসার চালায়। বাপ হারা দুটো ছেলে। তাদের এখন বিশাল বড় একটা ভবিষ্যত রয়েছে। আমরা চাইব টাকার অভাবে ছেলে দুটো যেন নষ্ট না হয়ে যায়। 
     
    পরিবারের দাবি, আরেকটি কাজের জন্য ৯ দিন আগে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল আলমগীরের। মৃতের স্ত্রীর দাবি, স্বামী ট্রেনে উঠে তাঁকে ফোনও করেছিলেন। কিনতু সেটাই ছিল শেষ ফোন। পরিবারের অভিযোগ, চেন্নাইয়ের যে স্টেশন থেকে আলমগীর ট্রেনে উঠেছিলেন, তার কাছাকাছি রেল লাইনের ধারে জঙ্গল থেকে ২৯ বছরের যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়। স্বামীকে খুন করা হয়েছে। অভিযোগ মৃতের স্ত্রীর। রাজ্যে একশো দিনের কাজ বন্ধ করে শ্রমিকদের বিপাকে ফেলেছে বিজেপি। ভিন রাজ্যেও বিজেপির মদতেই পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চলছে। চড়া সুরে আক্রমণ শানিয়েছে তৃণমূল। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের কারণেই রাজ্যের শ্রমিকদের বাইরে গিয়ে বারবার বিপদে পড়তে হচ্ছে। 

     

    Click here to Read More
    Previous Article
    South 24 Parganas News: আচমকাই ফাটল, সাগরের মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে বাংলাদেশের বার্জ, প্রবল দূষণের আশঙ্কা ! কী ছিল ভিতরে ?
    Next Article
    Bengal SIR Row: প্যাটিসকাণ্ডের বরণ বিতর্কে জড়িয়েছিল বিজেপি, এবার ফারাক্কায় BDO অফিসে তাণ্ডবে অভিযুক্তদের বরণ-বিতর্কে বিদ্ধ তৃণমূল !

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment