Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Lakshminarayana Global Music Festival: দেবী সরস্বতীর সামনে বিশ্বসুরের মহামিলন, টালা প্রত্যয়ে লক্ষ্মীনারায়ণ গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল

    5 days ago

    কলকাতা: সরস্বতী পুজোর ঠিক দু’দিন আগে উত্তর কলকাতার টালা প্রত্যয় যেন রূপ নিল এক জীবন্ত সুরলোকের ঠিকানায়। ‘মিউজিক ইন এ পার্ক’—এই অভিনব ভাবনায় আয়োজিত লক্ষ্মীনারায়ণ গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল (Lakshminarayana Global Music Festiva) শুধু একটি কনসার্ট নয়, বরং সংস্কৃতি, সাধনা আর আন্তর্জাতিক শিল্পভাবনার এক অনন্য মিলনক্ষেত্র। দেবী সরস্বতীর মূর্তির সামনে বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনা, দেশ-বিদেশের সুর ও নৃত্যের ফিউশন—সব মিলিয়ে সেই সন্ধ্যা হয়ে উঠেছিল কলকাতাবাসীর কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা, যেখানে সঙ্গীত সত্যিই ভাষা ও সীমানার ঊর্ধ্বে উঠে কথা বলেছে।

    টালা প্রত্যয়ে লক্ষ্মীনারায়ণ গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যালে বসেছিল চাঁদের হাট। বিশ্বখ্যাত বেহালা বাদক, সুরকার ড. এল. সুব্রহ্মণ্যম, ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এখানে পারফর্ম করেন। তন্ময় বোস (তবলা), ভি.ভি. রামানামূর্তি (মৃদঙ্গম) এবং স্বামীনাথন সেলভাগনেশ (কাঞ্জিরা)-এর মতো খ্যাতনামা শিল্পীরাও অংশ নিয়েছিলেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর মতো ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এখানেই আকর্ষণের শেষ নয়। এর সঙ্গে ছিল কাজাখস্তানের অ্যাস্তানা ফিলহারমনিক সিম্ফনি অর্কেস্ট্রা, কাজাখ চেম্বার কোয়ার অব দ্য আক্টোবে রিজিওনাল ফিলহারমনিক আর গাক্কু ব্যালে ডান্স গ্রুপ।  

     

    কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর মতো ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
    কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর মতো ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

    এবিপি লাইভকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি বলেন, 'কলকাতায় আমি অনেক বছর ধরে পারফর্ম করছি। সিটি অফ জয়। সিটি অফ মিউজিক। সিটি অফ কালচার। কিন্তু একটা বিশেষ ভাল লাগা কাজ করছে। কারণ, এটা আমাদের নিজেদের ফেস্টিভ্যাল। কলকাতায় টালা প্রত্যয় এভাবে একটা ভাবনাকে বাস্তবায়িত করেছে, সেটা দারুণ। আর এটা শুধু কলকাতাতেই সম্ভব। এই নতুন কনসেপ্টটা দারুণ। দর্শকরাও দারুণ উপভোগ করেছেন বলেই মনে হয়েছে। সরস্বতী মায়ের সামনে এভাবে পারফর্ম করতেও দারুণ লেগেছে।'



    পারফর্ম করেন কবিতা কৃষ্ণমূর্তি।
    পারফর্ম করেন কবিতা কৃষ্ণমূর্তি।

    এবিপি লাইভকে বিশ্বখ্যাত বেহালা বাদক, সুরকার ড. এল. সুব্রহ্মণ্যম বলেন, 'কলকাতা একটা সংস্কৃতির জায়গা। এখানকার দর্শকরাও অসাধারণ। ক্লাসিক্যাল, অর্কেস্ট্রা সব কিছু আছে। আমাদের পেছনেই ছিল সরস্বতী মায়ের মূর্তি। মনে হচ্ছিল, আমরা যাতে ভাল পারফর্ম করি, তার জন্য তিনি আশীর্বাদ করছেন।'

     

    কাজাখস্তানের অ্যাস্তানা ফিলহারমনিক সিম্ফনি অর্কেস্ট্রার পারফরম্যান্স।
    কাজাখস্তানের অ্যাস্তানা ফিলহারমনিক সিম্ফনি অর্কেস্ট্রার পারফরম্যান্স।

    টালা প্রত্যয়ের তরফে ধ্রুবজ্যোতি বসু বলেন, 'মিউজিক ইন এ পার্ক' আমরা এই কনসার্টটা গত তিন বছরও করেছি। এটা চতুর্থ বছর। এবং প্রত্যেক বছর সরস্বতী পুজোর আগের আগের দিন আমরা এই কনসার্টটা করে থাকি। আসলে বাংলা তো সংস্কৃতির জায়গা। বাংলা ভীষণভাবে শিল্প এবং সমৃদ্ধির জায়গা। আমার মনে হয় যে উত্তর কলকাতার মতো একটা জায়গায় আমরা আমাদের সেই বাঙালি ভাবনাকে আবার যদি একটু অন্যভাবে ফিরিয়ে আনতে পারি, তা হলে ভাল হয়। এই প্রথম বার ন্যাশনাল সিম্ফনি অফ অর্কেস্ট্রা কলকাতায়। এর আগে অনেক চেম্বারস অর্কেস্ট্রা কলকাতাতে করেছে। তবে এ বছর আমরা কাজাক অর্কেস্ট্রা এবং তার সঙ্গে গাক্কু ফেমাস গাক্কু ব্যালে ড্যান্স থাকছে। কবিতাজির সঙ্গে এবং সুব্রহ্মণ্যমজির সঙ্গে তাঁরা ফিউশন করছেন। যেখানে তন্ময় দাও থাকছেন। আমরা চেষ্টা করেছি বরাবরই কলকাতাকে একটা নতুন কিছু উপহার দেওয়ার। টালা প্রত্যয়ের সবসময় সেই চেষ্টা থাকে। এবার তাই মিউজিক ইন পার্ক এই বছর হচ্ছে। একটু স্বতন্ত্র, একটু অন্যরকম একটু আলাদা।'

    ড. এল. সুব্রহ্মণ্যম এর সঙ্গে আবজল মুখিতদিন
    ড. এল. সুব্রহ্মণ্যম এর সঙ্গে আবজল মুখিতদিন

     

    অ্যাস্তানা ফিলহারমনিক সিম্ফনি অর্কেস্ট্রা, কাজাখস্তানের এই মূল অর্কেস্ট্রা দলের সঙ্গে গাক্কু ব্যালের দল নৃত্য পরিবেশন করছে। 'শান্তিপ্রিয়া' (Shantipriya) এটি একটি বিখ্যাত অর্কেস্ট্রাল কম্পোজিশন। ড. সুব্রহ্মণ্যম যা মূলত ১৯৮০-র দশকে কিভ ব্যালের জন্য তৈরি করেছিলেন। ২০২৬-এর এই সফরে গাক্কু ব্যালে নতুন করে এই মিউজিকের সঙ্গে নৃত্যশৈলী পরিবেশন করছে।

     

    গাক্কু ব্যালে ড্যান্স
    গাক্কু ব্যালে ড্যান্স

    কাজাখ চেম্বার কোয়ার অব দ্য আক্টোবে রিজিওনাল ফিলহারমনিক, এই দলটি মূলত কাজাখ লোকসংগীত, শাস্ত্রীয় সংগীত এবং সমসাময়িক কোরাল মিউজিক পরিবেশন করে। এই মিউজিক ফেস্টিভ্যালের অন্যতম বিশেষ আকর্ষণ ড.সুব্রহ্মণ্যমের কম্পোজিশন 'নবগ্রহ সিম্ফনি'-তে এই কোয়ার দলটি অংশ নিচ্ছে। সেখানে থাকা গায়ক-গায়িকারা কাজাখস্তানের নিজস্ব কোরাল ঐতিহ্য ও কণ্ঠশৈলী ভারতের বড় বড় শহরগুলোতে যেমন- দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুতে তুলে ধরছে।

     

    Click here to Read More
    Previous Article
    Simran Bala: প্রথমবারেই UPSC-তে সফল, ২৬ বছরের CRPF অফিসার সিমরন এবার প্রজাতন্ত্র দিবসে গড়তে চলেছেন ইতিহাস
    Next Article
    South 24 Parganas News: আচমকাই ফাটল, সাগরের মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে বাংলাদেশের বার্জ, প্রবল দূষণের আশঙ্কা ! কী ছিল ভিতরে ?

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment