Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Simran Bala: প্রথমবারেই UPSC-তে সফল, ২৬ বছরের CRPF অফিসার সিমরন এবার প্রজাতন্ত্র দিবসে গড়তে চলেছেন ইতিহাস

    6 days ago

    Simran Bala: সিমরন বালা, বছর ২৬- এর এই তরুণীর নাম এখন জানে সারা ভারত। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ- এর অ্যাসিসট্যান্ট কমানড্যান্ট। এবছর প্রজাতন্ত্র দিবসে ইতিহাস তৈরি করতে চলেছেন সিমরন। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সমস্ত পুরুষ সিআরপিএফ ইউনিটকে প্রথম মহিলা অফিসার হিসেবে নেতৃত্ব দেবেন তিনি।                     

    জম্মু ও কাশ্মীরের নৌশেরা গ্রামের বাসিন্দা সিমরন। পাকিস্তানের তরফে হামেশাই গোলাবারুদ বর্ষণ হয় এই এলাকায়। কিন্তু গোলাবারুদ বর্ষণ, মর্টার শেলিংয়ের প্রভাব নিজের শৈশবে পড়তে দেননি সিমরন। ছোট থেকেই একটা স্বপ্ন, জেদ লালন করেছেন নিজের জীবনে। আর সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন পূরণও করেছেন। এবছরের প্রজাতন্ত্র দিবসে প্রথম মহিলা অফিসার হিসেবে প্রায় ১৪০ জন পুরুষ সিআরপিএফ ক্যাডেটকে নেতৃত্ব দেবেন তিনি। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ সত্যিই চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো একটা অনুষ্ঠান। সিআরপিএফ- এর পুরুষ এবং মহিলা ক্যাডেটরা একত্রিত হয়ে এই প্যারেডে অংশগ্রহণ করতে দেখা যায় প্রতি বছরই।                 

    সিমরন বালা তাঁর জেলারও প্রথম মহিলা যিনি সিআরপিএফ- এ যোগ দিয়েছেন অফিসার হিসেবে। কলেজের পড়াশোনার পাশাপাশি প্রথমবারই UPSC CAPF পরীক্ষা দিয়ে ১৫১ জনের মধ্যে ৮২ র‍্যাঙ্ক করেছিলেন সারা ভারতের ভিত্তিতে। জম্মু ও কাশ্মীর থেকে সিমরন বালা ছিলেন একা মহিলা যিনি ২০২৩ সালের মে মাসে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রথমবারেই UPSC CAPF পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সিমরন। র‍্যাঙ্কও ছিল নজরকাড়া। সেই বছর জম্মু ও কাশ্মীর থেকে UPSC CAPF পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একমাত্র মহিলা পরীক্ষার্থী ছিলেন সিমরন বালা। আর এবার তাঁর সাফল্যের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। এবছর অর্থাৎ ২০২৬ সালের ২৬ জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড যা নয়া দিল্লির কর্তব্যপথে হতে চলেছে, সেখানে সিআরপিএফ- এর সমস্ত পুরুষ ক্যাডেটদের, প্রায় ১৪০ জনের বেশি, কুচকাওয়াজে প্রথম মহিলা সিআরপিএফ অফিসার হিসেবে নেতৃত্ব দেবেন।                  

    Click here to Read More
    Previous Article
    Gujrat Water Tank Collapsed: ২১ কোটির জলের ট্যাঙ্ক ! পরীক্ষা করতে গিয়েই বিপত্তি, উদ্বোধনের আগেই ভাঙল হুড়মুড়িয়ে
    Next Article
    Lakshminarayana Global Music Festival: দেবী সরস্বতীর সামনে বিশ্বসুরের মহামিলন, টালা প্রত্যয়ে লক্ষ্মীনারায়ণ গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment