Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Gujrat Water Tank Collapsed: ২১ কোটির জলের ট্যাঙ্ক ! পরীক্ষা করতে গিয়েই বিপত্তি, উদ্বোধনের আগেই ভাঙল হুড়মুড়িয়ে

    6 days ago

    Gujrat Water Tank Collapsed: ২১ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল জলের ট্যাঙ্ক। ৩৩টি গ্রামে এই ট্যাঙ্ক থেকেই পৌঁছে যাওয়ার কথা ছিল জলের। কিন্তু সেই জলের ট্যাঙ্কই ভেঙে পড়ল প্রথম দিনেই। এই ঘটনায় ইতিমধ্যেই গুজরাত পুলিশ ইতিওধ্যেই মামলা দায়ের করেছে। এমনকি এই ঘটনার পর ধরপাকড়ও শুরু করা হয়েছে পুলিশের তরফে। Gaipagla Group Water Supply Scheme- এর গর্ব হতে চলেছিল প্রচুর অর্থ ব্যয় করে নির্মাণ করা এই জলের ট্যাঙ্কটি। তার পরিবর্তে গুজরাত প্রশাসনের কাছে একপ্রকার লজ্জা হয়ে দাঁড়িয়েই শুরুতেই এই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনা।          

    গত ১৯ জানুয়ারি ১৫ মিটার উঁচু এই জলের ট্যাঙ্ক পরীক্ষা করার জন্য ভর্তি করেছিলেন ইঞ্জিনিয়াররা। তারকেশ্বর গ্রামে রয়েছে এই জলের ট্যাঙ্ক। আসলে এই জলের ট্যাঙ্কের কতটা ক্ষমতা, তা পরীক্ষা করার জন্যই ইঞ্জিনিয়াররা সুবিশাল এই ট্যাঙ্ক জলপূর্ণ করেছিলেন । আর তাতেই ঘটে বিপত্তি। উদ্বোধন হওয়ার আগেই হুড়মুড় করে ভেঙে পড়েছে ওই বিশাল আয়তনের ট্যাঙ্ক। ৯ লক্ষ লিটার জল ভরা ছিল ওই ট্যাঙ্কে। আর মুহূর্তেই তা ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। অত বড় ট্যাঙ্কে জল ভরার পরেই যে তা হুড়মুড় করে ভেঙে পড়ে যাবে, তা কল্পনা করেননি কেউই।             

    চোখের সামনে অত বড় জলের ট্যাঙ্ক ভেঙে বিপুল পরিমাণে জল বেরিয়ে আসায়, একপ্রকার জলোচ্ছ্বাস তৈরি হয়েছিল ওই এলাকায়। জলের ট্যাঙ্ক আচমকা ভেঙে পড়ায় তিনজন শ্রমিকও আহত হয়েছিল। গোটা এলাকায় যেন খোঁড়াখুঁড়ির কাজ করা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টিলের টুকরো, পাথরের বড় বড় টুকরো। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। তাঁদের অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল জলের ট্যাঙ্কটি। তাই জন্যই এই পরিণতি হয়েছে।                       

    নির্মাণের পর উদ্বোধনের আগেই ভেঙে গিয়েছে সুবিশাল জলের ট্যাঙ্ক। নিঃসন্দেহে এ ঘটনা লজ্জার। ঠিক কতটা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল এই জলের ট্যাঙ্ক নির্মাণে, তা নিয়েই উঠছে প্রশ্ন। কারা এর পিছনে রয়েছে, কী কী সামগ্রী ব্যবহার করা হয়েছে, কেন এই জলের ট্যাঙ্ক এত তাড়াতাড়ি ভেঙে গেল - এই দিকগুলি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে ধরপাকড়ও।                   

    Click here to Read More
    Previous Article
    Air India Crash: ‘পাইলটদের ঘাড়ে দায় চাপানো অন্যায়, গোড়া থেকে বিমানেই সমস্যা', আমেরিকার সেনেটে জমা পড়ল রিপোর্ট
    Next Article
    Simran Bala: প্রথমবারেই UPSC-তে সফল, ২৬ বছরের CRPF অফিসার সিমরন এবার প্রজাতন্ত্র দিবসে গড়তে চলেছেন ইতিহাস

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment