SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Parliament Winter Session: অফিসের সময়সীমা পেরিয়ে গেলে আর কাজ সংক্রান্ত ফোন-ইমেল নয়, লোকসভায় পেশ হল 'রাইট টু ডিসকানেক্ট বিল'

    7 hours ago

    নয়াদিল্লি: নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে অফিসের কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া অধিকার সুনিশ্চিতকরণে নতুন বিল উত্থাপিত হল লোকসভায়। বিলটিতে বলা হয়েছে, অফিসের কাজের সময়সীমা পেরিয়ে গেলে, কাজ সংক্রান্ত কোনও ফোন বা ইমেলে অংশ নাও নিতে পারবেন কর্মীরা। শুক্রবার লোকসভায় উত্থাপিত হয় ওই প্রাইভেট মেম্বার্স বিলটি, যার পোশাকি নাম রাখা হয়েছে Right to Disconnect Bill. (Parliament Winter Session)

    ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলে সংসদে পেশ করেন Right to Disconnect Bill, 2025. অফিসের কাজের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর, ছুটিতে থাকাকালীন যাতে কর্মীদের অফিসের কাজ সংক্রান্ত বিষয়ে যুক্ত হতে না হয়, তার জন্য ‘কর্মী কল্যাণ’ বিভাগের সূচনা হওয়া উচিত বলেও প্রস্তাব দিয়েছেন সুপ্রিয়া। অফিসের কাজের সময়সীমা পেরিয়ে গেলে, তার পর কর্মীরা যাতে কাজ সংক্রান্ত ফোন বা ইমেল এড়িয়ে চলতে পারেন, সেই অধিকার সুনিশ্চিতকরণের পক্ষে সওয়াল করেন তিনি। 

    অন্য দিকে, কংগ্রেস সাংসদ কডিয়ম কাব্যও একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন, Menstrual Benefits Bill, 2024. ঋতুস্রাব চলাকালীন কাজের জায়গায় মহিলারা যাতে নির্দিষ্ট সুযোগ-সুবিধা পান, সহযোগিতাপূর্ণ পরিবেশ থাকে তাঁদের জন্য, তার সপক্ষে সওয়াল করা হয়েছে বিলটি। লোক জনশক্তি পার্টির সাংসদ সম্ভবী চৌধরিও মহিলা কর্মী ও পড়ুয়াদের জন্য মেনস্ট্রুয়াল লিভ, মেনস্ট্রুয়াল পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ-সুবিধা চেয়ে বিল পেশ করেন। 

    একই ভাবে কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর তামিলনাড়ুকে NEET (স্নাতক স্তরের ডাক্তারি ভর্তি) থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব পেশ করেন সংসদে। NEET-বিরোধী তাদের বিলে রাষ্ট্রপতি সম্মতি দিচ্ছেন না বলে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ু সরকার। নির্দল সাংসদ ভি প্রকাশবাপু Journalist (Prevention of Violence and Protection) Bill, 2024 পেশ করেন, যার আওতায় সাংবাদিকদের উপর হামলা, তাঁদের সম্পত্তিহানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে।

    কোনও সাংসদ চাইলে সংসদে প্রাইভেট মেম্বার্স বিল পেশ করতে পারেন, তাতে নিজেদের প্রস্তাব পেশ করতে পারেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া পাওয়া গেলে সাধারণ সেই সব বিল তুলে নেওয়া হয়। সেই মতোই এবারের শীতকালীন অধিবেশনেও একাধিক প্রাইভেট মেম্বার্স বিল পেশ হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সংসদে। ১৯ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন বরাদ্দ করা হয়েছে এবারের শীতকালীন অধিবেশনে।

    তবে প্রাইভেট মেম্বার্স বিল খুব কম সময়ই আইনে পরিণত হয়। সরকার সরাসরি ভেটো না দিলেও, তার বিরুদ্ধে ভোট পড়তে পারে। ওই বিল আলোচনার জন্য উত্থাপিত না হওয়াও অস্বাভাবিক কিছু নয়। সরকারের তরফে সমর্থনের অভাবে প্রায়শই প্রাইভেট মেম্বার্স বিলের উদ্দেশ্য সফল হয় না।

    Click here to Read More
    Previous Article
    Weather Update: রাজ্যে জাঁকিয়ে শীত, হাড়কাঁপানো ঠান্ডা পড়বে কবে? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?
    Next Article
    Google Top Searches 2025: IPL থেকে 'সাইয়ারা'... খেলা-বিনোদন-প্রযুক্তি, ২০২৫ জুড়ে গুগলে কী কী খুঁজলেন ভারতীয়রা

    Related টপ নিউজ Updates:

    Comments (0)

      Leave a Comment