SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Google Top Searches 2025: IPL থেকে 'সাইয়ারা'... খেলা-বিনোদন-প্রযুক্তি, ২০২৫ জুড়ে গুগলে কী কী খুঁজলেন ভারতীয়রা

    6 hours ago

    Google Top Searches 2025: সার্চ ইঞ্জন গুগলে ২০২৫ জুড়ে কী কী খুঁজে বেরিয়েছেন ইউজাররা? এবার তারই তালিকা প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। ভারতীয়রা চলতি বছর ধরে যা যা গুগলে খুঁজেছেন, সেই তালিকা কিন্তু বেশ নজরকাড়া। তাহলে চলুন বছর শেষ হওয়ার আগে চটজলদি এবার দেখে নেওয়া গুগলের পেশ করা সেই তালিকা। 

    মোস্ট ট্রেন্ডিং সার্চ - কী নেই এই তালিকায় 

    আইপিএল নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনা সকলেই জানেন। আর গুগলের মোস্ট ট্রেনিং সার্চের তালিকা যখন তৈরি হচ্ছে, সেখানে আইপিএল জায়গা পাবে না, তা তো হতেই পারে না। এছাড়াও 'সব মিলিয়ে বা ওভার অল' গুগলে ২০২৫ সাল জুড়ে ভারতীয় খুঁজেছেন আরও বেশ কয়েকটি বিষয়ে। সেগুলি হল - মহাকুম্ভ মেলা, গুগল জেমিনি, মহিলাদেশ বিশ্বকাপ, এশিয়া কাপ, জিরক (Grok), আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সাইয়ারা - হিন্দি ছবি, প্রো কবাডি লিগ এবং ধর্মেন্দ্রজিকে।

    খেলার ব্যাপারে যে ভারতীয়দের উৎসাহ, উদ্দীপনা বরাবরই বেশি, তার আরও একবার প্রমাণ পাওয়া গিয়েছে এই তালিকায়। এছাড়াও রয়েছে বক্স অফিসে দুরন্ত সাফল্য পাওয়া রোম্যান্টিক ছবি 'সাইয়ারা'। এআই নিয়ে এখন প্রায় সকলেই খোঁজখবর রাখছেন। আর তাই এই তালিকা অনুসারে, গুগল জেমিনি- র প্রসঙ্গেও আগ্রহ দেখিয়েছেন সাধারণ মানুষ। বছরশেষে বলিউডে নক্ষত্রপতন হয়েছে। প্রয়াত হয়েছেন বলিউডের 'হি ম্যান' ধর্মেন্দ্র। প্রিয় 'ধরম পাজি'- কে নিয়েও নানা তথ্য গুগলের সার্চ বারে খুঁজে বেরিয়েছেন তাঁর অনুরাগীরা। সেরা দশের তালিকায় প্রথম দুই স্থান দখল করেছে আইপিএল এবং গুগল জেমিনি। তৃতীয় স্থানে রয়েছে ইলন মাস্কের Grok. 

    গুগলের সার্চবারে AI নিয়ে অসীম আগ্রহ দেখিয়েছেন ইউজাররা। প্রচুর তথ্য খুঁজেছেন ChatGPT প্রসঙ্গে। সপ্তম স্থানে রয়েছে ChatGPT সম্পর্কিত সার্চ। এবছর সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল Ghibli আর্টে। নিজেদের ছবি Ghibli আর্টে বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি, এমন লোকের সংখ্যা নিতান্তই হাতেগোনা। আর সেই সূত্রেই গুগলের সার্চ বারে ChatGPT Ghibli Art নিয়ে চলেছে বিস্তর খোঁজাখুঁজি। ChatGPT Ghibli Art গুগলের সেরা ১০ সার্চের তালিকায় রয়েছে অষ্টম স্থানে। 

    শুধু Ghibli আর্টেই থেমে থাকেননি আমজনতা। গুগলের সার্চের তালিকায় জেমিনি ট্রেন্ড, Ghibli ট্রেন্ড, থ্রিডি মডেল ট্রেন্ডের পাশাপাশি বেশ পোক্ত জায়গা করে নিয়েছে জেমিনি শাড়ি ট্রেন্ড। আচমকাই একদিন দেখা গেল সোশ্যাল মিডিয়া জুড়ে শাড়ি পরে, অপরূপ সাজে ছবি দিচ্ছেন অনেক ইউজারই। জানা গেল, এরই পোশাকি নাম জেমিনি শাড়ি ট্রেন্ড। 

    বিনোদনের 'সার্চ'- এও রয়েছে চমক 

    যে ৫ ছবির (ক্রমানুসারে) ব্যাপারে ইউজাররা গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন ২০২৫ সালে সেগুলি হল সাইয়ারা, কানতারা- এ লেজেন্ড চ্যাপ্টার ১, কুলি, ওয়্যার ২, সনম তেরি কসম। পিছিয়ে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মও। নেটফ্লিক্সের সিরিজ স্কুইড গেম, অ্যামাজন প্রাইমের পঞ্চায়েত, নন-ফিকশন শো বিগ বস, বছরের শেষভাগে শাহরুখ পুত্র আরিয়ান খানের ডেবিউ ডিরেকশন 'দ্য ব্যাডস অফ বলিউড', পাতাল লোক - সবই রয়েছে তালিকায়। 

    Click here to Read More
    Previous Article
    Parliament Winter Session: অফিসের সময়সীমা পেরিয়ে গেলে আর কাজ সংক্রান্ত ফোন-ইমেল নয়, লোকসভায় পেশ হল 'রাইট টু ডিসকানেক্ট বিল'
    Next Article
    বিশ্বকাপের ৫ ফেভারিট বেছে দিলেন মেসি, রাখলেন না রোনাল্ডোর পর্তুগালকে

    Related টপ নিউজ Updates:

    Comments (0)

      Leave a Comment