Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Jammu Kashmir News: জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে সেনা অভিযান, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন হাবিলদার গজেন্দ্র সিং

    1 week ago

    Jammu Kashmir News: জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে চলছিল সেনা-জঙ্গি সংঘর্ষ। দু'পক্ষের গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন হাবিলদার গজেন্দ্র সিং। স্পেশ্যাল ফোর্সের হাবিলদার ছিলেন তিনি। White Knight Corps- এর তরফে এক্স মাধ্যমে এই হাবিলদারের শহিদ হওয়ার কথা জানানো হয়েছে। Operation TRASHI-I শুরু হয়েছিল ১৮ জানুয়ারি মধ্যরাত থেকে। ১৯ জানুয়ারিও চলেছে অভিযান। সিংপুরা এলাকায় জঙ্গি দমনের জন্য অভিযান চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। সেই সময়েই সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছেন হাবিলদার গজেন্দ্র সিং। তাঁর সাহসিকতার জন্য সেনার তরফে সম্মান এবং শ্রদ্ধা জানানো হয়েছে। শহিদ হাবিলদারের পরিবারের প্রতিও শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে সেনাবাহিনীর তরফে। 

    সূত্রের খবর, যাদের খোঁজে কিশতোয়ারে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান চলছে, তারা দলে ২ থেকে ৩ জন রয়েছে। অভিযোগ, তারা পাকিস্তান থেকে আসা জঙ্গি। সম্ভবত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য। এই ২-৩ জন জঙ্গিকে দেখতেও পেয়েছিল সেনাবাহিনী। কিন্তু জওয়ানদের উপস্থিতি টের পেতেই এলোপাথাড়ি গুলিবৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ছোড়া হয় গ্রেনেডও। জওয়ানদের চোখের ধুলো দিয়ে পালাতেই এই পদক্ষেপ নেয় জঙ্গিরা। আর এই সময়েই গুলিতে আহত হন ৭ জন সেনা জওয়ান। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিশতোয়ারের ছতরু এলাকায় অভিযান চালাচ্ছিল সেনা। সেখানেই জওয়ানদের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। 

    জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ ভাবে কিশতোয়ারে অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর জম্মু ভিত্তিক White Knight Corps. ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল সেনাবাহিনীর কাছে। ৭ জওয়ান আহত হওয়ার পরেও অভিযান থামায়নি সেনাবাহিনী। অতিরিক্ত বাহিনীর সাহায্যে ওই এলাকায় অভিযান জারি রাখা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের বেশ কিছু জায়গায় অভিযান চালাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেনাবাহিনীকে। তার মধ্যে অন্যতম হল প্রতিকূল ভূখণ্ড। কোথাও থাকে ঘন জঙ্গল, কোথাও বা রুক্ষ ভূখণ্ড, খারাপ রাস্তা। কিন্তু তা সত্ত্বেও কখনই দমে যায় না নিরাপত্তাবাহিনী। সমস্ত ধরনের বাধা বিপত্তি কাটিয়ে জারি থাকে তাদের অভিযান। 

    Click here to Read More
    Previous Article
    SIR News : 'মিস্টার জ্ঞানেশ কুমার আপনাকে এগুলো দেখতে হবে', রাস্তায় বসে সরব অগ্নিমিত্রা; ফর্ম ৭ উত্তেজনা আসানসোলেও
    Next Article
    West Bengal SIR : 'এসআইআর নথি হিসাবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে', কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment