Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    SIR News : 'মিস্টার জ্ঞানেশ কুমার আপনাকে এগুলো দেখতে হবে', রাস্তায় বসে সরব অগ্নিমিত্রা; ফর্ম ৭ উত্তেজনা আসানসোলেও

    1 week ago

    কৌশিক গাঁতাইত, আসানসোল : বাঁকুড়ার পর এবার আসানসোল। কালো গাড়ি করে প্রচুর পরিমাণে ফর্ম ৭ নিয়ে এসে জমা দিতে আসার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। গাড়ির কাচ ভাঙচুর করা হয়। আসানসোল দক্ষিণ থানার মহকুমা শাসকের অফিসে শুনানি চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে। একজনকে আটক করা হয়েছে। ফর্ম ৭ এনে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। যা অস্বীকার করেছে গেরুয়া শিবির। আসানসোল মহকুমা শাসকের দফতরের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির রেশ গিয়ে পড়ে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রচুর সংখ্যক কর্মী-সমর্থককে নিয়ে বার্নপুর রোডে অবরোধ করে দক্ষিণ পুলিশ পোস্ট ঘেরাও করে রেখেছেন। রাস্তায় বসে স্লোগান তুলছেন অগ্নিমিত্রা পাল। তাঁদের একটাই দাবি, ৭ নম্বর ফর্ম জমা নিতেই হবে। 

    এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, "আজ মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন তাঁর ক্যাডারদের লেলিয়ে...আমরা যাতে ফর্ম ৭ জমা দিতে না পারি। সকাল সাড়ে ১০টার সময় আমার কার্যকর্তারা ফর্ম নিয়ে সকল বিধানসভা থেকে এসিডও অফিসে পৌঁছান। পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁদের মারধর করা হয়। এক মহিলা কার্যকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে। তিনি এখন মাথায় তিনটি স্টিচ করে এখানে পৌঁছাচ্ছেন । সিনিয়র কার্যকর্তাকে মারধর করে পুলিশ আটক করে রেখেছে। আমার বিধানসভার ফাইল, বহু কাগজ ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মিস্টার জ্ঞানেশ কুমার আপনাকে এগুলো দেখতে হবে। আমরা ফর্ম ৭ জমা দেব। কীভাবে জমা দেব, এই পশ্চিমবঙ্গের অবস্থা ! এটা কার্যকর্তার ওপর হামলা নয়, গণতন্ত্রের ওপর হামলা। আপনারা ওখান থেকে বলছেন, আপনারা নির্দেশ দিচ্ছেন, আপনার ইআরও, ডিএ সেকথা শুনছেন না। কীভাবে আমরা দেব ? আপনি ব্যবস্থা করুন। যতক্ষণ না আমরা উত্তর পাই, আসানসোল জেলার সমস্ত কার্যকর্তা এই রাস্তায় অবরোধে বসে আছি।"

    এদিকে লালবাগে বিজেপির আনা ফর্ম ৭-এ আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়িতে চলে ভাঙচুর । এদিন ২৭ হাজার ফর্ম-৭ নিয়ে লালবাগ মহকুমা শাসকের দফতরে আসে বিজেপি। বিজেপির কাছ থেকে ফর্ম ছিনিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের সামনেই গাড়িতে হামলা চলে। ফর্ম ৭-এর নামে মানুষকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, তারই প্রতিবাদ করা হয়েছে বলে দাবি তৃণমূলের।

     

    Click here to Read More
    Previous Article
    Noida Engineer Death Case: ঠিক কী কারণে মৃত্যু হয়েছে নয়ডার ইঞ্জিনিয়ারের? কী জানা গেল ময়নাতদন্তের রিপোর্টে
    Next Article
    Jammu Kashmir News: জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে সেনা অভিযান, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন হাবিলদার গজেন্দ্র সিং

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment