Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Air India Crash: ‘পাইলটদের ঘাড়ে দায় চাপানো অন্যায়, গোড়া থেকে বিমানেই সমস্যা', আমেরিকার সেনেটে জমা পড়ল রিপোর্ট

    5 days ago

    নয়াদিল্লি: আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ। বিমানযাত্রায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির উপর নজরদারি চালানো একটি অলাভজনক সংস্থা (NGO) মারাত্মক অভিযোগ তুলেছে। তাদের দাবি, গতবছর আমদাবাদে যে Boeing 787 Dreamliner বিমানটি ভেঙে পড়ে এবং ২৬০ জন মারা যান, সেটিতে আগে বার বার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার রেকর্ড রয়েছে। এয়ার ইন্ডিয়ায় একেবারে প্রথম দিনই সিস্টেমে ম্যালফাংশন ধরা পড়ে। এমনকি উড়ন্ত অবস্থায় বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটে। (Air India Crash Probe)

    The Foundation for Aviation Safety নামের ওই সংস্থা নিজেদের ওই রিপোর্ট ইতিমধ্যেই আমেরিকার সেনেটে পাঠিয়ে দিয়েছে। BBC জানিয়েছে, আমেরিকার সেনেটের একটি স্থায়ী উপসমিতিতে রিপোর্টটি জমা পড়েছে। Boeing-এর বিমানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একাধিক ঘটনার উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তদন্তে যা উঠে এসেছে, সবই তুলে ধরা হয়েছে। এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি Boeing. (Air India Crash)

    The Foundation for Aviation Safety জানিয়েছে, আমদাবাদের দুর্ঘটনার আগেও Boeing 787-এর নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতেই 787 সিরিজের শতাধিক বিমানে ২০০০-এর বেশি ত্রুটি ধরা পড়ে। একদা সিয়াটলে Boeing-এ সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত এড পিয়ার্সনের নেতৃত্বে তদন্ত চালায় The Foundation for Aviation Safety. Boeing-এর বিমানে নিরাপত্তা এবং গুণমান নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ রয়েছে বলে দাবি ওই সংস্থার।

    বিশেষ করে Boeing-এর প্রযুক্তিগত ত্রুটিগুলি খতিয়ে দেখা উচিত বলে মত The Foundation for Aviation Safety-এর। শুধুমাত্র পাইলটদের ঘাড়ে দোষ চাপালে গুরুতর সমস্যাগুলি ঢাকা পড়ে যাবে বলে মত তাদের।  আমদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে এখনও তদন্ত চলছে। ভারতের বিমান দুর্ঘটনা তদন্তকারী ব্যুরো (AAIB) যেমন তদন্ত করছে, তদন্ত করছে আমেরিকাও। কারণ Boeing-এর 787 সিরিজের বিমান এবং তার ইঞ্জিন আমেরিকাতেই তৈরি। 

    আমদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে পড়ে গত বছর, সেটি Boeing 787 সিরিজেরই প্রথম দিকের বিমান ছিল। ২০১৩ সালের শেষ দিকে আকাশে ওড়ে সেটি। এয়ার ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয় ২০১৪ সালের গোড়ায়। The Foundation for Aviation Safety জানিয়েছে, এয়ার ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার প্রথম দিনই বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং সমস্যা থেকেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটিতে। বৈদ্যুতিক এবং সফ্টওয়্যার-জনিত সমস্যার কথাও বলা হয়েছে। ট্রিপড সার্কিট ব্রেকার্স, ওয়্যারিং ড্যামেজ, শর্ট সার্কিট, ইলেকট্রিক্যাল কারেন্ট লস এবং ওভারহিটিং অফ পাওয়ার সিস্টেম কম্পোনেন্টের কথা তুলে ধরা হয়েছে রিপোর্টে। 

    রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাসে P100 পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে আগুন ধরে যায়। ফ্র্যাঙ্কফুর্টে নামার সময় পাইলটদের কাছে সেই মর্মে সঙ্কেত আসে। পরে তদন্ত করে গোটা প্যানেলটি বদলানো হয়। আগের বিমানের তুলনায় ৭৮৭ সিরিজের বিমানগুলি অনেক বেশি বৈদ্যুতিক শক্তির উপর নির্ভরশীল। আগের সরঞ্জামগুলি বাদ দিয়ে হালকা ওজনের বৈদ্যুতিক সরঞ্জাম বসানো হয় বিমানে। কিন্তু তাতে ব্যাটারিতে আগুন লাগার ঘটনাও ঘটে ২০১৩ সালে, জাপান এয়ারলাইন্সের ৭৮৭ বিমানে। তারের মধ্যে জল ঢুকে যাওয়ার কথাও তুলে ধরা হয়েছে রিপোর্টে।

    আমদাবাদের দুর্ঘটনা নিয়ে ওয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। সেই নিয়ে তদন্ত চলছে ভারতেও। কিন্তু ভারতে যে প্রক্রিয়ায় তদন্ত চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস। AAIB-কে আইনি নোটিস ধরিয়েছে তারা। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির পাইলট সুমিত সাবরওয়াল-এর আত্মীয়কে সমন পাঠানোর তীব্র বিরোধিতা করেচে তারা। পাইলট সংগঠনের দাবি, দুর্ঘটনার জন্য দায়ী আসল কারণগুলিকে ধামাচাপা দিতে পাইলটদের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    Bengaluru Airport Molestation Case: তল্লাশির নামে যৌন নিগ্রহ, বেঙ্গালুরু বিমানবন্দরে হেনস্থা কোরিয়ার তরুণীকে, গ্রেফতার গ্রাউন্ড স্টাফ
    Next Article
    Gujrat Water Tank Collapsed: ২১ কোটির জলের ট্যাঙ্ক ! পরীক্ষা করতে গিয়েই বিপত্তি, উদ্বোধনের আগেই ভাঙল হুড়মুড়িয়ে

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment