SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Syed Mushtaq Ali Trophy: বিমান বিভ্রাটে কপাল পুড়ল বাংলার! পুদুচেরির কাছে লজ্জার হার, পরের পর্ব নিয়ে অনিশ্চয়তা

    9 hours ago

    হায়দরাবাদ: ইন্ডিগোর বিমান বিভ্রাটে দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত। আর তাতেই কি কপাল পুড়ল বাংলার?

    সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে পুদুচেরির কাছে লজ্জার হার বাংলার। ৮১ রানে হারতে হল বাংলাকে। যার নেপথ্যে ব্যাটিং বিপর্যয়! ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৬ রানে শেষ বাংলার ইনিংস। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পুদুচেরির কাছে পরাজয়ের পর বাংলার পরের পর্বে যাওয়াই অনিশ্চিত।

    শনিবার হায়দরাবাদের জিমখানা মাঠে বাংলার শেষ ৮ উইকেট পড়ে ৬.২ ওভারে মাত্র ২৬ রানের ব্যবধানে! শেষ ৬ উইকেট পড়ে মাত্র ১৬ রানে! ফলে জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৯৬ রানেই গুটিয়ে গেল বাংলা।

    বাংলাকে ভুগতে হল দেশজুড়ে চলা বিমান বিভ্রাটেও। তাতেই আটকে পড়ে এই ম্যাচে খেলতে পারলেন না দলের সেরা অলরাউন্ডার শাহবাজ আমেদ। সন্তানকে দেখবেন বলে আগের ম্যাচের পর বাড়ি ফিরেছিলেন। কিন্তু বিমান বিভ্রাটে আটকে পড়ে হায়দরাবাদে ফিরতে পারেননি শাহবাজ। তাঁকে ছাড়া নেমে সমস্যায় পড়ল বাংলা।

    ব্যাটারদের মধ্যে করণ লাল ২৩ বলে ৪০, অভিমন্যু ঈশ্বরন ৬ বলে ১২ ও অভিষেক পোড়েল ৯ বলে ১১ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি! ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির পরের পর্বের রাস্তা বেশ কঠিন হয়ে গেল বাংলার কাছে।

    শনিবার টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। পুদুচেরি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে। অধিনায়ক আমন খান পাঁচটি চার ও সাতটি ছয়ের সাহায্যে করেন ৪০ বলে সর্বোচ্চ ৭৪ রান। যশবন্ত শ্রীরাম আউট হন ৩৪ বলে ৪৫ রান করে। বাংলার বোলারদের মধ্যে মহম্মদ শামি ৪ ওভারে ৩৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। ১৩টি ডট বল করেন তিনি। ঋত্বিক চট্টোপাধ্যায় ২টি উইকেট পান। মুকেশ কুমার ৪ ওভারে ৩৯, আকাশ দীপ ৪ ওভারে ২০ ও প্রদীপ্ত প্রামাণিক ৪ ওভারে ২৮ রান দিয়েছেন, তবে উইকেট পাননি।

    রান তাড়া করতে নেমে বাংলার ওপেনিং জুটি ভেঙেছিল ৪ ওভারে ৪৪ রানে। জয়ন্ত যাদব চারটি ও সিদাক সিংহ তিন উইকেট নেন।যুবরাজ কেসোয়ানি ৭, সুদীপ কুমার ঘরামি ৫, শাকির হাবিব গাঁধী  ৩, ঋত্বিক ৮ - কেউই রান পাননি।

     

     

    Click here to Read More
    Previous Article
    বিশাখাপত্তনমে রেকর্ড গড়া পারফরম্যান্সের পর কুলদীপের মুখে রোহিত-প্রসঙ্গ
    Next Article
    ‘চ্যাম্পিয়ন হতে এসেছি’, গোয়ায় ফাইনালের আগে হুঙ্কার বিনোর, ইস্টবেঙ্গলকে সমীহ মার্কেজের

    Related খেলা Updates:

    Comments (0)

      Leave a Comment