SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Smriti Mandhana: স্মৃতির হাত থেকে উধাও বাগদানের আংটি! বিয়ের নতুন তারিখ নিয়ে জল্পনার মাঝেই কীসের ইঙ্গিত?

    12 hours ago

    মুম্বই: ধুমধাম করে বিয়ে হওয়ার কথা ছিল। তোড়জোড় সম্পন্ন হয়ে গিয়েছিল। অতিথি, অভ্যাগতরাও হাজির। অথচ শেষ মুহূর্তে সব তালগোল পাকিয়ে যায়। আচমকা জানা যায় যে, বাবা অসুস্থ হয়ে পড়ার কারণে ভারতীয় দলের তারকা ক্রিকেটার, বিশ্বকাপজয়ী স্মৃতি মান্ধানার (smriti mandhana) বিয়েই স্থগিত।

    স্মৃতি এবং পলাশ মুচ্ছলের বিয়ে ২৩শে নভেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু স্মৃতির বাবার শরীর খারাপ হওয়ার কারণে বিয়ে স্থগিত করার খবর পাওয়া গিয়েছিল । তারপর থেকে নানারকম জল্পনা। কারও কারও মতে, হবু পাত্র পলাশকে অন্য তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। কারও কারও মতে, মেরি ডি কোস্তা নামক একজনের সঙ্গে অন্তরঙ্গ চ্যাট ফাঁস হয়ে যাওয়াতেই নাকি স্মৃতি বিয়ে স্থগিত করে দেন। নানা ধরনের দাবির মধ্যে স্মৃতি সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট শেয়ার করেছেন । যদিও এই ভিডিওটি তাঁর বিয়ে বা কোনও বিয়ের তারিখের সঙ্গে সম্পর্কিত নয় । স্মৃতি একটি টুথপেস্ট ব্র্যান্ডের জন্য প্রোমোশনাল ভিডিও শেয়ার করেছেন । কমেন্ট সেকশনে অনেকে এও দাবি করেছেন যে, স্মৃতির হাতে তাঁর বাগদানের আংটিটি নেই ।  

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Smriti Mandhana (@smriti_mandhana)

    স্মৃতি মান্ধানা এই পোস্টটি একটি বিখ্যাত টুথপেস্ট ব্র্যান্ডের জন্য করেছেন । তবে ভক্তদের নজরে এসেছে যে, ভিডিওটিতে স্মৃতি মান্ধানার আঙুলে বাগদানের আংটিটি নেই । আরও অনেক ভক্ত দাবি করেছেন যে, এই ভিডিওটি বিয়ের তারিখের আগের । একজন দাবি করেছেন যে, পলাশ মুচ্ছল যখন স্মৃতিকে বিয়ের প্রস্তাবও দেননি, সম্ভবত তার আগে এই ভিডিওটি শুট করা হয়েছিল ।

    স্মৃতি মান্ধানা বিয়ের সম্পর্কিত কোনও পোস্ট করেননি, এবং ভিডিওটি বাগদানের আগের কি না, তা জানা যায়নি, তবে এই ভিডিওটি ইন্টারনেটে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ।

    তবে এসবের বাইরে পলাশ মুচ্ছলের মা, অমিতা, একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে স্মৃতি এবং পলাশের বিয়ে খুব শীঘ্রই হবে । তিনি এও জানান যে, বিয়ের দিনে যা ঘটেছিল, তা নিয়ে স্মৃতি এবং পলাশ দুজনেই খুব হতাশ এবং কষ্ট পেয়েছিলেন ।

    Click here to Read More
    Previous Article
    CM Mamata Banerjee:'যারা দেশকে ধ্বংস করায় মেতেছে, তাঁদের বিরুদ্ধে..', সম্প্রীতি দিবসে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রীর
    Next Article
    IND vs S Africa 3rd ODI Live: এক ওভারে জোড়া উইকেট প্রসিদ্ধ কৃষ্ণর, ২৯ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৭০/৪, লাইভ আপডেট

    Related খেলা Updates:

    Comments (0)

      Leave a Comment