Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Shirin Paul: জিতুদার সঙ্গে শ্যুটিংয়ের ফাঁকে জমিয়ে গল্প করি, দিতিপ্রিয়ার কাছে আমি কৃতজ্ঞ: শিরিন পাল

    4 days ago

    তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পায়ে পায়ে বেশ অনেকগুলো দিন হয়ে গেল, অপর্ণা-কে আপন করে নিয়েছেন তিনি। ছোটপর্দায় প্রথম কাজ, তাও মুখ্যচরিত্রে.. এখনও যেন খুশিতে ভাসছেন অভিনেত্রী শিরীন পাল (Shirin Paul)। ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এর নায়িকার চরিত্রে বেশ অনায়াসেই দর্শকদের মনজয় করে নিয়েছেন এই নবাগতা নায়িকা। ধারাবাহিকের শুরুর দিকে, জিতু কমলের (Jeetu Kamal)-এর বিপরীতে এই চরিত্রে অভিনয় করছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। কিন্তু কয়েক মাস যাওয়ার পরে, বেশ কিছু সমস্যার জন্য ধারাবাহিক ছাড়েন দিতিপ্রিয়া। একটা সময়ে জল্পনা শুরু হয়েছিল, ধারাবাহিক বোধহয় বন্ধ হয়ে যাবে। কিন্তু আদৌ তা হয়নি.. বরং দিতিপ্রিয়ার জায়গা নিয়েছেন শিরিন। 

    'চিরদিনই তুমি যে আমার'-ই টেলিভিশনের প্রথম কাজ অভিনেত্রীর। এর আগে থিয়েটার করার অভিজ্ঞতা রয়েছে শিরিনের। ছোটপর্দায় কাজের অভিজ্ঞতা কেমন হচ্ছে তাঁর? এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla) কে শিরিন বলছেন, 'একেবারে নতুন আর খুব ভাল একটা অভিজ্ঞতা। জীবনটা যেন একটা নিয়মে বাঁধে পড়ে গিয়েছে। সকাল সকাল ঘুম থেকে ওঠা, জলখাবার তৈরি করে শ্যুটিংয়ে যাওয়া, সারাদিন শ্যুটিং, মেকআপ, চিত্রনাট্য ঝালিয়ে নেওয়া.. আর তারপরে বাড়ি ফিরে তাড়াতাড়ি শুয়ে পড়া। যাতে পর্যাপ্ত বিশ্রামটা হয়। ফ্লোরেও সবার সঙ্গে খুব ভাল সম্পর্ক.. অনেকটা ছোট আমি, তাই সবাই আমায় যথেষ্ট স্নেহ করেন, সাহায্য ও করেন।'

    দিতিপ্রিয়ার ছেড়ে যাওয়া চরিত্রে অভিনয় করছেন শিরিন, তুলনার ভয় হয়েছে? অভিনেত্রী বলছেন, 'একটা মানুষ কাগজে লেখা চরিত্রকে রক্তমাংসের রূপ দেন। সেখানে দর্শকদের মনে একটা মানুষের চেহারা বসে রয়েছে। সেই জায়গায় নতুন মুখকে আপন করে নেওয়া দর্শকদের কাছেও বেশ কঠিন। আমি তো সবটা জেনেই কাজে এসেছিলাম। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে আমার আলাপ নেই, কিন্তু আমি ওর কাছে কৃতজ্ঞ। উনি চরিত্রটা ছেড়ে গিয়েছেন বলেই তো আমি এত বড় সুযোগটা পেলাম। নিজের ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করছি মানুষের মন জয় করার।'

    ধারাবাহিকের পর্দায়, জিতু আর শিরিনের রসায়নে মজে দর্শক, পর্দার বাইরে তাঁদের সম্পর্কটা কেমন? শিরিন বলছেন, 'আমার অধিকাংশ দৃশ্যই তো ওঁর সঙ্গে, তাই অনেকটা সময়েই একসঙ্গে কাটে। যখন একটু ফাঁকা সময় পাই, আমরা অভিনয় থেকে শুরু করে সিনেমা, বই অনেক বিষয় নিয়েই আলোচনা করি। জিতুদা আমায় কখনও কোনও দৃশ্যে বলেননি যে, আমার ভুল হচ্ছে। পরামর্শ দিতে হলে বলেছেন, 'খুব ভাল হচ্ছে, কিন্তু তুমি এই বিষয়টা একটু ভেবে দেখতে পারো। একজন জুনিয়র হিসেবে এটাই তো পাওয়া।'

    দিতিপ্রিয়া যে সময়ে ধারাবাহিকে অভিনয় করতেন, শোনা গিয়েছিল জিতু সেই সময়ে শ্যুটিংয়ে অধিকাংশ সময়েই একা, নিজের ঘরে থাকতেন। শট দিয়েই ফিরে যেতেন নিজের ঘরে। শ্যুটিং ফ্লোরের এখনকার পরিবেশ কেমন? শিরিন বলছেন, 'আগে পরিবেশ কেমন ছিল, সত্যিই আমার জানবার কথা নয়। তবে এখন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি। খুব ভাল করেই সময় কেটে যায়। ধারাবাহিকে সবার সঙ্গেই আমার খুব ভাল একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। সবাই আমায় পরামর্শ দেন, কিন্তু কখনও বলেন না যে, 'এটা হচ্ছে না, ওটা হচ্ছে না'। 

    টিআরপি কী ভাবায় শিরিনকে? অভিনেত্রী বললেন, 'না ভাবার চেষ্টা করি। আমার যেটুকু কাজ, প্রাণ ঢেলে অভিনয় করা.. সেটুকুই করি। বিশ্বাস করি, অভিনয় ভাল হলে, TRPও আসবে।'

    Click here to Read More
    Previous Article
    SAI Complex: সাতসকালে মর্মান্তিক ঘটনা, দুই কিশোরী অ্যাথলিটের দেহ উদ্ধার সাই ক্যাম্পাসের হস্টেলে
    Next Article
    Hema Malini: ভোট দিয়ে বেরিয়েই জনরোষের মুখে হেমা মালিনী, কীভাবে পরিস্থিতি সামলালেন আতঙ্কিত অভিনেত্রী সাংসদ?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment