Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Hema Malini: ভোট দিয়ে বেরিয়েই জনরোষের মুখে হেমা মালিনী, কীভাবে পরিস্থিতি সামলালেন আতঙ্কিত অভিনেত্রী সাংসদ?

    4 days ago

    কলকাতা: আজ এশিয়ার ধনীতম পুরসভা, বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচন চলছে। সকাল থেকেই নির্বাচনে অংশ নিতে বিভিন্ন বুথে বুথে মানুষের ভিড়। প্রত্যেকেই লাইন নিয়ে নিজের নিজের কেন্দ্রে ভোটদান করছেন। সকাল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন তারকারাও। তবে নির্বাচনে অংশ নিয়ে গিয়ে, জনরোষের মুখে পড়লেন হেমা মালিনী (Hema Malini)। ভোট দিয়ে বেরোতেই, মথুরার বিজেপির সাংসদকে ঘিরে ধরলেন জনতা। স্বভাবতই অস্বস্তিতে হেমা, জনতার ক্ষোভের মুখে কোনও উত্তরই দিতে পারলেন না!

    ঠিক কী হয়েছে এদিন? জানা যাচ্ছে, নিজের কেন্দ্রে ভোট দেন হেমা। বেশ সকালেই এসেছিলেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গেও। তবে হেমা সেই জায়গা ছেড়ে বেরতে যেতেই, তাঁকে ঘিরে ধরেন একদল প্রৌঢ়। নির্বাচন কেন্দ্রে চূড়ান্ত অব্যবস্থা, লম্বা লাইনের দরুণ দীর্ঘক্ষণ অপেক্ষা, সাধারণ মানুষদের হয়রানি, এই নিয়ে হেমার কাছে অভিযোগ করতে থাকেন তাঁরা। রোষের মুখে পড়ে, কার্যত বদলে যায় হেমার অভিব্যক্তি। কী করবেন, বুঝে উঠে না পেতে হেমা মালিনী এগিয়ে দেন তাঁর আপ্ত সহায়ককে। তিনি পরিস্থিতি সামাল দিলে, কোনওমতে পরিস্থিতি এড়িয়ে যান হেমা।

    এদিন নির্বাচনে অংশ নিয়ে হেমা মালিনী বলেন, 'সারাদিন অনেক কাজ, তাই সকাল সকাল ভোট দিয়ে গেলাম। মুম্বইয়ের সমস্ত মানুষের উচিত ঘর থেকে বেরিয়ে এই নির্বাচনে অংশ নেওয়া উচিত। যদি পরিস্কার হাওয়া চান, সমান-ভাল রাস্তা চান, সুরক্ষা চান.. তাহলে সবাইকে দায়িত্ব নিতে হবে। আর সেই দায়িত্ব মানে, সঠিক সময়ে, সঠিকভাবে ভোট দিয়ে এমন একজন জনপ্রতিনিধিকে নির্বাচন করা, যিনি আমাদের ভালটা বুঝবেন। মুম্বই সেরা শহর.. আরও ভাল শহর হতে পারে।'

    ৯ বছর পরে এশিয়ার ধনীতম পুরসভা, বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচন আজ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই অংশ নিচ্ছেন নির্বাচন প্রক্রিয়ায়। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। মুম্বই ছাড়াও, বৃহস্পতিবার অর্থাৎ আজ ভোটগ্রহণ হচ্ছে আরও ২৮টি পুরসভায়। সব মিলিয়ে ৮৯৩টি ওয়ার্ডের জন্য ২৮৬৯টি বুথে ভোটগ্রহণ চলছে জোরকদমে। বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩.৪৮ কোটি। সব মিলিয়ে ২৯টি পুরনিগমে ভাগ্য নির্ধারণ হবে ১৫ হাজার ৯৩১ জন প্রার্থীর। দেশের তো অবশ্যই, গোটা এশিয়ার ধনীতম স্বশাসিত সংস্থা বিএমসি। এর বার্ষিক বাজেট প্রায় ৭৫ হাজার কোটি টাকা।

    Click here to Read More
    Previous Article
    Shirin Paul: জিতুদার সঙ্গে শ্যুটিংয়ের ফাঁকে জমিয়ে গল্প করি, দিতিপ্রিয়ার কাছে আমি কৃতজ্ঞ: শিরিন পাল
    Next Article
    Amal Asur Death: অভাব আর অসুস্থতা ছিল নিত্যসঙ্গী, দরজা ভেঙে উদ্ধার দূরদর্শনের মহালয়ার অসুরের দেহ

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment