SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Nothing Phone 3a Lite: 'নাথিং'- এর ফোন পছন্দ? ভারতে সদ্য লঞ্চ হওয়া মডেল কিনতে পারেন, এখন পাবেন অনেক ছাড়

    11 hours ago

    Nothing Phone 3a Lite: ভারতে নাথিং ফোন ৩এ লাইট আগেই লঞ্চ হয়েছে। এবার শুরু হল এই ফোনের বিক্রি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাচ্ছে বিজয় সেলস, ক্রোমা এবং অন্যান্য রিটেল দোকান থেকে। ভারতে নাথিং ফোন ৩এ লাইট লঞ্চ হয়েছে এবছর (২০২৫) ২৭ নভেম্বর। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডের সাহায্যে এই ফোন কিনলে এখন ক্রেতারা পাবেন আকর্ষণীয় ছাড়। ক্রেডিট কার্ডেও থাকছে অফার পাওয়ার সুযোগ। নাথিং ফোন ৩এ লাইট মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। আর পাবেন ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট এবং ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

    ভারতে নাথিং ফোন ৩এ লাইট ফোনের দাম এবং অফার, দেখে নিন একনজরে 

    এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। অন্যদিকে, এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২২,৯৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ওয়ানকার্ড ব্যাঙ্কের কার্ডে এই ফোন কিনলে উল্লিখিত দুই ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ছাড় যুক্ত দামে। বেস মডেলের দাম হবে ১৯,৯৯৯ টাকা। আর আরেকটি ভ্যারিয়েন্টের দাম হবে ২১,৯৯৯ টাকা। 

    এছাড়াও ফ্লিপকার্ট অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক অফার দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট ডেবিট কার্ড এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে। প্রথম কার্ডে ৭৫০ টাকা পর্যন্ত এবং দ্বিতীয় কার্ডে ৪০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের কাছে। পুরোনো স্মার্টফোনের পরিবর্তেও কেনা যাবে নাথিং ফোন ৩এ লাইট মডেল। সেক্ষেত্রে এক্সচেঞ্জ অফার হিসেবে ১৭,২৫০ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকছে। কালো, নীল, সাদা - এই তিন রঙে ভারতে কেনা যাচ্ছে নাথিং ফোন ৩এ লাইট মডেল। 

    কী কী ফিচার রয়েছে নাথিং ফোন ৩এ লাইট মডেলে 

    নাথিং ফোন ৩এ লাইট মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ও ৫ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আরেকটি ক্যামেরা সেনসর রয়েছে। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের স্ক্রিনের উপর। ডুয়াল সিমের (ন্যানো+ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্টও পাওয়া যাবে এই ফোনে। ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ফ্লেক্সিবল AMOLED স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

    Click here to Read More
    Previous Article
    Cancer :বড় লাফ ক্যান্সারের, কারণ আমাদের আশেপাশেই, সবাইকে টপকে গেল দেশের এই রাজ্য
    Next Article
    শামির দুর্দান্ত বোলিং সত্ত্বেও বিশ্রী হার, মুস্তাক আলির নকআউটের অঙ্ক জটিল হল বাংলার

    Related টপ নিউজ Updates:

    Comments (0)

      Leave a Comment