SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Kolkata Metro: কলকাতা মেট্রোয় চাকরির দারুণ সুযোগ, কারা আবেদন করতে পারবেন? শূন্যপদ কত?

    10 hours ago

    Kolkata Metro: কলকাতা মেট্রোয় চাকরির সুযোগ। ১২৮টি শূন্যপদে হতে চলেছে নিয়োগ। আইটিআই ডিগ্রি থাকলে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। Act Apprentice - এই পদে নিয়োগ করতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে ২৩ ডিসেম্বর, ২০২৫ থেকে এবং তা চলবে ২২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। Metro Railway Kolkata- র অফিশিয়াল ওয়েবসাইট mtp.indianrailways.gov.in - এর মাধ্যমে আবেদন করা যাবে অনলাইনে। কলকাতা মেট্রোয় Act Apprentice পদে নিযুক্ত হলে মাসে মাসে পাওয়া যাবে স্টাইপেন্ড। ১৮০০ টাকা পাওয়া যাবে বলে শোনা গিয়েছে। 

    আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমাবদ্ধতা সম্পর্কে জেনে নিন বিস্তারিত 

    অন্তত দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। সেটাও ১০+২ পরীক্ষার সিস্টেমে। এগ্রিগেটে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। একটি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করতে হবে। যে ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেবেন তার উপর আইটিআই ডিগ্রি থাকতে হবে যা প্রদান করবে NCVT অথবা SCVT. 

    আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ সর্বনিম্ন বয়স ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স ২৪ বছর। যইদ সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সের সীমায় ছাড় থাকবে। 

    অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 

    • জেনারেল এবং ওবিসিদের জন্য ১০০ টাকা 
    • তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং মহিলাদের কোনও ফি দিতে হবে না। 
    • শুধুমাত্র অনলাইনেই জনা দেওয়া যাবে অ্যাপ্লিকেশন ফি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং- এইসবের মাধ্যমে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 

    আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়ার জন্য একজন আবেদনকারী দশম শ্রেণিতে কত নম্বর পেয়েছেন এবং আইটিআই পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, দুটোকেই সমান মান্যতা দেওয়া হবে। এই দুইয়ের ভিত্তিতেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে। 

    CBSE: চাকরির সুযোগ দিচ্ছে সিবিএসই বোর্ড। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই নিয়োগ করতে চলেছে জুনিয়র অ্যাসিসট্যান্ট-সহ একাধিক পদে। যোগ্যরা অনলাইনে আবেদন করতে পারবেন সিবিএসই- র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এই নিয়োগের মাধ্যমে ১২৪টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, আর তা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। 

    ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

    Click here to Read More
    Previous Article
    Curd Eating Benefits: শীতেও রোজ টকদই খাওয়ার অভ্যাস কী কী উপকার করবে আপনার স্বাস্থ্যের?
    Next Article
    Weather Update: রাজ্যে জাঁকিয়ে শীত, হাড়কাঁপানো ঠান্ডা পড়বে কবে? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

    Related শিক্ষা এবং চাকরি Updates:

    Comments (0)

      Leave a Comment