SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    2027 World Cup: বিরাট, রোহিতের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কি আরও কমছে? কীসের ইঙ্গিত দিলেন গম্ভীর?

    6 days ago

    বিশাখাপত্তনম: এখনও নিশ্চিত নয় যে আদৌ ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মা খেলবেনই কি না। তাঁদের সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ ও তার আগে অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে পারফরম্য়ান্স বিচার করলে ২ অভিজ্ঞ তারকা অটোমেটিক চয়েস। কিন্তু বিশাখাপত্তনমে তৃতীয় ওয়ান ডে ম্য়াচের পর কোচ গৌতম গম্ভীরের বক্তব্য কিন্তু ক্রিকেটপ্রেমীদের কিছুটা সন্দিহান করে তুলবে। সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন করা হলেও বুদ্ধি করে এড়িয়ে গেলেন বিষয়টিকে।

    গম্ভীর বলছেন, ''ওঁরা দুজনেই বিশ্বমানের প্লেয়ার। ওঁদের অভিজ্ঞতা ড্রেসিংরুমের জন্য় খুব গুরুত্বপূর্ণ। অনেক বছর ধরেই এই কাজটা ওঁরা করে চলেছে। আশা করি আগামী দিনেও ওঁদের অভিজ্ঞতা বাকিদের সাহায্য করবে। যা ৫০ ওভারের ফর্ম্য়াটে প্রয়োজন।'' গিল ও শ্রেয়স আইয়ার না থাকায় সুযোগ পেয়েছিলেন জয়সওযাল ও রুতুরাজ। এই দুজনেই শতরান হাঁকিয়েছেন প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে। সেই প্রসঙ্গে তুলে এনে বিরাট, রোহিতের ২০২৭ বিশ্বকাপ খেলার সম্ভাবনাকে কিছুটা যেন ক্ষীণ করে দিলেন গম্ভীর। ভারতীয় দলের কোচ বলছেন, ''আপনাদের একটি বিষয় বুঝতে হবে, ২০২৭ বিশ্বকাপ এখনও ২ বছর সময় আছে। এটা খুব প্রয়োজন যে বর্তমানে থাকা, ভবিষ্যতে কী হবে তা নিয়ে এখন থেকে ভেবে কোনও লাভ নেই। যারা নতুন নতুন প্লেয়ার উঠে আসছে। তাদের কিন্তু পর্যাপ্ত সুযোগ দিতে হবে।''

    ম্যাচশেষে সাংবাদিক সস্মেলনে গম্ভীর বলেন, 'ঈশ্বরই জানেন আমাদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় হারের পর কী কী শুনতে হয়েছিল। এর তো অনেককিছু ক্রিকেটর সঙ্গে অন্তর্ভুক্তও নয়। একজন আইপিএল কর্ণধারও তো ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে আলাদা কোচের কথা লিখেছিলেন। আমরা তো অন্যদের ক্ষেত্রে নাক গলাই না, তাই অন্যান্য ক্ষেত্রের লোকেদেরও নিজেদের ক্ষেত্রেই থাকা উচিত। দেখুন ফলাফল আমাদের পক্ষে যাইনি, তাই এত কথা হয়েছে। তবে কেউই তো একবারের জন্যও এটা লেখেননি যে প্রথম টেস্ট ম্যাচটায় আমাদের অধিনায়ককে ছাড়া আমাদের খেলতে হয়েছে যে দুই ইনিংসের কোনওটাতেই ব্যাট করতে পারেনি। আমি সাংবাদিক সম্মেলনে এসে অজুহাত দিই নাতবে তার মানে এই নয় যে যেটা সকলের সামনে রয়েছে, সেটাকে এড়িয়ে যাওয়া হবে

    টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয় নিয়েছে ভারতীয় দল।

    Click here to Read More
    Previous Article
    Brigade Gita Path : বেজে উঠল শঙ্খ, ব্রিগেডে গীতাপাঠে যোগ দিতে কাতারে কাতারে মানুষ, বাংলাদেশ ও নেপাল থেকেও যোগদান !
    Next Article
    Abhisahek Sharma: কোনও ভারতীয় ব্য়াটারই আজ পর্যন্ত পারেননি, কুড়ির ফর্ম্যাটে অভিনব রেকর্ড অভিষেক শর্মার

    Related খেলা Updates:

    Comments (0)

      Leave a Comment