SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Abhisahek Sharma: কোনও ভারতীয় ব্য়াটারই আজ পর্যন্ত পারেননি, কুড়ির ফর্ম্যাটে অভিনব রেকর্ড অভিষেক শর্মার

    4 days ago

    মুম্বই: টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি ক্রমতালিকায় তিনিই এক নম্বরে। অভিষেকের পর থেকেই অভিষেক শর্মা এই ফর্ম্যাটে রাজ করছেন। এবার নতুন আরেক রেকর্ডের মালিক হয়ে গেলেন বাঁহাতি এই তরুণ ওপেনার। যে রেকর্ড রোহিত শর্মা, বিরাট কোহলি এমনকী সূর্যকুমার যাদবের ঝুলিতেও নেই। সম্প্রতি মুস্তাক আলি ট্রফিতে খেলছেন অভিষেক। সেখানেই পঞ্জাবের জার্সিতে প্রত্যেক ম্য়াচেই ব্যাট হাতে দাপট দেখাতে দেখা যাচ্ছেন তাঁকে। গ্রুপ সি-তে সার্ভিসেসের বিরুদ্ধে ৩৪ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন অভিষেক। যেই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে আটটি বাউন্ডারি ও তিনটি ছক্কা। আর তার সঙ্গে সঙ্গেই এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টিতে মোট ১০০ ছক্কা হাঁকানোর নজির গড়লেন অভিষেক।

    চলতি বছরে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অভিষেকের ব্যাট থেকে এসেছে ১৪৯৯ রান। ৪২.৮২ গড়ে রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ভয়ঙ্কর! ২০৪.২২। তিনটি সেঞ্চুরি ও ৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন বাঁহাতি তরুণ। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৮, যা তিনি চলতি মুস্তাক আলিতে করেছেন।

    চলতি টুর্নামেন্টে পঞ্চাশের ওপর গড়ে ৩০৪ রান করেছেন অভিষেক এখনও পর্যন্ত। স্ট্রাইক রেট প্রায় ২৫০। একটি শতরান ও দুটো অর্ধশতরান রয়েছে ঝুলিতে। এই মুহূর্তে মুস্তাক আলিতে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক অভিষেক।

    লজ্জার হার বাংলার

    এদিকে, সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে পুদুচেরির কাছে লজ্জার হার হারতে হল বাংলা দলকে। ৮১ রানে হারতে হল বাংলাকে। যার নেপথ্যে ব্যাটিং বিপর্যয়! ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৬ রানে শেষ বাংলার ইনিংসসৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পুদুচেরির কাছে পরাজয়ের পর বাংলার পরের পর্বে যাওয়াই অনিশ্চিত।

    শনিবার হায়দরাবাদের জিমখানা মাঠে বাংলার শেষ ৮ উইকেট পড়ে ৬.২ ওভারে মাত্র ২৬ রানের ব্যবধানে! শেষ ৬ উইকেট পড়ে মাত্র ১৬ রানে! ফলে জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৯৬ রানেই গুটিয়ে গেল বাংলা। বাংলাকে ভুগতে হল দেশজুড়ে চলা বিমান বিভ্রাটেও। তাতেই আটকে পড়ে এই ম্যাচে খেলতে পারলেন না দলের সেরা অলরাউন্ডার শাহবাজ আমেদ। সন্তানকে দেখবেন বলে আগের ম্যাচের পর বাড়ি ফিরেছিলেন। কিন্তু বিমান বিভ্রাটে আটকে পড়ে হায়দরাবাদে ফিরতে পারেননি শাহবাজ। তাঁকে ছাড়া নেমে সমস্যায় পড়ল বাংলা। ব্যাটারদের মধ্যে করণ লাল ২৩ বলে ৪০, অভিমন্যু ঈশ্বরন ৬ বলে ১২ ও অভিষেক পোড়েলবলে ১১ রান করেনবাকিরা কেউই দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি! ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির পরের পর্বের রাস্তা বেশ কঠিন হয়ে গেল বাংলার কাছে।

    Click here to Read More
    Previous Article
    2027 World Cup: বিরাট, রোহিতের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কি আরও কমছে? কীসের ইঙ্গিত দিলেন গম্ভীর?
    Next Article
    Dilip On Brigade Gita Path : 'দম থাকলে কর..' গীতাপাঠ শুরু আগেই বিগ্রেডে বিস্ফোরক দিলীপ !

    Related খেলা Updates:

    Comments (0)

      Leave a Comment