Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    যাতায়াতে ভীষণ ঝুঁকি ! আজ থেকে ৩ দিন বাতিল করা হল এই ট্রেনগুলি, তালিকা দেখুন ঝটপট

    1 week ago

    ভারতে প্রতিদিন প্রায় ৩ কোটি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। তাই ট্রেনের সূচির দিকে নজর থাকে অনেকেরই। ইদানিং ভারতের বিভিন্ন এলাকাতেই কুয়াশার দাপট এতটা বেড়েছে, তাতে বহু ট্রেন দেরিতে চসছে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা মাথায় রেখে, লাইনে মেরামতি সংক্রান্ত কাজের জন্যও আগামী কয়েক দিন কয়েকটি ট্রেন বাতিল করল রেলওয়ে। এই ট্রেনগুলির সঙ্গে জড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের বহু মানুষের যাতায়াতের বিষয়টিও।টাটানগর রেল বিভাগের যাত্রীদের জন্য এই খবরটি বিশেষভাবে জরুরি। রেলের নোটিশ অনুসারে, ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ( ২০২৬ ) পর্যন্ত বেশ কয়েকটি MEMU এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি সম্পূর্ণরূপে যাত্রীদের নিরাপত্তা মাথায় রেখেই নেওয়া হয়েছে, যাতে কোনও ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

    কী কারণে ট্রেন বাতিল

    রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চক্রধরপুর রেল বিভাগের অধীনে কিছু জায়গায়, জঙ্গলের ধারে রেললাইনে বন্য হাতির আনাগোনা দেখা যাচ্ছে। অনেক সময় হাতি হঠাৎ রেললাইনে চলে আসে, যা ট্রেনের সামনে বড় বিপদ ডেকে আনতে পারে। কর্তৃপক্ষের মতে, এই পরিস্থিতিতে নিয়মিত ট্রেন চলাচল চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জীবন ও সম্পত্তি রক্ষা নিশ্চিত করতে রেল অস্থায়ীভাবে MEMU এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। রেল জানিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেন চলাচল আবার শুরু করা হবে।  

    বাতিল ট্রেনের তথ্য

    • ট্রেন নম্বর 68010/68009/68006/68011 চক্রধরপুর-টাটানগর-খড়গপুর-টাটানগর-চক্রধরপুর মেমু ট্রেন ৭ জানুয়ারি ২০২৬ থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত উভয় দিক থেকে বাতিল থাকবে। চক্রধরপুর, টাটানগর এবং খড়গপুর রুটে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের এতে অসুবিধা হতে পারে।
    • ট্রেন নম্বর 68019/68020 টাটানগর-গুয়া-টাটানগর মেমু ট্রেন ৭ জানুয়ারি ২০২৬ থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত উভয় দিক থেকে বাতিল থাকবে। টাটানগর এবং গুয়ার মধ্যে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের এতে সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
    • ট্রেন নম্বর 68043/68044 টাটানগর-রাউরকেল্লা-টাটানগর মেমু ট্রেন ৭ জানুয়ারি ২০২৬ থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত উভয় দিক থেকে বাতিল থাকবে। টাটানগর এবং রাউরকেল্লার মধ্যে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের এতে অসুবিধা হতে পারে।
    • ট্রেন নম্বর 18176/18175 ঝাড়সুগুড়া-হাতিয়া-ঝাড়সুগুড়া মেমু ট্রেন ৭ জানুয়ারি ২০২৬ থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত উভয় দিক থেকে বাতিল থাকবে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে যাতায়াতকারী যাত্রীদের তাদের পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে।
    • ট্রেন নম্বর 58151/58152 বড়ামপাহাড়-বঙ্গিরিপোসি-বড়ামপাহাড় প্যাসেঞ্জার ট্রেন ৭ জানুয়ারি ২০২৬ থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত উভয় দিক থেকে বাতিল থাকবে। বড়ামপাহাড় এবং বঙ্গিরিপোসির মধ্যে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের এতে অসুবিধা হতে পারে। 
    Click here to Read More
    Previous Article
    দেশে অর্থ-সঙ্কট ! ৪৬ হাজার টাকা দিচ্ছে অর্থমন্ত্রক, আপনিও কি পেয়েছেন এই বার্তা? সত্যিটা কি?
    Next Article
    West Bengal Assembly Elections 2026: ’২১-এর জয়ের ব্যবধান থেকে বেশি নাম বাদ, একাধিক হেভিওয়েট কেন্দ্রে একই ছবি, ’২৬-এর ফলাফলে কি প্রভাব পড়বে?

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment