Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    দেশে অর্থ-সঙ্কট ! ৪৬ হাজার টাকা দিচ্ছে অর্থমন্ত্রক, আপনিও কি পেয়েছেন এই বার্তা? সত্যিটা কি?

    1 week ago

    দেশে  অর্থনৈতিক সঙ্কট। মানুষের হাত খালি। তাই সরকার আপনাকে টাকা দিচ্ছে। একেবারে থোক  ৪৬,৭১৫ টাকা । এমন বার্তা অনেকেই পেয়েছেন। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে এই বার্তায়। দেশের প্রতিটি নাগরিকের অ্যাকাউন্টে ৪৬,৭১৫ টাকা জমা করছে। ভাইরাল বার্তায় আরও দাবি করা হচ্ছে যে সরকার দেশে অর্থনৈতিক সংকট কমাতে এই পদক্ষেপ নিয়েছে। এই বার্তাটি মানুষ ব্যাপকভাবে শেয়ারও করছে। ভারত সরকারের অফিসিয়াল সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-এর ফ্যাক্ট চেক টিম এই ভাইরাল দাবির তদন্ত করেছে এবং এটিকে সম্পূর্ণ ভুয়া বলে চিহ্নিত করেছে। মন্ত্রক স্পষ্টভাবে বলেছে যে অর্থ মন্ত্রক এমন কোনও প্রকল্পের ঘোষণা করেনি বা শুরুও করেনি।

    বার্তার সঙ্গে দেওয়া হচ্ছে একটি লিঙ্কও

    এই ভুয়া বার্তার সঙ্গে 'Register for support' নামে একটি বাটন বা লিঙ্ক দেওয়াও হচ্ছে। এই ধরনের লিঙ্ক প্রায়শই ফিশিংয়ের জন্য ব্যবহৃত হয়। ফিশিং মানে হল, এই লিঙ্কে ক্লিক করলে, আপনার ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্কের বিবরণ পৌঁছে যেতে পারে প্রতারকদের কাছে। এর ফলে স্ক্যামাররা রেজিস্ট্রেশনের অজুহাতে আপনার সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নেয়।

    সরকারের নাগরিকদের কাছে আবেদন

    সরকার জনগণকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ধরনের কোনও বার্তায় বিশ্বাস না করার এবং অফিসিয়াল পোর্টালে গিয়ে সত্যতা যাচাই করার অনুরোধ করেছে। দেশের নাগরিকদের সুরক্ষার জন্য এই ধরনের কোনও সন্দেহজনক লিঙ্কে ব্যাঙ্কের বিবরণ বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার জন্য জানিয়েছে সরকার । এই ধরনের ভুয়ো বার্তা বা ভিডিও ফরওয়ার্ড করার পরিবর্তে সাইবার সেল বা PIB ফ্যাক্ট চেক-এ রিপোর্ট করা প্রয়োজন।

    সাইবার জালিয়াতরা প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করছে এবং ফিশিং তার মধ্যে একটি। এর মাধ্যমে যে কেউ সব হারাতে পারে।   নিজেকে বাঁচানোর জন্য যেকোনো অজানা লিঙ্কে ক্লিক করার আগে দশবার ভাবুন। ব্যাঙ্কের বিবরণ, ওটিপি, সিভিভি-এর মতো গুরুত্বপূর্ণ তথ্য কারো সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন। কিছু ভুল মনে হলে অবিলম্বে পুলিশকে জানান। এছাড়াও, ২-ফ্যাক্টর অথেন্টিকেশন সবসময় চালু রাখুন এবং অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। আপনার সামান্য সতর্কতা আপনাকে বড় ধরনের জালিয়াতি থেকে বাঁচাতে পারে।

                                  

    Click here to Read More
    Previous Article
    UP SIR Draft List : বিজেপি-শাসিত উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশিত, ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ ! মৃত ৪৬ লক্ষর বেশি
    Next Article
    যাতায়াতে ভীষণ ঝুঁকি ! আজ থেকে ৩ দিন বাতিল করা হল এই ট্রেনগুলি, তালিকা দেখুন ঝটপট

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment