Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal Assembly Elections 2026: ’২১-এর জয়ের ব্যবধান থেকে বেশি নাম বাদ, একাধিক হেভিওয়েট কেন্দ্রে একই ছবি, ’২৬-এর ফলাফলে কি প্রভাব পড়বে?

    1 week ago

    উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কৃষ্ণেন্দু অধিকারী ও পূর্ণেন্দু সিংহ: ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। সেই আবহেই গুরুত্বপূর্ণ পরিসংখ্য়ান উঠে এল রাজ্যের একাধিক হাইপ্রোফাইল বিধানসভা কেন্দ্র থেকে। ভবানীপুর থেকে নন্দীগ্রামের মতো একাধিক জায়গায় ২০২১ সালে জয়ের ব্যবধান যত ছিল, খসড়া ভোটার তালিকায় তার চেয়ে বেশি নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রগুলিতে কী হতে চলেছে? (SIR in Bengal)

    পশ্চিমবঙ্গে SIR-এর খসড়া ভোটার তালিকায় বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম। কিন্তু, বিধানসভা কেন্দ্রগুলিকে ধরে এই নাম বাদের হিসেব করতে গিয়ে সামনে আসছে অনেক নতুন তথ্য়। সূত্রের খবর, অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই কেন্দ্রে জয়ের ব্যবধান যত ছিল, খসড়া ভোটার তালিকায় তার চেয়ে বেশি সংখ্য়ক নাম বাদ পড়েছে। এই তালিকায় রয়েছে অনেক হাইপ্রোফাইল বিধানসভা কেন্দ্রও। (West Bengal Assembly Elections 2026)

    যেমন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে ২৮ হাজার ৭১৯ ভোটে জিতেছিল তৃণমূল। সূত্রের খবর, SIR-এর খসড়া তালিকায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ছবিও এক। ২০২১ সালে নন্দীগ্রাম কেন্দ্রে ১ হাজার ৯৫৬ ভোটে জিতেছিলেন শুভেন্দু। সূত্রের খবর, SIR-এর খসড়া তালিকায় নন্দীগ্রাম কেন্দ্রে বাদ পড়েছে ১০ হাজার ৫৯৯ জনের নাম।

    • কলকাতার আরও একাধিক হাইপ্রোফাইল কেন্দ্র থেকে এমন ছবি উঠে আসছে। ২০২১ সালে চৌরঙ্গী কেন্দ্রে ৪৫ হাজার ৩৪৪ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, SIR-এর খসড়া তালিকায় চৌরঙ্গী কেন্দ্রে বাদ পড়েছে ৭৪ হাজার ৫৫৩ জনের নাম।
    • ২০২১ সালে রাসবিহারী কেন্দ্রে ২১ হাজার ৪০৬ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। সূত্রের খবর, SIR-এর খসড়া তালিকায় রাসবিহারী কেন্দ্রে বাদ পড়েছে ৪২ হাজার ৫১৯ জনের নাম।
    • ২০২১ সালে শ্য়ামপুকুর কেন্দ্রে ২২ হাজার ৫২০ ভোটে জেতেন তৃণমূলের শশী পাঁজা। সূত্রের খবর, SIR-এর খসড়া তালিকায় শ্য়ামপুকুর কেন্দ্রে বাদ পড়েছে ৪২ হাজার ৩০৩ জনের নাম।
    • ২০২১ সালে যাদবপুর কেন্দ্রে ৩৮ হাজার ৮৬৯ হাজার ভোটে জেতেন তৃণমূলের দেবব্রত মজুমদার। সূত্রের খবর, SIR-এর খসড়া তালিকায় যাদবপুরে বাদ পড়েছে ৫৪ হাজার ১৮৪ জনের নাম।

    এ নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "তৃণমূল বার বার বলেছে, বৈধ ভোটার বাদ গেলে...৫৮ লক্ষ তো মৃত! জানা কথা বাদ যাবে।"

    • ২০২১ সালে বিজেপির জেতা একাধিক আসন থেকেও এমন ছবি উঠে এসেছে। ২০২১ সালে কোচবিহার উত্তরে ১৪ হাজার ৬১৫ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী সুকুমার রায়। সূত্রের খবর, SIR-এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে ১৪ হাজার ৬৫২ জনের নাম।
    • ২০২১ সালে ফালাকাটা কেন্দ্রে ৩ হাজার ৯৯০ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী দীপক বর্মণ। সূত্রের খবর, SIR-এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে ১৪ হাজার ৮৮৩ জনের নাম।
    • ২০২১ সালে বাগদা কেন্দ্রে ৯ হাজার ৭৯২ ভোটে জেতেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, SIR-এর খসড়া তালিকায় বাগদা কেন্দ্রে বাদ পড়েছে ২৪ হাজার ৯২২ জনের নাম।

    বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন, এবারে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে বিদায় জানাবেই বিজেপি। সরাসরি মমতাকে নিশানা করে তিনি বলেন, "বিজেপি আপনাকে গণতান্ত্রিক ভাবে এখান থেকে বিদায় দেবে। আপনার অবসর। ২০২৬ সালেই আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন। সেই গ্যারান্টি দিচ্ছে বিজেপি। তৃণমূল বাই বাই।"

    সরল পাটিগণিতের হিসেবে জয়ের মার্জিনের থেকে বেশি নাম বাদ গেলে, অনেক হিসেবে উল্টে যেতে পারে। তবে ভোটের অঙ্ক অন্য়রকম হয়। কাজ করে বহু ফ্য়াক্টর। আর পাঁচ বছরের সময়কাল অনেক দীর্ঘ। তাই শেষ পর্যন্ত হেভিওয়েট কেন্দ্রগুলিতে ভোটের ফল এবার কী হয়, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস।

    Click here to Read More
    Previous Article
    যাতায়াতে ভীষণ ঝুঁকি ! আজ থেকে ৩ দিন বাতিল করা হল এই ট্রেনগুলি, তালিকা দেখুন ঝটপট
    Next Article
    WB News Live: ভবানীপুর থেকে নন্দীগ্রাম, তালিকায় একাধিক হাইপ্রোফাইল কেন্দ্র, জয়ের মার্জিনের থেকে বেশি নাম বাদ SIR-এ

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment