SEARCH

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    Sunday Horoscope: রবিবারেই রাশিতে চমক! এই ৫ রাশিতে ঘুরবে খেল, হাতে আসবে টাকা, প্রেম জীবনও সুখের

    6 days ago

    দৈনিক রাশিফল: বৃহস্পতি ও চাঁদের মধ্যে রাশি পরিবর্তন যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষ শাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই শুভ যোগের প্রভাবে মিথুন রাশির জাতকরা সম্পত্তি লাভ করতে পারবেন। আবার সিংহ রাশির জাতকদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে, এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আবার বৃশ্চিক রাশির জাতকদের ধন ও মান-সম্মান বাড়বে। 


    মেষ রাশি 

    সন্তান সংক্রান্ত চিন্তার সমাধান হবে। কোনও কাজের কারণে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্যার মুখোমুখি হবেন। পারিবারিক বিবাদের সমাধান হবে। ভাই-বোনের সম্পর্কে মাধুর্য থাকবে। ব্যবসায়িক কারণে যাত্রা করবেন, যার দ্বারা ভবিষ্যতে লাভান্বিত হবেন। শ্বশুরবাড়ির তরফে সম্মান অর্জন করবেন।

    বৃষ রাশি

    বৃষ রাশির জাতকদের প্রিয় মানুষ বা আত্মীয় শারীরিক সমস্যার কারণে চিন্তিত হবেন, এর জন্য আপনাকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। পরোপকারের কাজে অর্থ ব্যয় করবেন। অর্থের অপচয় ও অপ্রয়োজনীয় বিবাদ থেকে দূরে থাকুন। বাবার শারীরিক কষ্ট সম্ভব।

    মিথুন রাশি

    মিথুন রাশির জাতকরা বড় পরিমাণে অর্থ লাভ করবেন। আপনজনরা আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারেন। জীবনসঙ্গীর জন্য কেনাকাটা করবেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। আজ যে কাজ করবেন, তার ফলাফল পেতে বিলম্ব হবে। সন্ধ্যা নাগাদ পরিজনদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যেতে পারেন।

    কর্কট রাশি

    কর্কট রাশির জাতকরা ব্যবসায় নতুন কিছু চেষ্টা করবেন ও এতে সফল হবেন। মান-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ঘরোয়া ও গুণ সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে মেলামেশা বাড়বে। সন্ধ্যা নাগাদ অতিথি আগমনের ফলে অর্থ ব্যয় বাড়তে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদের সমাধান হবে।

    সিংহ রাশি

    সিংহ রাশির জাতকরা দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করবেন। ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক সমস্যার বিষয়ে আলোচনা করবেন, এর দ্বারা লাভ সম্ভব। চাকরিজীবী জাতকরা পার্টটাইম কাজ করার পরিকল্পনা করতে পারেন। এর জন্য সময় বের করতেও সফল হবেন। ব্যবসায়ীরা নতুন সওদা পেতে পারেন।

    তুলা রাশি

    তুলা রাশির জাতকরা আজ যে কাজ করবেন তাতে সফল হবেন। কর্মক্ষেত্রে পছন্দমতো কাজ পাবেন। আশপাশের পরিবেশ সুখকর থাকবে। আধিকারিকরা আপনার প্রশংসা করবেন। সম্পত্তি ক্রয়ের আগে সবদিক ভালোভাবে খতিয়ে দেখে নিন।

    বৃশ্চিক রাশি

    বৃশ্চিক রাশির জাতকদের শত্রুরা আপনার চাকরি ও ব্যবসায় প্রভাব বিস্তারের চেষ্টা করবেন, তাই সতর্ক থাকুন। আর্থিক লাভ হবে। তবে লাভের চেয়ে বেশি ব্যয় হওয়ায় চিন্তিত হবেন। স্থান পরিবর্তনের আলোচনা স্থগিত হবে।

    ধনু রাশি

    ধনু রাশির জাতকরা শারীরিক ও আর্থিক দিক দিয়ে মজবুত হবেন। যার ফলে সকলের আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন ও সদস্যদের প্রয়োজনীয়তা পূরণ করবেন। তবে এর জন্য অধিক ব্যয় সম্ভব। ব্যবসার জন্য কারও পরামর্শের প্রয়োজন হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে লাভ সম্ভব। সন্তানের চোখের সমস্যা হতে পারে, তাই সতর্ক থাকুন।

    মকর রাশি

    মকর রাশির জাতকদের ভাই ও সহকর্মীদের মধ্যে মনোমালিন্যের কারণে চিন্তিত থাকবেন। দোকান বা বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে জীবনসঙ্গীর পরামর্শ গ্রহণ করুন। শত্রু আপনাকে অকারণে সমস্যায় ফেলার চেষ্টা করবেন। আপনার উন্নতি দেখে সকলে ঈর্ষান্বিত হবে।

    কুম্ভ রাশি

    কুম্ভ রাশির জাতকরা ব্যবসায় লাগাতার লাভ হতে পারে। ব্যবসায়িক কারণে যাত্রা করতে পারেন, এর দ্বারা লাভ সম্ভব। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা সুসংবাদ পেতে পারেন। সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন। শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে বিবাদ চললে জীবনসঙ্গীকে নিজের পাশে পাবেন। বন্ধুদের সাহায্যে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    মীন রাশি

    মীন রাশির চাকরিজীবী জাতকদের কার্যভার ও অধিকার বাড়তে পারে, যে কারণে কিছু সমস্যার মোকাবিলা করবেন। বুদ্ধির জোরে সন্ধ্যার মধ্যে সমস্ত কাজ মিটিয়ে নিতে পারবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ আইনি রূপ নিতে পারে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।


    ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    Click here to Read More
    Previous Article
    আজ নতুন চাকরির খোঁজ মিলতে পারে কোন রাশির জাতকদের ? জেনে নিন রাশিফল
    Next Article
    Laxmi Rajyog: শক্তিশালী লক্ষ্মী রাজযোগে জং ধরা ভাগ্যে সোনার চমক! ডিসেম্বরে ৭টি রাশিতে উত্থান, কাঁপবে শত্রুরা

    Related Updates:

    Comments (0)

      Leave a Comment