Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    SIR News : SIR মামলায় কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

    1 week ago

    নয়াদিল্লি : লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবি বারবার উঠছিল বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ৫৮ লক্ষের নাম তো আগেই বাদ চলে গিয়েছে। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ১ কোটি ৩৬ লক্ষের নামের তালিকা তৈরি করা হয়েছে। আর এই আবহে জাতীয় নির্বাচন কমিশনকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত কমিশনকে নির্দেশ দিল, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। এসআইআর মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

    কী বলল কোর্ট ?

    আজ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য ত্রিফলা স্বস্তি এনেছে। প্রথম যে দাবি ছিল, সেটা নির্বাচন কমিশনের কাছে রেখেছিল তৃণমূল কংগ্রেস। ১ কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সের যে তালিকা রয়েছে সেটা প্রকাশ করা হোক বলে দাবি তোলা হয়েছিল। সুপ্রিম কোর্টের কাছেও একই দাবি জানিয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছে, আগামী তিন দিনের মধ্যে প্রত্যোকটি ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে ১ কোটি ৩৬ লক্ষ যে নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির, সেটা প্রকাশ করতে হবে। এই নোটিস দেওয়ার আরও ১০ দিন পর যাদের যাদের নাম রয়েছে তাঁদের নোটিস দিতে হবে, ডাকা হবে। শুনানির সুযোগ দিতে হবে।

    তৃণমূলের দ্বিতীয় দাবি ছিল, বুথ লেভেল এজেন্টদের শুনানি চলাকালীন অনুমতি দিতে হবে। সেটা নির্বাচন কমিশন বারণ করে দিয়েছিল। আজও সুপ্রিম কোর্টে যুক্তি দেয় যে, যদি সব রাজনৈতিক দলের বিএলএ-দের অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাঁদের মধ্যে হাতাহাতি, তর্ক-বিতর্ক হবে। সেটা তারা চাইছে না। সুপ্রিম কোর্টে এক্ষেত্রে তৃণমূলের আংশিক জয় হয়েছে বলা যেতে পারে। বলা হয়েছে, কোনও ব্যক্তিকে শুনানিতে ডাকা হলে তিনি আইনজীবী, পরিবারের সদস্য, এমনকী পার্টির বিএলএ-কেও প্রতিনিধি হিসাবে নিয়ে যেতে পারেন সহযোগিতার জন্য। তবে সেটার জন্য লিখিত সম্মতি নিয়ে যেতে হবে তাঁকে যে, তাঁর সঙ্গে তিনি এই ব্যক্তিকে নিয়ে এসেছেন।

    তৃতীয় জয়, অ্যাডমিট কার্ড। অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড যেখানে জন্ম-তারিখ থাকে, সেটা নির্বাচন কমিশন যখন শুনানি করে, তখন গ্রহণ করা হচ্ছে না। এই অভিযোগ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা কোর্টের মধ্যে আজও বলেন। এনিয়ে সুপ্রিম কার্ড আজ মান্যত দিয়েছে। বলেছে, অ্যাডমিট কার্ডকে বিবেচনা করতে হবে। এও বলা হয়েছে, যখন শুনানি হবে, তখন যেন কোনও হিংসা না হয়। পর্যাপ্ত লোকবল থাকে। সেটার জন্য আজ সুপ্রিম কোর্ট জেলাশাসকদের নির্দেশ দিয়েছে, পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড লেভেলে পর্যাপ্ত লোকবল রাখতে বলা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    Mother Killed Son: প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সত্যিটা জেনে ফেলেছিল ছেলে, নিজের সন্তানকেই খুন করেছিলেন মা
    Next Article
    Malda News : মালদায় তৃণমূলে বড় ভাঙন ! মৌসমের হাত ধরে এবার বেরিয়ে গেলেন...

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment