Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Shiboprosad Mukherjee: নন্দিতা নয়, ছক ভেঙে অন্য পরিচালকের পরিচালনায় শিবপ্রসাদ! সঙ্গে স্বস্তিকা, সুদীপ্তা

    3 days ago

    কলকাতা: একটা সময়ে পরিচালক নন্দিতা রায় (Nandita Roy) বলেছিলেন, 'আমি শিবুকে এক্সক্লুসিভলি পাই'। জানিয়েছিলেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) নাকি তিনি ছাড়া অন্য কোনও পরিচালকের ছবিতে কাজ করতে চান না। দীর্ঘদিন ধরেই একসঙ্গে কাজ করে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা। অনুরাগীরা বোধহয় ভেবেই নিয়েছিলেন, নন্দিতা রায় ছাড়া আর কোনও পরিচালকের পরিচালনায় কখনও কাজ করবেন না শিবপ্রসাদ। তবে সেই শখ ভাঙতে চলেছে। পরিচালক সুমন ঘোষের ছবিতে এবার নায়ক শিবপ্রসাদ!

    আজ থেকে শুরু হল, নতুন ছবি 'ফ্যামিলিওয়ালা'-র শ্যুটিং। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যেতে চলেছে শিবপ্রসাদকে। পরিচালক সুমন ঘোষ হলেও, ছবিটি প্রযোজনা করবেন উইন্ডোজ় প্রযোজনা সংস্থাই। এই ছবিতে শিবপ্রসাদের পাশাপাশি অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী ও স্বস্তিকা মুখোপাধ্যায়। এই প্রথম উইন্ডোজ় প্রযোজনা সংস্থায় কাজ করছেন এই দুই অভিনেত্রী। ছবিতে সুদীপ্তা ও শিবপ্রসাদকে জুটি হিসেবে দেখা যাবে। এই ছবির জন্য নিজের লুক আমূল বদলে ফেলেছেন শিবপ্রসাদ।

    সোশ্যাল মিডিয়ায়, এই ছবির শ্যুটিং শুরুর খবর শেয়ার করে নিয়ে শিবপ্রসাদ লিখেছেন, 'ডিসেম্বর মাস, ২০২৪। হলে তখনও বহুরূপী চলছে। একদিন সুমন দা বলল ওর বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষা করছে। মাসিমার সাথে এভাবেই আলাপ। মাসিমা আমাদের সব ছবি দেখেছেন, ছবির সূত্রেই ভালবাসেন আমাদের। ওই দিনের আলাপেই ওদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম। ফ্যামিলিওয়ালার সূত্রপাত এভাবেই। এই প্রথম এত বছরে উইনডোজের ব্যানারে অন্য কোন পরিচালকের নির্দেশনায় কাজ করব। সুমন দা কে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ফ্যামিলিওয়ালায় আমার চরিত্রটি যেকোন অভিনেতার কাছে লাইফ টাইম চরিত্র। আর যাদের সাথে স্ক্রিন শেয়ার করছি --- লিলি চক্রবর্তী, অনসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী --- আমি এদের সবার গুণমুগ্ধ ভক্ত। আজ থেকে 'ফ্যামিলিওয়ালা' শ্যুটিং শুরু। আপনাদের আশীর্বাদ আর শুভ কামনা নিয়ে শ্যুটিং শুরু করলাম।'

    প্রসঙ্গত, সদ্য়ই নিজেদের নতুন সিনেমা, 'ফুলপিসি ও এডওয়ার্ড'-এর শ্যুটিং শেষ করেছেন তিনি। সেই ছবিতে দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন অর্জুন চক্রবর্তী। পাশাপাশি, এই সিনেমার হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন শ্যামৌপ্তি মুদলি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, রাইমা সেন (Raima Sen)। এছাড়াও থাকছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) ও অনামিকা সাহা। অনামিকা 'উইন্ডোজ়'-এর ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এ কাজ করেছেন সদ্য। এছাড়াও উইন্ডোজ়-এর নতুন মুখ হিসেবে থাকছেন, শ্যামৌপ্তি মুদলি, অনন্যা চট্টোপাধ্যায়, ঋষভ বসু, সৌম্য মুখোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, দেবেশ চট্টোপাধ্যায় ও সোহিনী সেনগুপ্ত। 

     

    Click here to Read More
    Previous Article
    Don Bradman: নিলামে কিংবদন্তি ডন ব্র্যাডম্য়ানের ব্যাগি গ্রিন টুপি, কত টাকা পর্যন্ত দর উঠল?
    Next Article
    Adrija Roy: শহর থেকে অনেক দূরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অদ্রিজা! বাগদান সারলেন ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment