Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Don Bradman: নিলামে কিংবদন্তি ডন ব্র্যাডম্য়ানের ব্যাগি গ্রিন টুপি, কত টাকা পর্যন্ত দর উঠল?

    3 days ago

    সিডনি: নিলামে (Auction) উঠেছিল স্যার ডন ব্র্যাডম্য়ানে (Don Bradman) ব্যাগি গ্রিন টুপি। আর সেই টুপির যে চড়া দর উঠবে, তা তো হবেই। সূত্রের খবর, ডন ব্র্যাডম্য়ানের যে ব্যাগি গ্রিন ক্যাপ (Baggy Green) নিলামে উঠেছে তার দাম উঠেছে ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার মত। গোল্ট কোস্টে আয়োজিত লয়েডস অকশনে এই টুপিটি উঠেছে। হিন্দুতে প্রকাশিত খবর অনুযায়ী এই খবর পাওয়া গিয়েছে।

    এর আগে ২০২২৪ সালে ভারতের বিরুদ্ধে ১৯৪৭-৪৮ সালে শেষ টেস্ট সিরিজ খেলেছিলেন ব্র্যাডম্য়ান। সেই টুপিটিও বিক্রি হয়েছিল আগেই। ১৯৪৮ সালে ইংল্যান্ড সফরে অবসর নেন ৯৯.৯৪ ব্যাটিং গড়ের মালিক ব্র্যাডম্যান। ২০০১ সালে ব্র্যাডম্য়ান প্রয়াত হন। তখন তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

    ১৯৪৭-৪৮ সালের সিরিজটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতার পর প্রথম টেস্ট সিরিজ ছিল এটি। ভারতের বিরুদ্ধে সিরিজ চলার ব্র্যাডম্যান ক্যাপটি উপহার দেন ভারতীয় ক্রিকেটার এস ডব্লিউ সোহনিকে, যিনি রাঙ্গা সোহনি নামেই বেশি পরিচিত। এরপর ৭৫ বছর ধরে ক্যাপটি সোহনির পরিবারের কাছেই সংরক্ষিত করা ছিল।

    অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্য়ান তাঁর শেষ সিরিজে মোট ৭১৫ রান করেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে একশো সেঞ্চুুরিও পূরণ করেন এই সিরিজ থেকে। সিরিজে ৪-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। ৫২ ম্য়াচে ৯৯.৯৪ গড়ে ব্যাটিং করেছিলেন টেস্টে। বিশ্বের সর্বকালের সেরা ব্যাটার ডন ব্র্যাডম্যান।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান আদৌ খেলবে?
    পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা নিয়ে এখনও সংশয় অব্যাহত। পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে যেখানে সংশয় বাড়ছে, সেখানে একই খবর কিন্তু বাংলাদেশের জন্য তা কিন্তু কিছুটা সুখের হতে পারে। শোনা যাচ্ছিল পাকিস্তান মেগা টুর্নামেন্টে না খেললে সেক্ষেত্রে পরবর্তী সেরা ক্রমতালিকা অনুযায়ী উগান্ডা বিশ্বকাপে সুযোগ পাবে। পাকিস্তান বিশ্বকাপে না খেললে তাদের পরিবর্তে বাংলাদেশ সুযোগ পেতে পারে। পাকিস্তানের জায়গায় সেই গ্রুপেই বাংলাদেশকে রাখা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের যা দাবি ছিল, সেইসব দাবি কিন্তু মানা সম্ভবপর হয়ে যাবে।    

    এই বিষয়ে অবগত এক সূত্র জানান, 'পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তখন বাংলাদেশকে ওদের বদলে গ্রুপ এ-তে সুযোগ দেওয়া হবে। ওদের প্রাথমিক যা অনুরোধ ছিল, সেই মতোই ওরা নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে পারবে। এই বদল ঘটালে ব্যবস্থাপনায় খুব একটা সমস্যা হবে না।'

    Click here to Read More
    Previous Article
    Pakistan Cricket: বাংলাদেশের পাশে দাঁড়ালেও শাহিনদের বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে পাকিস্তানের প্রাক্তনীরাই
    Next Article
    Shiboprosad Mukherjee: নন্দিতা নয়, ছক ভেঙে অন্য পরিচালকের পরিচালনায় শিবপ্রসাদ! সঙ্গে স্বস্তিকা, সুদীপ্তা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment