Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Adrija Roy: শহর থেকে অনেক দূরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অদ্রিজা! বাগদান সারলেন ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে

    3 days ago

    কলকাতা: তিনি বঙ্গকন্যা বটে, কিন্তু কর্মসূত্রে এখন মুম্বইয়ের বাসিন্দা। বাংলায় তিনি কাজ করেছেন বটে, কিন্তু মুম্বইতে দীর্ঘদিন থেকেই নিজের জায়গা তৈরি করে ফেলেছেন তিনি। আর এবার, শহর থেকে অনেক দূরে, মহারাষ্ট্রেই বাগদান সারলেন অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছিল, অদৃজা নাকি প্রেমে পড়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের কথা প্রকাশ্যে আনেননি তিনি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বাগদানের একগুচ্ছ ছবি প্রকাশ্যে আনলেন অদ্রিজা রায়। বিগ্নেশ আইয়ারের সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। 

    মুম্বই থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শাহপুরে বিগ্নেশ আইয়ারের সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অদ্রিজা রায় বাগদানের ছবি শেয়ার করে নিতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী। মাত্র ৩ দিনের ছুটি নিয়ে আংটিবদলের অনুষ্ঠান সেরেছেন অভিনেত্রী। বর্তমানে 'অনুপমা' ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী। সেই ধারাবাহিকের শ্যুটিং থেকে মাত্র ৩ দিনের ছুটি নিয়ে বাগদান সেরেছেন অভিনেত্রী। হাজির ছিলেন বর বধূর বন্ধু আর পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। 

    বিশেষ দিনের জন্য় অদ্রিজা বেছে নিয়েছিলেন সোনালি পাড়ের একটি গোলাপি শাড়ি। মহারাষ্ট্রের ধাঁচের গয়না পরেছিলেন তিনি। স্বামী বিগ্নেশ ও সেজেছিলেন দক্ষিণী ধাঁচেই। সোশ্যাল মিডিয়ায় অদ্রিজা লিখেছিলেন, যাঁকে ভালবেসেছি, যাঁর জন্য প্রার্থনা করেছি, তাঁর সঙ্গে বন্ধনে আবদ্ধ হলাম। বিগ্নেশ আইয়ারের সঙ্গে। একটা ছোট্ট হ্যালো দিয়ে যে সম্পর্কের শুরু হয়েছিল, সেটাই জীবনভরের কথা রাখার সম্পর্কে পরিণত হল। আমার ভালবাসা, তোমায় আমি ভালবাসি।'

    কে এই বিগ্নেশ আইয়ার যাঁর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন অদ্রিজা? জানা যাচ্ছে, বিগ্নেশ মোটেই রুপোলি পর্দার মানুষ নয়। তিনি রুপোলি পর্দা থেকে অনেক দূরে। অদ্রিজার হবু স্বামীর একটি খামার বাড়ি রয়েছে। সেখানে ২৭০টি সারমেয় থাকে। অদ্রিজা নিজেও পশুপ্রেমী। তাঁর বাড়িতে সারমেয় রয়েছে। বিগ্নেশের খামার বাড়িতেই আয়োজন হয়েছিল বাগদানের। বিগ্নেশের পারিবারিক ব্যবসা রয়েছে। মুম্বইতে বিগ্নেশের একটি পারিবারিক রেস্তোরাঁও রয়েছে। মুম্বইয়ের ঠাণেতে বিগ্নেশদের বাড়ি রয়েছে, আর শাহপুরে রয়েছে খামারবাড়ি। 

    আগামীদিনে কী পাকাপাকিভাবে মুম্বইতেই থাকবেন অদ্রিজা? অভিনেত্রী জানিয়েছেন, তিনি বাংলায় ভাল কাজ পেলে অবশ্যই করবেন।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Adrija Addy Roy (@adrija_roy_official)

    Click here to Read More
    Previous Article
    Shiboprosad Mukherjee: নন্দিতা নয়, ছক ভেঙে অন্য পরিচালকের পরিচালনায় শিবপ্রসাদ! সঙ্গে স্বস্তিকা, সুদীপ্তা
    Next Article
    Arijit Singh: অরিজিৎ সিংহ আধ্যাত্মবাদে বিশ্বাসী, সেটাই সিনেমার গান আর না গাওয়ার সিদ্ধান্তের কারণ? কী বলছেন সহশিল্পী?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment