Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    SBI News: ATM থেকে টাকা তোলার চার্জ বৃদ্ধি SBI-এর, এবার থেকে কত টাকা দিতে হবে?

    5 days ago

    কলকাতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের এটিএম এবং অটোমেটেড ডিপোজিট-কাম-উইথড্রয়াল মেশিন (ADWM) লেনদেনের চার্জ সংশোধন করেছে। দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্কটি বিনামূল্যে সীমার বাইরে অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারকারী গ্রাহকদের জন্য ফি বৃদ্ধি করেছে। সংশোধিত চার্জ ১ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে, যা একই বছরের ফেব্রুয়ারির পর ব্যাঙ্কের প্রথম এ ধরনের বৃদ্ধি।

    এসবিআই গ্রাহকদের এখন অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হওয়ার পর প্রতিবার নগদ তোলার জন্য আগের ২১ টাকা ধার্য করেছে। এরপর যুক্ত হয় জিএসটি। ফলে চার্জ বেড়ে হয় ২৩। ব্যালেন্স অনুসন্ধান বা মিনি স্টেটমেন্টের মতো নন-ফাইন্যান্সিয়াল লেনদেনের ফি-ও ১১ টাকা করা হয়েছে। এসবিআই জানিয়েছে, ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে এটিএম-সম্পর্কিত পরিষেবাগুলির মূল্য পর্যালোচনা করা হয়েছে।

    বিনামূল্যে মাসিক লেনদেনের সংখ্যায় কোনও পরিবর্তন করা হয়নি। এসবিআই-এর সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা অন্য ব্যাঙ্কের এটিএম থেকে আগের মতোই মাসে পাঁচটি বিনামূল্যের আর্থিক ও অন্য ধরনের লেনদেন করতে পারবেন। নির্ধারিত বিনামূল্যের লেনদেনের সংখ্যা অতিক্রম করলে এটিএম চার্জ দিতে হবে। 

    এসবিআই স্পষ্ট করেছে, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজ়িট অ্যাকাউন্টের ক্ষেত্রে বর্তমান পরিষেবা খরচে কোনও পরিবর্তন করা হয়নি। একই ভাবে, এসবিআই ডেবিট কার্ডধারীরা যখন এসবিআই-এর নিজস্ব এটিএম ব্যবহার করবেন, তখন বর্তমান চার্জ কাঠামোই বহাল থাকবে। 

     

    Click here to Read More
    Previous Article
    Prabhas Raja Saab Film: প্রভাস পর্দায় আসতেই প্রেক্ষাগৃহে লাগানো হল আগুন! ভক্তদের কাণ্ড দেখে আঁৎকে উঠল নেটদুনিয়া
    Next Article
    Patanjali Yogpeeth : পতঞ্জলি যোগপীঠের ৩২তম প্রতিষ্ঠা দিবস, বিশ্বের ৯০ শতাংশ মানুষ সনাতন ধর্ম অনুসরণ করবে, বললেন রামদেব

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment