Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Republic Day 2026: প্রজাতন্ত্র দিবসের ভাবনায় ‘বন্দে মাতরম’ ও ‘আত্মনির্ভর ভারত’, জানেন কীভাবে ট্যাবলো নির্বাচন হয় প্যারেডে ? 

    5 days ago

    Republic Day Parade :  মাঝে আর কয়েকটা দিন, তারপরই শুরু হয়ে যাবে সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2026) আনুষ্ঠানিক উৎযাপন। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কর্তব্য পথে হবে প্যারেড। জানেন, কীভাবে নির্বাচিত হয়, এই কুচকাওয়াজের ট্যাবলো ? 

    কারা এই ট্যবলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়
    ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের কাউন্টডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। আগামী জানুয়ারিতে কর্তব্য পথে প্রদর্শিত হতে চলা জমকালো ট্যাবলোগুলোর দিকে ইতিমধ্যেই সবার নজর পড়বে। প্রতিরক্ষা মন্ত্রক (MoD) রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় মন্ত্রকগুলোর জন্য ট্যাবলো নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এই অনুষ্ঠানে সবার প্রচেষ্টা থাকে কুচকাওয়াজের মঞ্চে দেশের শিল্প, সংস্কৃতি ও জাতীয গর্বকে আগের চেয়ে আরও সুন্দরভাবে তুলে ধরা।

    এই বছর কুচকাওয়াজটি দুটি বিষয়বস্তুকে কেন্দ্র করে আবর্তিত হবে। “স্বাবলম্বনের মন্ত্র – বন্দে মাতরম” ও “সমৃদ্ধির মন্ত্র – আত্মনির্ভর ভারত” হবে এই অনুষ্ঠানের মূল ভাবনা। এই দুটি বিষয়বস্তু একসঙ্গে ভারতের আত্মনির্ভরতার যাত্রা ও ক্রমবর্ধমান অর্থনৈতিক আত্মবিশ্বাসকে প্রতিফলিত করবে। পাশাপাশি দেশজুড়ে দেশীয় উদ্ভাবনকে চালিত করা সৃজনশীল চেতনাকে দর্শাবে। এই লক্ষ্যেই দুই বিষয়বস্তুকে সামনে রাখা হয়েছে।

    কীভাবে এই অনুষ্ঠানে অংশ নেওয়া যায়  
    অংশগ্রহণকারী রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও মন্ত্রকগুলিকে প্রথমে রাষ্ট্রপর্ব পোর্টালের মাধ্যমে তাদের ট্যাবলোর প্রস্তাব জমা দিতে হয়। যার মধ্যে স্কেচ, কনসেপ্ট পেপার, ছবি, ভিডিও এবং অডিও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু এই ক্ষেত্রে ট্যাবলো নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি একটি কঠোর, বহু-পর্যায়ের প্রক্রিয়া।

    কোন কোন পর্যায়ে চলে এই নির্বাচন
    প্রথমে, বিশেষজ্ঞ কমিটিগুলি প্রাথমিক স্কেচগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে, মতামত দেয়। সেখানে কোনও কিছু পছন্দ না হলে সংশোধনের পরামর্শ দেয় কমিটি। পরে এই প্রস্তাবিত ভাবনাগুলি অনুমোদিত হলে, অংশগ্রহণকারীরা থ্রিডি মডেল তৈরির পর্যায়ে যান। যেখানে নকশাটি প্রকৃত অর্থে রূপ নিতে শুরু করে। চূড়ান্ত অনুমোদন কেবল দৃশ্যের উপর ভিত্তি করে হয় না, এতে সৃজনশীলতা, উদ্ভাবন, প্রযুক্তিগ, সাংস্কৃতিক মৌলিকত্ব ও দর্শকদের মুগ্ধ করার ক্ষমতাও বিবেচনা করা হয়। ঐতিহ্যবাহী শিল্পকলা ও দেশীয় কারুশিল্প এখানে সুযোগ পাওয়ার জন্য মূল উপাদান হিসেবে ধরা হয়। যা নিশ্চিত করে যে প্রতিটি ট্যাবলোতে যেন ভারতের সমৃদ্ধ ঐতিহ্য দর্শানো হয়।

    ভাবনা থেকে কুচকাওয়াজ
    ভাবনায় স্পষ্ট ও সরলতা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখে কমিটি। প্রতিরক্ষা মন্ত্রক ভিড়ে ঠাসা নকশা, অতিরিক্ত লেখা বা অপ্রয়োজনীয় পরিসংখ্যান এড়িয়ে চলার উপর জোর দেয়। এমনকী যে ট্র্যাক্টর ও ট্রেলারটি ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়, সেটিকেও গল্পের সঙ্গে চিন্তাভাবনার সঙ্গে ম্যাচ করে দেওয়া হয়। 

    একটি ট্যাবলো নির্বাচিত হয়ে গেলে, শিল্পীরা ডিসেম্বরের শেষের দিকে দিল্লির আরআর ক্যাম্পে রিপোর্ট করেন ও জানুয়ারি মাস জুড়ে সেখানেই নির্মাণ ও মহড়া পদ্ধতির সঙ্গে যোগ দেন। এই সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে যে- রং থেকে শুরু করে কোরিওগ্রাফি পর্যন্ত প্রতিটি বিবরণ মূল ধারণার সঙ্গে যেন মিলে যায়। 

     

    Click here to Read More
    Previous Article
    Republic Day 2026: প্লাস্টিক মুক্ত ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত সমাধান, প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ পেল অরুণাচলের দুই ছাত্রী 
    Next Article
    Republic Day 2026:প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পাক ষড়যন্ত্রের পর্দাফাঁস ! '২৬ জানুয়ারির আগে দেশে বড় ধরনের নাশকতার ছক', কোড নেম '২৬-২৬'

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment