Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Republic Day 2026: ৭৭তম না ৭৮তম প্রজাতন্ত্র দিবস ? জানেন কি এবার কত তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছে ভারত ?

    5 days ago

    নয়াদিল্লি: ভারতে প্রজাতন্ত্র দিবস ২০২৬-এর প্রস্তুতি তুঙ্গে। তবে মানুষের মধ্যে আবারও একটি দ্বিধা তৈরি হয়েছে। এই দ্বিধা হল, এই বছরটিকে ৭৭তম সাধারণতন্ত্র দিবস বলা উচিত নাকি ৭৮তম। অনেকেই মনে করেন সংখ্যাটা বেশি হওয়া উচিত, কিন্তু সাধারণতন্ত্র দিবসের নম্বর দেওয়ার পেছনে অন্য যুক্তি রয়েছে। দেখুন একনজরে। 

    [yt]https://youtu.be/PTVifAJBQpk?si=ohGmLPsx5eubspUr[/yt]

    আরও পড়ুন, নতুন কাজের জন্য চেন্নাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিলেন, ট্রেনে ওঠার আগে স্ত্রীকে শেষ ফোন, রেল লাইনের ধারে জঙ্গলে ক্ষতবিক্ষত দেহ বঙ্গসন্তানের !

    ভারত কবে প্রজাতন্ত্র দিবস হয় ?

    আনুষ্ঠানিকভাবে ভারত ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে সাধারণতন্ত্র হয়। এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। এই ঐতিহাসিক মুহূর্ত ব্রিটিশ যুগের গভর্নর অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫-এর স্থান নেয় এবং ভারতকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ২৬শে জানুয়ারি ১৯৫০-এ প্রথম সাধারণতন্ত্র দিবস পালন করা হয়েছিল। 

    এর গণনা কীভাবে হয় ?

    আসলে এই দ্বিধা তৈরি হয় কারণ মানুষ ঘটনাগুলো গোনার পরিবর্তে গত হওয়া বছরগুলো গোনে। সাধারণতন্ত্র দিবসের গণনা একটি ইভেন্ট-ভিত্তিক সিস্টেম অনুসরণ করে। অর্থাৎ, ১৯৫০ সালে প্রথম উৎসব থেকে প্রতিটি উৎসব গণনা করা শুরু হয়। একবার এই পদ্ধতি প্রয়োগ করা হলে, নম্বর দেওয়া সহজ এবং ধারাবাহিক হয়ে যায়। ২৬শে জানুয়ারি ১৯৫০ ছিল প্রথম সাধারণতন্ত্র দিবস, ২৬শে জানুয়ারি ১৯৫১-তে দ্বিতীয় এবং গণনা প্রতি বছর অবিরাম বা রিসেট না করে একটানা চলতে থাকে। এই যুক্তিতে ২৬শে জানুয়ারি ২০২৫ ছিল ৭৬তম সাধারণতন্ত্র দিবস এবং ২৬শে জানুয়ারি ২০২৬ স্বাভাবিকভাবেই ৭৭তম সাধারণতন্ত্র দিবস হবে। 

    অনেকের কেন মনে হয় এটা ৭৮তম হওয়া উচিত !

    অনেকে ১৯৫০ এবং ২০২৬-এর মধ্যেকার পার্থক্য বের করেন এবং মনে করেন যে গণনা গত হওয়া বছরগুলির সংখ্যার সঙ্গে মিলতে হবে। এই পদ্ধতি ভুল কারণ প্রথম সাধারণতন্ত্র দিবস ১৯৫০ সালেই হয়ে গিয়েছিল। বছর গোনা এবং ঘটনা গোনা এক নয়।

    প্রজাতন্ত্র দিবসের গণনার উপর চূড়ান্ত সিদ্ধান্ত 

    এতে কোনও ভুল বা প্রযুক্তিগত ত্রুটি নেই যে ভারত ২০২৬ সালে তার ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালন করছে। গণনা সঠিক কারণ প্রথম সাধারণতন্ত্র দিবস ১৯৫০ সালে পালন করা হয়েছিল এবং তারপর থেকে নম্বর দেওয়া একটি সুস্পষ্ট ঘটনা-ভিত্তিক ক্রমে চলছে। 

    প্রজাতন্ত্র দিবস ২০২৬ কোথায় পালন করা হবে ?

    প্রতি বছরের মতো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ২০২৬ নতুন দিল্লিতে কর্তব্য পথে অনুষ্ঠিত হবে। কুচকাওয়াজে ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাংবিধানিক মূল্যবোধ তুলে ধরা হবে। এতে রাজ্য ও মন্ত্রকের ট্যাবলো, সশস্ত্র বাহিনীর মার্চিং দল এবং ছাত্র ও সাংস্কৃতিক গোষ্ঠীর অংশগ্রহণ থাকবে।

     

    Click here to Read More
    Previous Article
    Uttar Pradesh News: মুসলিম ছেলের সঙ্গে প্রেম, যুগলকে মেরে পুঁতে দিল পরিবার, গ্রেফতার হিন্দু তরুণীর দুই দাদা
    Next Article
    Bengaluru Airport Molestation Case: তল্লাশির নামে যৌন নিগ্রহ, বেঙ্গালুরু বিমানবন্দরে হেনস্থা কোরিয়ার তরুণীকে, গ্রেফতার গ্রাউন্ড স্টাফ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment