SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Nachiketa Chakraborty: অসুস্থ নচিকেতা, গায়ককে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

    4 days ago

    কলকাতা: অসুস্থ গায়ক নচিকেতা, হাসপাতালে দেখতে মুখ্যমন্ত্রী। কোচবিহার থেকে ফিরেই গায়ককে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিখ্যাত গায়ক।

    কোচবিহার থেকে ফিরেই নচিকেতা দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। শনিবার রাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন নচিকেতা। তারপরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খবর অনুযায়ী পরপর গানের অনুষ্ঠানের জেরে বেশ ধকল যাচ্ছিল নচিকেতার। শনিবার রাতে হঠাৎই তাঁর বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। দর দর করে ঘামতে শুরু করেছিলেন তিনি। শরীরে অস্বস্তি শুরু হয়। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি নচিকেতাকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

    [yt]https://www.youtube.com/watch?v=dKorF4V-45E[/yt]

    হাসপাতালে পরীক্ষার পর দেখা যায় নচিকেতার হৃদযন্ত্রে ব্লকেজ রয়েছে। তাই তাঁর বুকে দুইটি স্টেন্ট বসানো হয়। অতীতে স্বাস্থ্যজনিত না না সমস্যায় বারংবার ভুগেছেন নচিকেতা। উপরন্তু, পর পর শোয়ের চাপ। তবে হৃদযন্ত্রে তাঁর আগে থেকে কোনও সমস্য়া ছিল না বলেই জানা গিয়েছে। কিন্তু হঠাৎই বুকে ব্য়থা হওয়ায় হাসপাতালে নিয়ে তাঁকে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। আপাতত তিনি তাই হাসপাতালেই ভর্তি রয়েছেন। বাতিল করা হয়েছে তাঁর বহু শো। 

    উল্লেখযোগ্য বিষয় হল দিনকয়েক আগে পুজোর এক উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও গায়কের সাক্ষাৎ হয়েছিল। সেই সময়ও মুখ্যমন্ত্রী নচিকেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার তিনি হাসপাতালে ভর্তি হওয়ায়, তাঁকে দেখতে হাসপাতালে ছুটলেন মমতা বন্দোপাধ্যায়। বেলা সাড়ে তিনটের আশেপাশে মুখ্যমন্ত্রী হাসপাতালে যান বলে খবর। মিনিট ১৫ তিনি সেখানে ছিলেন।                                                                                     

    মুখ্যমন্ত্রী নচিকেতার শারীরিক অবস্থা কেমন, তিনি চিকিৎসায় কতটা, কী সাড়া দিচ্ছেন সেইসব বিষয়ে জানতে চান। সূত্রের খবর দুইটি স্টেন্ট বসানোর পর নচিকেতার অবস্থা আপাতত স্থিতিশীল। অবশ্য তাঁকে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না বলেই খবর। অবস্থা বুঝে আরও এক, দুইদিন রাখার পরই তিনি হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন।           

    Click here to Read More
    Previous Article
    IND vs SA 1st T20 Live: হার্দিকের দুরন্ত অর্ধশতরানের পর অর্শদীপ, বুমরাদের দৌরাত্ম্যে ১০১ রানে দুরন্ত জয় ভারতের
    Next Article
    Harley-Davidson X440 T : এনফিল্ডের ক্লাসিক না হার্লের X440 T ? কোন আপনার জন্য ভাল ? সবকিছু জেনে নিন

    Related বিনোদন Updates:

    Comments (0)

      Leave a Comment