SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Mamata Attacks Modi: ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন ‘বঙ্কিমদা’, যেন হরিদা, শ্যামদা! নাকখত দেওয়া উচিত আপনাদের’, তীব্র আক্রমণ মমতার

    1 day ago

    কোচবিহার: সংসদে 'বন্দে মাতরম' নিয়ে আলোচনার আহ্বান। আর সেখানেই কি না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে বার বার হোঁচট খেল বিজেপি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্কিমচন্দ্রকে 'বঙ্কিমদা' বলে বিতর্কে জড়িয়েছেন যেমন, তেমনই কেন্দ্রীয় মন্ত্রী 'বঙ্কিম দাস' বলে বিতর্কে জড়িয়েছেন। সেই নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের মাটি থেকে বঙ্কিমচন্দ্রকে অপমান করার অভিযোগ তুললেন তিনি। (Mamata Banerjee)

    কোচবিহারের সভায় এদিন একাধিক ইস্যুতে কেন্দ্রে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। ১০০ দিনের কাজ, আবাস যোজনা থেকে বিভিন্ন প্রকল্পে বাংলাকে বঞ্চিত করার অভিযোগ তোলেন। সেই নিয়ে মমতা বলেন, "এত খিদে ওদের যে দু'মাসের মধ্যে মানুষের নাম বাদ দিতে হবে! এতদিন পর নিজেদের নাগরিক প্রমাণ করতে হবে! এর চেয়ে বড় অসম্মান কী হতে পারে? জিজ্ঞেস করুন বিজেপি নেতাদের। লজ্জা করে না! স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিলে? দেশ যখন স্বাধীন হয়েছিল, তোমরা জন্মাওনি। আমরাও জন্মাইনি। কিন্তু আমাদের পিতা-প্রপিতামহরা স্বাধীনতা আন্দোলন জানতেন, আমাদের শিখিয়েছেন।" (Mamata Attacks Modi)

    এর পরই বঙ্কিমচন্দ্রের নামবিভ্রাট নিয়ে মোদিকে আক্রমণ করেন মমতা। বলেন, "কাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে বললেন 'বঙ্কিমদা'। যেন মনে হচ্ছে হরিদা, শ্যামদা! বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় গান রচনা করেছিলেন। তাঁকে এইটুকু সম্মান দিলেন না? আপনাদের তো মাথা নীচু করে জনগণের কাছে নাকখত দেওয়া উচিত! তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাস, সংস্কৃতি, আন্দোলনকে।" (Bankim Chandra Chattopadhyay)

    মমতা আরও বলেন, "স্বাধীনতা আন্দোলন করা করেছিল? বাংলা, ৯০ লোক বাংলা থেকে শহিদ হয়েছিল, জেলে গিয়েছিল, বন্দি ছিল। আর ছিল পঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? রাজা রামমোহন রায়কে বলে দিলেন, তিনি নাকি দেশপ্রেমিক নন! ক্ষুদিরামকে বলে দিলেন 'সন্ত্রাসবাদী'। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। নির্বাচনের সময় কোটি কোটি টাকা খরচ করে সংখ্যালঘু ভোট বাগ করার চেষ্টা করছেন। আর অন্য সময়, সংখ্যালঘুদের নাম বাদ দাও, শীতকুচিতে গুলি করে মারো। ভুলে গিয়েছেন সব! নির্বাচনের সময় রাজবংশীদের কথা বলেন, আর তার আগে অসম থেকে নোটিস পাঠান।"

    এর আগে, মধ্যপ্রদেশে বিজেপি সরকারের উচ্চশিক্ষা বিভাগের মন্ত্রী  এর আগে রাজা রামমোহন রায়কে 'ইংরেজদের দালাল' বলে উল্লেখ করেছিলেন। এদিন সেই প্রসঙ্গও টানেন মমতা। তাতেই নতুন সংযোজন বঙ্কিমচন্দ্র বিতর্ক। যদিও বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বক্তব্য, "পশ্চিমবঙ্গে আমাদের দাদা, দিদি বলার সংস্কৃতি রয়েছে। কারও যদি আপত্তি থাকে, সেটায় আপত্তি জানিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রীও তো আদিবাসীদের অপমান করেছেন, ডহর মানে রাস্তা। উনি বলেছেন ডহরকে ডাকো।" যদিও তাতেই বিতর্ক থামছে না। এদিনও সংসদের বাইরপে বঙ্কিমচন্দ্রের অপমানে মৌন প্রতিবাদ দেখিয়েছে তৃণমূল।

    Click here to Read More
    Previous Article
    Weather Update: লাগাতার তিন দিন ১৫-র ঘরে পারদ ! সপ্তাহান্তে আরও পারদ পতনের পূর্বাভাস, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত ?
    Next Article
    Pakistan News: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? প্রস্তাব খোদ মন্ত্রীর, অশান্তির আশঙ্কা

    Related কলকাতা Updates:

    Comments (0)

      Leave a Comment