SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Mamata Attacks Amit Shah: ‘এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন’, শাহকে তীব্র আক্রমণ মমতার, বললেন, '২৯ পর্যন্ত যেতে হবে না, তার আগেই উল্টোবে'

    5 days ago

    কৃষ্ণনগর: ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR নিয়ে রাজনীতির পারদ তুঙ্গে। সেই আবহেই ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR-এর নাম করে বিজেপি বাংলাকে ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ তুললেন তিনি। সেই সঙ্গে দাবি করলেন, ২০২৯ সাল পর্যন্ত কেন্দ্রে ক্ষমতায় থাকবে না বিজেপি। 

    বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে বিজেপি এবং কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। বলেন, "বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না। এতদিন করিনি, যতদিন থাকব, করতে দেব না। কাউকে ঘরছাড়া হতে দেব না আমরা। ভয় পাবেন না। বলছে, রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা দেখাও! কোথা থেকে এল? রোহিঙ্গা যদি এসেও থাকে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড হয়ে আসবে। সেখানে SIR হচ্ছে না কেন? বিরোধীরা যেখানে আছে, সেখানে দু'মাসে SIR হচ্ছে। অসমে কেন SIR হবে না? বিজেপি-র রাজ্য বলে?"

    বিজেপি-র বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ তুলে মমতা বলেন, "রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু-মুসলিম ভাগাভাগি করতে বলেননি। তাহলে আপনারা কে? যাদের না আছে মাথা, না আছে ছাতা। এক এক জন, এক এক রকম বলে যাচ্ছে। ভোট করছে লুঠ, আর বলছে ঝুট। একবার হল নোটবন্দি, এখন ভোটবন্দি। ভেবেছে, ভোটদখল করে বাংলাটাকে কোনও রকমে জেতা গেলে এখান থেকে সকলকে তাড়িয়ে দিয়ে...যাতে কেউ বাংলায় কথা বলতে না পারে, বাংলায় না থাকে, স্বাধীনতা, নবজাগরণের অস্তিত্ব না থাকে। খালি বাংলাকে শেষ করে দাওস ধ্বংস করে দাও, উঠিয়ে দাও! এত কিসের খিদে? এত খেয়েও হচ্ছে না? বাংলাটাকেও খেতে হবে?"

    বাংলার মহাপুরুষদের বিজেপি অসম্মান, অপমান করছে বলে এদিন ফের আক্রমণ শানান মমতা। বাংলাভাষীদের বেছে বেছে নিশাা করা হচ্ছে বলে দাবি করেন। আর তাতেই সরাসরি শাহকে নিশানা করেন মমতা। বলেন, "সীমান্ত এলাকায় BSF-এর ধারেকাছে ঘেঁষবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না, এমন কাজ নেই। তাঁর দুই চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর, দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। একচোখে, দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন। উনি বলে দেন, 'বাংলাদেশি, রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও'। দেশটাকে বিক্রি করে দিয়েছেন। ট্রেন চলছে! চার ঘণ্টা লেট। ভাড়া বাড়িয়েছে। বিমানও বন্ধ হঠাৎ। টাকা দিয়েও আটকে মানুষ। ভিডিও কলে রিসেপশন হচ্ছে। কী দুর্যোধন, কী দুঃশাসন, তাকিয়ে দেখেন না। শুধু ধর্মের নামে...আমাদের ধর্ম মানেন না আপনারা। নতুন ধর্ম আমদানি করেছেন। আর কিছু গদ্দার আপনাদের টাকা নিয়ে...কিছু যায় আসে না আমার। মানুষের উপর বিশ্বাস আছে, সর্বধর্ম সমন্বয়ের উপর বিশ্বাস আছে।"

    বিজেপি-কে কার্যত নির্লজ্জ বলেও আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, "দুই কান থাকলে, এক কান কাটার ভয় থাকে। যার দুই কান নেই, তার কী ভয় থাকবে? এদের দু'টো কানই নেই, শোনে না, দেখে না, মানুষের কথা জানতে চায় না।" ২০২৯ সাল পর্যন্ত বিজেপি কেন্দ্র ক্ষমতায় থাকবে না বলেও দাবি করেন মমতা। বলেন, "কাল একটা খবর শুনলাম। জানি না, সত্য়ি কি না। বলছে, যারা ঠাকুমা-ঠাকুরদার নাম দিয়েছে, তাদের নাকি হিয়ারিংয়ে ডেকে বাতিল করা হবে! জেলাশাসকদের পাশে একটা করে সেন্টারে বিজেপি-র লককে বসিয়ে রাখা হবে দেখার জন্যষ তোমরা কে ভাই? BLO, DM, GM-দের ভয় দেখাচ্ছো! নিজের পরিবার গুছিয়ে আজ সব ইয়েস স্যর, নো স্যর। সব এজেন্সি দালাল হয়ে গিয়েছে। জানে না, বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। ২০২৯ কেন, ২০২৯-এর আগেই উল্টোবে। ২০২৯ পর্যন্ত যেতে হবে না ওদের। ঈশ্বর, আল্লা, হরিবোল বলে যদি কিছু থাকে, আমি বিশ্বাস করি, ২০২৯ সাল পর্যন্ত ওদের চালাতে হবে না। তার আগেই গোল্লায় যাবে।"

    Click here to Read More
    Previous Article
    Sheikh Shahjahan: ন্যাজাটকাণ্ডে অবশেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভোলানাথ ঘোষের, তালিকায় কারা?
    Next Article
    Indian Cricket Team: হঠাৎ নয়, ২০২৩ সালেই পরবর্তী ভারতীয় অধিনায়ক হিসাবে চিহ্নিত করা হয়েছিল শুভমন গিলকে?

    Related জেলার খবর Updates:

    Comments (0)

      Leave a Comment