SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Indian Cricket Team: হঠাৎ নয়, ২০২৩ সালেই পরবর্তী ভারতীয় অধিনায়ক হিসাবে চিহ্নিত করা হয়েছিল শুভমন গিলকে?

    4 days ago

    নয়াদিল্লি: রোহিত শর্মা হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর লাল বলের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেওয়ার দায়ভার এসে পড়ে তাঁর কাঁধে। তবে বছরের শুরুতেই 'হিটম্যান'-র তত্ত্বাবধানে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও যখন তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমন গিলের (Shubman Gill) হাতে ওয়ান ডের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তবে শুভমনকে কিন্তু হঠাৎ করে অধিনায়ক করে দেওয়া হয়নি। বহু আগে থেকেই তাঁকে অধিনায়ক করার পরিকল্পনা করা হচ্ছিল।

    প্রাক্তন বিসিসিআই নির্বাচক সলিল আঙ্কোলা জানান শুভমন গিলকে ২০২৩ সাল থেকেই দলের ভাবীঅধিনায়ক হিসাবে বিসিসিআইয়ের তরফে বাছাই করা হয়েছিল। সেই বছরই গিল বিশ্বক্রিকেটে বিভিন্ন ফর্ম্যাটে শাসন করেন। তারপরেই বোর্ড, সিনিয়র ক্রিকেটার থেকে টিম ম্যানেজমেন্ট, সকলেই ধরে নিয়েছিলেন গিলের মধ্যে ভারতীয় অধিনায়ক হিসাবে রোহিতের উত্তরসূরি হওয়ার সমস্ত দক্ষতা রয়েছে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সলিল জানান, 'আমরা সকলেই জানতাম কোনও না কোনওদিন গিল ভারতীয় দলের অধিনায়কত্ব করবে। ২০২৩ সাল থেকে অধিনায়ক হিসাবে ও আমাদের নজরে ছিল। কোচ, অধিনায়ক থেকে প্রাক্তন ক্রিকেটার, সকলেই মনে করেছিলেন ওই সঠিক বিকল্প হতে পারে।' তিনি আরও যোগ করেন, 'কেউ যদি ইংল্যান্ডের ওই পরিবেশে ৭৫০ রান করতে পারে, তাহলে সেটাই তাঁর মানসিক দৃঢ়তা বোঝানোর জন্য যথেষ্ট। লোকজন তো সবসময়ই কিছু না কিছু খুঁত বের করতে থাকে। কেউ যদি ভাল পারফর্ম করে, তাতেও লোক খামতি বের করতে পিছপা হন না।'

    আপাতত শুভমন ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে ব্যস্ত। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি ১৯ ডিসেম্বর হবে । একটি প্রতিবেদন অনুসারে, এই টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে ২২ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সভা হতে পারে । এই মিটিংয়ে শুভমন গিলের পদোন্নতি দেওয়া হতে পারে।

    শুভমন গিল বর্তমানে গ্রেড A-তে রয়েছেন, তাই তিনি এখনও পর্যন্ত বছরে ৫ কোটি টাকা বেতন পাচ্ছিলেন । উল্লেখ্য, গিল ভারতের টি-টোয়েন্টি এবং টেস্ট দলের অধিনায়ক । তিনি টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কও । অনেকেই মনে করছেন, সূর্যকুমার যাদবের পরিবর্তে ভারতের টি-২০ অধিনায়ক হিসাবেই শীঘ্রই দেখ যাবে শুভমন গিলকে। দায়িত্ব বাড়ায় কিন্তু নতুন বছরে গিলের বেতনও বাড়তে পারে।

    Click here to Read More
    Previous Article
    Mamata Attacks Amit Shah: ‘এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন’, শাহকে তীব্র আক্রমণ মমতার, বললেন, '২৯ পর্যন্ত যেতে হবে না, তার আগেই উল্টোবে'
    Next Article
    Mohammed Siraj: তাঁকে দেখামাত্রই উঠল কোহলি আর আরসিবির রব, জবাবে মহম্মদ সিরাজ যা করলেন... ভাইরাল হল ভিডিও

    Related খেলা Updates:

    Comments (0)

      Leave a Comment