Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mahhi Vij-Jay Bhanushali: 'সম্পর্ক ভাঙলেও, বন্ধু থাকব', ১৬ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয় ও মাহি

    2 weeks ago

    কলকাতা: গুঞ্জন ছিল গত বছর থেকেই, সম্পর্ক নাকি ভাঙছে মাহি ভিজ (Mahhi Vij) এবং জয় ভানুশালী (Jay Bhanushali)? একসঙ্গে কাটিয়েছেন প্রায় দুই দশক, তবে হঠাৎই প্রকাশ্যে আসে, জনপ্রিয় এই জুটি নাকি দীর্ঘদিন ধরেই আর একসঙ্গে থাকছেন না। এখানেই শেষ নয়, তাঁরা নাকি আদালতে দায়ের করেছেন মামলাও। এমনকি, তাঁরা নাকি ১৪ বছরের বিবাহিত জীবন শেষ করে সন্তানদের কাস্টডি নিয়েও সিদ্ধান্ত নিয়েছেন। তবে যাবতীয় গুঞ্জন থামিয়ে দিয়েছিলেন, মাহি নিজেই। তিনি বলেছিলেন, এই ধরণের কোনও কথা সত্যি হলেও, তিনি তা প্রকাশ্যে জানাবেন না। তবে নতুন বছরে, সেই গুঞ্জনেই সিলমোহর পড়ল। বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন মাহি আর জয়। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই দম্পতি। 

    সোশ্যাল মিডিয়ায় মাহি আর জয় জানিয়েছেন, তাঁরা তাঁদের একসঙ্গে চলার সফর শেষ করতে চলেছেন। তাঁরা স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু তাঁদের গল্পে কোনও খলনায়ক নেই। কোনও নেতিবাচকতা নেই। তাঁরা সবসময় একে অপরের পাশে থাকবেন। মাহি আর জয়ের ৩ সন্তান রয়েছে। দাম্পত্য ভাঙলেও, মিলেমিশে সন্তানের দায়িত্ব পালন করবেন তাঁরা। দাম্পত্য ভাঙলেও, তাঁদের বন্ধুত্ব থেকে যাবে, এমনটাই জানিয়েছেন জয় এবং মাহি। সংসারে থেকে অশান্তির চেয়ে, আলাদা থেকে শান্তিতে থাকা ভাল। সেই কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ২ জনের পথ আলাদা হয়েছে ঠিকই, কিন্তু তাঁরা একে অপরের পাশে থাকবেন, যে কোনও সমস্যায়, এমনটাই জানিয়েছেন জয় ও মাহি। যুগ্মভাবে সন্তানের দায়িত্ব পালন করলেও, সন্তান কার কাছে থাকবে, তা খোলসা করেননি মাহি ও জয়। 

    বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালের ১১ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি এবং জয়। গৃহ সহায়িকার দুই সন্তান, এক ছেলে রাজবীর ও মেয়ে খুশিকে দত্তক নেন তাঁরা ২০১৭ সালে। ২০১৯ সালে তাঁদের মেয়ে তারার জন্ম হয়। কখনওই তাঁদের নিয়ে সেভাবে বিতর্ক হয়নি। বরং টেলি জগতের অন্যতম দীর্ঘমেয়াদি সম্পর্কের নজির হয়ে উঠছিলেন তাঁরা। তবে গত বছরের কয়েক মাস পর থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যেতে থাকে। এতদিন এ নিয়ে মুখ না খুললেও, নতুন বছরে নিজেদের সম্পর্ক নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন জয় ও মাহি। 

    Click here to Read More
    Previous Article
    Jaayjeet Banerjee: 'ছেলের ওপর আঁচ পড়ুক চাইনি, কিন্তু তিক্ত সম্পর্কও টেনে নিয়ে যাওয়া অর্থহীন', বিচ্ছেদ প্রসঙ্গে জয়জিৎ
    Next Article
    Gold Price Today : সপ্তাহ শুরুতেই সোনার দামে চমক, বড় পরিবর্তন হল দামে,দেখে নিন আজকের রেটচার্ট

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment