Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Maharashtra Civic Polls: ফের টালমাটাল মহারাষ্ট্র, ফের রিসর্ট-রাজনীতিতে নামলেন একনাথ শিন্ডে, তীরে এসে তরী ডুববে বিজেপি-র?

    2 days ago

    মুম্বই: পৌরসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই মহারাষ্ট্রে ফিরল ‘রিসর্ট পলিটিক্স’। নিজের দলের বিজয়ী প্রার্থীদের ফাইভ স্টার হোটেলে নিয়ে গিয়ে তুললেন একনাথ শিন্ডে। এবারের বৃহন্মুম্বই পৌরসভা নির্বাচনে ‘কিংমেকার’ হিসেবে উঠে এসেছে শিবসেনা (শিন্ডে)। তাদের সমর্থন ছাড়া বিজেপি-র পক্ষে পৌরসভার দখল নেওয়া সম্ভব হবে না। শেষ মুহূর্তে বিজয়ী প্রার্থীদের যাতে ভাঙিয়ে না নেওয়া হয়, তার জন্যই একনাথ সকলকে ফাইভ স্টার হোটেলে সরিয়ে নিয়ে গিয়েছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। (Maharashtra Resort Politics)

    বাণিজ্যনগরী মুম্বইয়ের পৌরসভা যার দখলে, যাবতীয় অর্থ, প্রভাব ও প্রতিপত্তিও তাদের দখলেই থাকে বলে ধারণা প্রচলিত রয়েছে। কোনও পক্ষ যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে দল ভাঙানোর আশঙ্কা বেড়ে যায়। পৌরসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর বর্তমানে মুম্বইয়ে তেমনই পরিস্থিতি বলে জানা যাচ্ছে। (Maharashtra Civic Polls)

    মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের মুখ্যমন্ত্রী যেখানে দেবেন্দ্র ফড়নবীস, উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন একনাথ এবং অজিত পওয়ার, যিনি NCP ভাঙিয়ে এনে ক্ষমতায় আসীন হন। কিন্তু বৃহন্মুম্বই পৌরসভা নির্বাচনে ফড়নবীস, একনাথের পরিবর্তে কাকা শরদ পওয়ারের হাতই ধরার সিদ্ধান্ত নেন অজিত। যদিও ফলাফল বেরনোর পর দেখা গিয়েছে, বিজেপি এবং সেনা (শিন্ডে)-ই বাজিমাত করেছে। একত্রে ম্যাজিক সংখ্যা পেরিয়ে গিয়েছে তারা। 

    অর্থাৎ দীর্ঘ ২৫ বছর পর, এই প্রথম উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরেদের হাতছাড়া হচ্ছে বৃহন্মুম্বই পৌরসভা। কিন্তু একক পারফর্ম্যান্স যদি ধরা হয়, সেক্ষেত্রে বিজেপি বা সেনা (শিন্ডে), কোনও পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই বৃহন্মুম্বই পৌরসভা দখল করতে গেলে সেনা (শিন্ডে)-র সাহায্য় প্রয়োজন বিজেপি-র। আর সেই প্রয়োজনীয়তা অনুধাবন করতে পেরেই সাবধানী পদক্ষেপ করছেন একনাথ। 

    এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে মহারাষ্ট্রে ক্ষমতার সমীকরণ বদলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপি-বিরোধী শিবির, কংগ্রেস, NCP (শরদ), শিবসেনা (উদ্ধব)ও এমন পরিস্থিতিতে একনাথকে পাশে পাওয়ার চেষ্টা করতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ মাত্র আটজন বিজয়ীকে পাশে পেলেই, বৃহন্মুম্বই পৌরসভা বিরোধীদের দখলে চলে যাবে। তবে সবকিছু একনাথের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। সূত্রের খবর, বৃহন্মুম্বই পৌরসভার মেয়র পদ নিয়ে নিজের অবস্থানে অনড় একনাথ। দলের অন্দর থেকেও চাপ সৃষ্টি করা হচ্ছে তাঁকে। বিজেপি-র সঙ্গে সমান্তরাল ভাবে ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে হলে, এছাড়া উপায় নেই বলে মনে করছেন তাঁরা। 

    ২২৭ ওয়ার্ডের বৃহন্মুম্বই পৌরসভার ম্যাজিক সংখ্যা ১১৪। বিজেপি জয়ী হয়েছে ৮৯টি আসনে। একনাথের দল পেয়েছে ২৯টি। একত্রে ১১৮টি আসন পেয়েছে তারা, ফলে মতানৈক্য না থাকলে চিন্তার কিছু নেই। অন্য দিকে, অজিতের দল তিনটি ওয়ার্ডে জয়ী হয়েছে। শিবসেনা (উদ্ধব) পেয়েছে ৬৫টি ওয়ার্ড, নবনির্মাণ সেনা ৬টি এবং NCP (শরদ) ১টি। তাদের সম্মিলিত শক্তি ৭২। কংগ্রেস ২৪টি ওয়ার্ডে জিতেছে, AIMIM ৮টি এবং সমাজবাদী পার্টি ২টিতে। এমতাবস্থায় বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল একজোট হলে, ১০৬টি ওয়ার্ড হাতে থাকবে তাদের। আর আটটি পেলেই বাজিমাত করা যাবে। তীরে এসেও তরী ডুববে বিজেপি-র। 

    তবে বৃহন্মুম্বই পৌরসভা দখলের এত কাছাকাছি এসে বিজেপি তা হাতছাড়া করতে চাইবে বলে মনে করছেন না অনেকেই। তাতে একনাথকে সন্তুষ্ট রাখা ছাড়া উপায় নেই। সেক্ষেত্রে মেয়র পদে একনাথের লোককেই বসানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    JEE Main : ২৩ জানুয়ারি রাজ্যে JEE মেন পরীক্ষা,চাপের মুখে পরীক্ষা পিছিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
    Next Article
    ICC U-19 World Cup: এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও করমর্দন বিতর্ক, হাত মেলাল না ভারত, বাংলাদেশের অধিনায়কেরা

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment