SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Kohli And Rohit: বুড়ো হাড়ে ভেল্কি! আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথম দুইয়ে রোহিত-কোহলি, বিরাট লাফ অর্শদীপের

    6 hours ago

    দুবাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) -এর তরফ থেকে প্রকাশিত নতুন ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলির (Virat Kohli) দারুণ উন্নতি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজে ৩০২ রান করা কোহলি এখন ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রোহিত শর্মা (Rohit Sharma) ওয়ান ডে-তে বিশ্বের এক নম্বর ব্যাটার হিসাবে নিজের স্থান ধরে রেখেছেন। কে এল রাহুলও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে প্রোমোশন পেয়েছেন। 

    বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ৩টি ম্যাচে দুটি সেঞ্চুরি এবং একটি অর্ধশতরান সহ মোট ৩০২ রান করেছেন। এই পারফর্ম্যান্সের জন্য তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কারও পেয়েছেন। এই পারফর্ম্যান্সের সুবাদে তিনি চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৩। প্রথম স্থানে থাকা রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৭৮১। রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ১৪৬ রান করেছেন, যার ফলে তিনি তাঁর প্রথম স্থানটি ধরে রেখেছেন।

    ODI ব্যাটারদের মধ্যে ভারতের সেরা ৫

    ওয়ান ডে-তে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের প্রথম দশের মধ্যে চারজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোটের জন্য ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি শুভমন গিল। তবে পঞ্চম স্থানটি ধরে রেখেছেন তিনি। তবে তাঁর এবং বাবর আজমের রেটিং পয়েন্টের মধ্যে মাত্র এক নম্বরের পার্থক্য রয়েছে। প্রথম দশে চতুর্থ ভারতীয় শ্রেয়স আইয়ার। যিনি এক স্থান পিছিয়ে ১০ নম্বরে নেমে গিয়েছেন। কে এল রাহুল দুই ধাপ ওপরে উঠে এসেছেন। যার ফলে তিনি ওয়ান ডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১২তম স্থানটি দখল করেছেন।

    কুলদীপ ৩ নম্বরে, অর্শদীপের বড় লাফ

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কুলদীপ যাদব ৯ উইকেট নিয়ে সিরিজের সফলতম বোলার ছিলেন। এই পারফর্ম্যান্সের দৌলতে তিনি ওয়ান ডে বোলিং র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছেন। কুলদীপ ওয়ান ডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে একমাত্র ভারতীয়। রবীন্দ্র জাডেজা ২ ধাপ পিছিয়ে ১৬তম স্থানে নেমে গিয়েছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে অক্ষর পটেল পিছিয়ে পড়েছেন। তবে অর্শদীপ সিংহ ২৯ ধাপ এগিয়ে ৬৬তম স্থান অর্জন করেছেন।

     

    Click here to Read More
    Previous Article
    'Somewhat successful': Musk reflects on time at DOGE, says his companies paid price

    Related খেলা Updates:

    Comments (0)

      Leave a Comment