Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kangana Ranaut: দীপিকার আগে 'পদ্মাবত'-এর অফার এসেছিল কঙ্গনার কাছে, কেন তা নাকচ করেছিলেন বলিউডের 'ক্যুইন'?

    1 week ago

    কলকাতা: এই সিনেমা দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) জীবনের অন্যতম উল্লেখযোগ্য সিনেমা হয়ে রয়ে গিয়েছে। 'পদ্মাবত' (Padmaavat)। দিপীকার পাশাপাশি, শাহিদ কপূর (Shahid Kapoor) আর রণবীর সিংহের (Ranveer Singh) অভিনয় ও প্রশংসিত হয়েছিল। তবে এই সিনেমার অফার নাকি প্রথমে দিপীকার কাছে নয়, প্রথমে এসেছিল কঙ্গনা রানাউত (Kangana Ranaut) -এর কাছে! সদ্য় দেওয়া একটি সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন কঙ্গনা। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, কেন তিনি এই সিনেমায় অভিনয় করতে রাজি হননি। 

    সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, তাঁর কাছে প্রথমে 'পদ্মাবত' ছবিটির অফার এসেছিল। তিনি প্রথমেই, ছবির পরিচালক, সঞ্জয় লীলা ভনশালীর কাছ থেকে প্রথমেই চিত্রনাট্য চান কঙ্গনা। তিনি মনে করেছিলেন, ছবিটি করতে রাজি হওয়ার আগে, প্রথমেই কঙ্গনা চিত্রনাট্য পড়ে নিতে চেয়েছিলেন। তবে, সঞ্জয় লীলা ভনশালী তাঁকে কোনও চিত্রনাট্য দেননি। তিনি বলেছিলেন, তিনি কাউকেই চিত্রনাট্য দেন না। আর, 'পদ্মাবত' ছবিতে, নায়িকার আসলে চিত্রনাট্যের কোনও প্রয়োজনই নেই, সেই কথা জানিয়েছিলেন পরিচালক। 

    সঞ্জয় লীলা ভনশালী কঙ্গনাকে বলেছিলেন, এই ছবিতে রাজা যখন রানিকে দেখবেন, তখন তিনি সাজগোজ করছেন। রাজা আয়নার মধ্যে দিয়ে রানীকে দেখবেন। এর বাইরে চিত্রনাট্যের বিষয়ে কোনও কথা তিনি বলেননি কঙ্গনাকে। পরবর্তীকালে যখন সিনেমাটি দীপিকা সিনেমাটিতে অভিনয় করেন, তখন সেটি দেখে কঙ্গনার মনে হয়.. গোটা সিনেমা জুড়ে দীপিকা শুধুই সাজগোজই করেছেন। অপূর্ব সুন্দর দেখানো ছাড়া, তাঁর অভিনয়ের আর কোনও জায়গাই নেই। কঙ্গনা জানান, তিনি এই ছবি ছেড়ে দেওয়া নিয়ে কখনও কোনও আক্ষেপ করেননি।

    কাজের ক্ষেত্রে জানা যাচ্ছে, জানা যাচ্ছে, 'কুইন ২' (Queen 2) আর তনু ওয়েডস মনু ৩ (Tanu Weds Manu 3) করার প্রস্তুতি নিচ্ছেন কঙ্গনা । বিকাশ বেহল আর আনন্দ এল রাইয়ের সঙ্গে ফের কাজ করতে চলেছেন কঙ্গনা । সূত্রের খবর, চলতি বছরেই 'কুইন ২'-এর শ্যুটিং শুরু করবেন কঙ্গনা । চলতি বছরের নভেম্বর মাসেই এই সিনেমার শ্যুটিং শুরু করতে চলেছেন কঙ্গনা । ইতিমধ্যেই 'কুইন ২'-এর চিত্রনাট্য চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে । চলছে শ্যুটিংয়ের প্রস্তুতিও । তবে এই ছবির অনেকাংশের শ্যুটিং হওয়ার কথা লন্ডনে । ফলে আন্তর্জাতিকভাবে শ্যুটিংয়ের ব্যবস্থা করতে হবে গোটা টিমকে । 'কুইন ২' কোনও নতুন গল্প হবে না, 'কুইন' সিনেমাটারই পরের অধ্যায় হবে । এখানেই শেষ নয়, 'কুইন ২'-এর শ্যুটিং শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কঙ্গনা 'তনু ওয়েডস মনু ৩'-এর প্রস্তুতি শুরু করে দেবেন । পরের বছরই এই সিনেমার শ্যুটিং । তবে কবে এই সিনেমাগুলি মুক্তি পাবে, সেই বিষয়ে এখনও নিশ্চিত নন অভিনেত্রী । 

    Click here to Read More
    Previous Article
    Prashant Tamang: মাত্র ৪৩ বছরে নক্ষত্র পতন! প্রয়াত 'পাতাললোক', 'ইন্ডিয়ান আইডল' খ্যাত প্রশান্ত তামাং
    Next Article
    Vijay Last Film: থলপতি বিজয়ের শেষ ছবি নিয়ে লড়াই জারি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন নির্মাতারা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment