Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Hoichoi Web Series: একেনের অ্যাডভেঞ্চার এবার পুরুলিয়ায়, 'নিকষ ছায়া ২' নিয়ে আসছেন চিরঞ্জিৎ ও! রইল গোটা তালিকা

    6 days ago

    কলকাতা: নতুন বছরে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে 'হইচই' (Hoichoi)। এই তালিকার মধ্যে একটি ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে আর দর্শকদের প্রশংসাও পেয়েছে। তবে এর পাশাপাশি, একাধিক নতুন ওয়েব সিরিজ মুক্তিরও ঘোষণা করেছে 'হইচই'। এর মধ্যে অধিকাংশই জনপ্রিয় সব ওয়েব সিরিজের সিক্যুয়াল। কী কী ওয়েব সিরিজ রয়েছে এই তালিকায়? ভূত থেকে শুরু করে থ্রিলার, সমস্ত সিরিজই রয়েছে এই তালিকায়। এক নজরে দেখে নেওয়া যাক।

    কালরাত্রি ২: অয়ন চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন, সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। এই ওয়েব সিরিজের প্রথম অধ্যায় মুক্তি পাওয়ার পরেই তা যথেষ্ট প্রশংসিত হয়েছিল। তবে গল্প এখনও শেষ হয়নি। 'কালরাত্রি ২' ওয়েব সিরিজের দ্বিতীয় অধ্যায়ে সেই যাবতীয় রহস্যের সমাধান ঘটেছে। কীভাবে রহস্য়ের সমাধান করবে দেবী, সেই গল্প বলবে নতুন এই সিরিজের দ্বিতীয় ভাগ। তবে এই সিরিজ ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। গত ৯ তারিখ হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজ।

    নিকষ ছায়া ২: পরমব্রত চট্টোপাধ্যায় 'পর্ণশবরীর সাপ'-এর হাত ধরে 'হইচই'-এর প্ল্যাটফর্মে ভূত এসেছিল। বলা ভাল, পরমব্রত চট্টোপাধ্যায় ভৌতিক ওয়েব সিরিজ আনতে চেয়েছিলেন, সেই কারণেই এই ওয়েব সিরিজ শুরু হয়েছিল। 'পর্ণশবরীর সাপ'-এর পরে, 'নিকষ ছায়া' পরিচালনা করেছিলেন পরমব্রত, তবে সেই গল্প ছিল অসমাপ্ত। তবে পরমব্রত জানিয়ে দিয়েছেন, তিনি আর এই ওয়েব সিরিজের সিক্যুয়াল পরিচালনা করবেন না। এবার, এই সিরিজের দায়িত্ব সায়ন্তন ঘোষালের কাঁধে। মুখ্যচরিত্রে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakrabarti), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) আর অনিন্দিতা বসু (Anindita Bose)। 

    মন্টু পাইলট: দীর্ঘদিন পরে 'হইচই'-তে ফের আসছে, 'মন্টু পাইলট', আসছে তৃতীয় সিজন। পরিচালক দেবালয় ভট্টাচার্য। নতুন সিরিজের ভাগে মুখ্যভূমিকায় দেখা যাবে, সৌরভ দাস আর শোলাঙ্কি রায়কে।

    একেনবাবু-পুরুলিয়াতে পাকড়াও: জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসবে একেনবাবুর নতুন ওয়েব সিরিজ। পুরুলিয়াতে পাকড়াও সিজনটি সম্ভবত পুরুলিয়ার প্রেক্ষাপটে তৈরি হবে। মুখ্যভূমিকায় থাকবে অনির্বাণ চক্রবর্তী। গল্পের নাম শুনেই বোঝা যাচ্ছে, এবারের অ্যাডভেঞ্চার পুরুলিয়াতে। 

    অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩: জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ, অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩। মুখ্যভূমিকায় রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী। 

    বীরঙ্গনা ২: এর আগে, বীরাঙ্গনা ওয়েব সিরিজে নজর কেড়েছিলেন সন্দীপ্তা সেন। নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে নতুন ভাগ। 

     

    Click here to Read More
    Previous Article
    Prashant Tamang: সলমনের সঙ্গে শেষ কাজ, সিনেমা মুক্তির আগেই চলে গেলেন দার্জিলিংয়ের প্রশান্ত!
    Next Article
    Deepika Padukone: তৃপ্তি দিমরি নন, শাহিদের বিপরীতে 'ও রোমিও' ছবিতে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment