Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Drishyam 3: কবে আসছে 'দৃশ্যম ৩'- এর অরিজিনাল ভার্সান? এক্স মাধ্যমে কী জানালেন মোহনলাল

    4 days ago

    Drishyam 3 : কবে আসছে 'দৃশ্যম ৩'? অবশেষে দর্শকদের প্রশ্নের জবাব পাওয়া গেল। সোশ্যাল মিডিয়ায় সিনেমা রিলিজের দিন ঘোষণা করলেন ছবির অন্যতম মূল অভিনেতাই। এক্স মাধ্যমে মোহনলাল জানিয়েছেন 'দৃশ্যম ৩' রিলিজের দিন। ৪৩ সেকেন্ডের একটি ভিডিও টিজার শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেতা। সেখানে ঝলক মিলেছে সিনেমার মূল পোস্টারেরও। ছবি রিলিজের দিন ঘোষণা করে মোহনলাল লিখেছেন, 'Years passed. The past didn’t.' 

    দৃশ্যম ৩ - ছবির হিন্দিতেও রিমেক হবে। তবে সেই সিনেমা রিলিজের আগেই প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে দৃশ্যম ৩ - এর দক্ষিণী ভার্সান। আগামী ২ এপ্রিল, ২০২৬ - রিলিজ হতে চলেছে দৃশ্যম ৩, জানিয়েছেন মোহনলাল। 

    দৃশ্যম ৩ - এর হিন্দি রিমেক, রিলিজের আগেই এই সিনেমা নিয়ে প্রকাশ্যে এসেছে একাধিক সমস্যা 

    ২০২৬ সালের ২ অক্টোবর 'দৃশ্যম ৩' ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। আদতে বলিউডের 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজি, মোহনলালের মালয়ালি ছবি রিমেক। তবে রিমেক ছবি হলেও প্রথম পর্ব থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সিনেমা। 

    'দৃশ্যম ২' ছবিতে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় খান্নাকে। তাঁর চরিত্রের নাম ছিল আইজি তরুণ অহলাওয়াত। নিজের অভিনয় দক্ষতায় বরাবরের মতোই দর্শকদের নজর কেড়েছিলেন অক্ষয়। তবে 'দৃশ্যম ৩' ছবিতে দেখা যাবে না তাঁকে। এই ছবির প্রযোজনা সংস্থা প্যানোরমা স্টুডিওস। সেই সংস্থার প্রযোজক কুমার মঙ্গত পাঠক অভিযোগ করেছেন, অক্ষয় নিজেই ছবি থেকে আচমকা বেরিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই অক্ষয়কে আইনি নোটিস পাঠানো হয়েছে। প্রযোজকের অভিযোগ, গোটা টিম যখন তৈরি, সপ্তাহ ২ পরে শ্যুটিং শুরু হবে, তার আগেই অক্ষয়ের থেকে একটি মেসেজ পান পাঠক। প্রযোজকের দাবি, অভিনেতা জানান তিনি ছবি থেকে সরে যাচ্ছেন। এরপর অক্ষয়ের সঙ্গে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও, সাফল্য পাওয়া যায়নি। 

    শ্যুটিং শুরুর একদম আগের মুহূর্তে ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন অভিনেতা। এমনই অভিযোগ উঠেছে অক্ষয় খান্নার বিরুদ্ধে। অভিযোগ, সব ঠিক হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে 'দৃশ্যম ৩' ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন অক্ষয়। এরপর থেকেই শোনা যাচ্ছিল, সম্ভবত 'দৃশ্যম ৩' ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করবেন জয়দীপ অহলাওয়াত। 'দৃশ্যম ৩' ছবির পরিচালক অভিষেক পাঠক। বম্বে টাইমস- কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, অক্ষয় খান্নার পরিবর্তে জয়দীপ অহলাওয়াত থাকছেন না 'দৃশ্যম ৩' ছবিতে। 

    Click here to Read More
    Previous Article
    BMC Poll Celebs: অক্ষয় কুমার, জন, হেমা মালিনী, সুনীল শেট্টি.. বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচনে অংশগ্রহণ করে কী বার্তা দিলেন তারকারা?
    Next Article
    Debolinaa Nandy: 'যা করেছি সেটা উচিত ছিল না, এটা একদমই সলিউশন নয়', আবারও ফেসবুক লাইভে দেবলীনা, আর কী বললেন?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment