Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    UP SIR Draft List : বিজেপি-শাসিত উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশিত, ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ ! মৃত ৪৬ লক্ষর বেশি

    1 week ago

    নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় গত ১৬ ডিসেম্বর। তাতে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। জায়গা পেয়েছেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। এবার উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকার রিভাইজড লিস্ট প্রকাশিত হল। তাতে যোগী-রাজ্যের ভোটার তালিকা থেকে ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ গেছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। এরমধ্যে ৪৬ লক্ষ ভোটার মৃত। SIR Process in Uttar Pradesh

    কমিশনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশে ভোটার তালিকার অংশ ১২ কোটি ৫৬ লক্ষ ভোটার। গত বছর অক্টোবর মাসে SIR প্রক্রিয়া শুরু হওয়ার সময় ছিল ১৫.৪৪ কোটি ভোটারের নাম। যে ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ গেছে, তার মধ্যে ২.১৭ কোটি ভোটার স্থানান্তরিত, ৪৬.২৩ লক্ষ মৃত এবং ২৫.৪৭ লক্ষ ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে। কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, মোবাইল ফোনে ECINET অ্যাপ ব্যবহার করে খসড়া তালিকায় তাঁদের নাম আছে কি না দেখতে পারবেন ভোটাররা। আগামী ৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

    SIR প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় দেড় মাস পর, পশ্চিমবঙ্গে প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। তাতে জায়গা পান ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। বাদ যায় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম।

    কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে, গত ৪ নভেম্বর থেকে, পশ্চিমবঙ্গে শুরু হয় SIR প্রক্রিয়া। ১১ ডিসেম্বর ছিল এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিন। ভোটার তালিকায় কার নাম থাকবে ? আর কার নাম বাদ পড়বে, এ নিয়ে অপেক্ষার প্রহর গুণছিল রাজ্যবাসী। এই অবস্থায়, খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়েছে, পৃথকভাবে সেই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম। যার মধ্য়ে মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২। নিখোঁজ ভোটার ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন ভোটার অন্য়ত্র স্থানান্তরিত। ডুপ্লিকেট ভোটার ধরা পড়ে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন। অন্যান্য কারণে বাদ যাওয়া নামের সংখ্যা ৫৭ হাজার ৬০৪। মোট সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮-এ। 

    Click here to Read More
    Previous Article
    Abhishek On Amartya Sen: 'যার হাত ধরে সমৃদ্ধ দেশ, সেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকেই SIR-এর নোটিস..' ! কমিশনকে আক্রমণ অভিষেকের
    Next Article
    দেশে অর্থ-সঙ্কট ! ৪৬ হাজার টাকা দিচ্ছে অর্থমন্ত্রক, আপনিও কি পেয়েছেন এই বার্তা? সত্যিটা কি?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment