Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bangladesh News : চিনের থেকে ঋণ নিয়ে তলিয়ে যাচ্ছে বাংলাদেশ ! ভয়ঙ্কর আর্থিক পরিস্থিতি, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

    1 week ago

    বিদ্যুৎ থেকে জ্বালানি, ওষুধ থেকে খাবার - সবকিছুই ছিল দুর্মুল্য । গলা অবধি ঋণে ডুবেছিল শ্রীলঙ্কা। ২০২২ এ ভয়ঙ্কর পরিস্থিতির ফাঁদে পড়ে যায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রমশ গভীর অন্ধকারে তলিয়ে গিয়েছিল চিনের থেকে ঋণ নেওয়ার চক্রে পড়ে গিয়ে। সেইরকমই পরিস্থিতিতেই নাকি এখন আটকে বাংলা দেশ ! এমনই দাবি করা হয়েছে সম্প্রতি প্রকাশিত কিছু রিপোর্টে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে,  বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ ৪২ শতাংশ বেড়েছে। তারা চিন থেকে অতিরিক্ত ঋণ নিতে নিতে  একেবারেই ন্যুব্জ।

    ২০২২ সালে ঠিক যে  ফাঁদে পড়ে শ্রীলঙ্কার পরিস্থিতি ভয়ানক জায়গায় পৌঁছেছিল, বাংলাদেশও এখন ঠিক তেমন জায়গাতেই দাঁড়িয়ে। তাই সেখানকার পরিস্থিতিও ক্রমেই অরাজকতার দিকেই এগোচ্ছে। তা ঠেকানো বেশ মুশকিল হচ্ছে।  শ্রীলঙ্কার সংবাদমাধ্যম এশিয়ান নিউজ পোস্টের এক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশও শ্রীলঙ্কার মতোই একই পথে এগিয়ে চলেছে। ওই প্রতিবেদনেই দাবি,   বাংলাদেশ যে ঋণের ফাঁদে আটকা পড়েছে, বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এম. আব্দুর রমন খান এই দাবি নিশ্চিত করেছেন।  এনডিটিভ-র এক প্রতিবেদনে , অর্থ সচিব এম. খায়রুজ্জামান মজুমদারকে উদ্ধৃত করা হয়েছে। তিনি  বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার চলতি বছরের জাতীয় বাজেট গত বছরের তুলনায় কম। এটা এমন এক পরিস্থিতি,  যেন একজন রোগা লোককে আরও বেশি ওজন কমাতে বলা হয়েছে। 

    ইতিমধ্যে, বাংলাদেশের মোট বাজেটের একটা বিরাট অংশই ঋণ পরিশোধ করতে বেরিয়ে যাচ্ছে।  বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজেট ব্যয়ই হচ্ছে ঋণ পরিশোধ খাতে। বাংলাদেশের ঋণ-জিডিপি অনুপাত ৩৯ শতাংশেরও বেশি বেড়েছে, যা ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ৩৪ শতাংশ ছিল। ওই প্রতিবেদনেই দাবি, সাম্প্রতিক এক সেমিনারে, বিশিষ্ট অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেন, বেতন এবং পেনশনের পরে বাংলাদেশের রাজস্ব বাজেটে কৃষি এবং শিক্ষা দ্বিতীয় বৃহত্তম ব্যয় ছিল, কিন্তু এখন আর তা নেই ! তাহলেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে।  

    এদিকে এনটিভি-র একটি প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাংকের সর্বশেষ আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন ২০২৫ অনুসারে, গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক ঋণ এখন দেশের রপ্তানি আয়ের ১৯২ শতাংশ, এবং ঋণ পরিশোধ রপ্তানির ১৬ শতাংশে উন্নীত হয়েছে, যা ঋণ পরিশোধের জন্য ক্রমবর্ধমান চাপেরই ইঙ্গিত দেয়। 

     

    Click here to Read More
    Previous Article
    Bangladesh News: মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় IPL সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার, সাফ বলে দেওয়া হল...
    Next Article
    Umar Khalid: দিল্লি হিংসা মামলায় উমর খালিদ-শরজিল ইমামের জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment