SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Babri Masjid : 'কাতার, সৌদি আরব, বাংলাদেশ থেকে টাকা দিতে চাইছে ', কত কোটি জমল বাবরি মসজিদের জন্য, কী জানালেন হুমায়ুন?

    1 day ago

    পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও ঐশী মুখোপাধ্য়ায়,মুর্শিদাবাদ : কেউ হাতে গুনছেন। কেউ গুনছেন মেশিনে। দিনরাত এক হয়ে যাচ্ছে । তাড়া তাড়া নোট, গুনেই চলেছেন তাঁরা।  সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকা এসেই চলেছে। স্রোতের মতো। যে যা পারছেন, আসছে। শোনা যাচ্ছে, কেউ আবার নিজের সোনাদানাও দিয়ে যাচ্ছেন তহবিলে। কেউ দিয়ে যাচ্ছেন 
    নিজের সারা জীবনের সঞ্চয়। কেউ আবার দিচ্ছেন বালি, ইট, সিমেন্ট।  
    ৬ ডিসেম্বরের পর থেকেই নাকি কোটি কোটি টাকা জড়ো হয়ে গিয়েছে। 

    হুমায়ুন কবীর জানিয়েছেন,মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত, তাঁর প্রস্তাবিত 'বাবরি মসজিদে'র জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট রয়েছে, তাতে জমা পড়েছে ২ কোটি ৭১ লক্ষ টাকা। আর্থিক অনুদান এসেই চলেছে। আসছে মসজিদ নির্মাণের জন্য ইট, সিমেন্ট। 

    কাতার, সৌদি আরব, বাংলাদেশ  থেকে টাকা আসবে বাবরি মসজিদের জন্য?

    তবে শুধুই যে এলাকার মানুষ, দেশের মানুষ টাকা দিচ্ছেন, এমনটা নয়। টাকা দিতে চেয়ে নাকি ফোন -ইমেল আসছে ভিনদেশ থেকেও। হুমায়ুনের দাবি, বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে। ব্য়াঙ্কিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। তিনি SBI এর পদস্থ কর্তার সঙ্গেও যোগাযোগ করেছেন, যাতে বিদেশ থেকে অনুদান নেওয়া যায়। হুমায়ুনের দাবি, 'কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। যে এটা করতে যতটা টাকা লাগুক আমরা টাকা দেব, আপনি করুন।'                    
     
    বিজেপির কী দাবি?               

    পাল্টা এই অনুদান প্রসঙ্গে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, এ টাকা তৃণমূলেরই। 'তৃণমূলের ওটা 'PLAN B', যে ভোট লুঠ করে যদি জিততে না পারি, তারপরে হুমায়ুন আছে। তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন? হুমায়ুনের এই সাহস আছে, যে রাজ্যের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে, তাঁর রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাঁর অনুমোদন ছাড়া হুমায়ুন কবীর সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে। '

    দোকান তৈরির হিড়িক রেজিনগরে

    এদিকে, রেজিনগরে যেখানে হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ তৈরি হবে, তার কাছে জাতীয় সড়কের উপর শুরু হয়েছে দোকান তৈরির হিড়িক। 

    Click here to Read More
    Previous Article
    Bankim Chandra Controversy : প্রধানমন্ত্রীর 'বঙ্কিমদা' সম্বোধন, রবীন্দ্রনাথ-বঙ্কিমের ছবি হাতে নিয়ে প্রতিবাদ সংসদ চত্বরে, সরব মমতাও
    Next Article
    "IndiGo Back On Its Feet, Ops Stable": CEO's Latest Statement Amid Crisis

    Related জেলার খবর Updates:

    Comments (0)

      Leave a Comment