Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Anandapur Fire: "এখন আর জলাজমি ভরাট হচ্ছে না..", আনন্দপুরে গিয়ে দাবি ফিরহাদ হাকিমের, দায়ি করলেন কাদের ?

    4 days ago

    কলকাতা: অগ্নিকাণ্ডে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া গুদাম দুটো কি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল? অভিযোগ, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি বুজিয়ে তৈরি করা হয়েছিল অভিশপ্ত গুদাম দুটি। আর, এনিয়েই এখন তুঙ্গে উঠেছে তরজা।  এহেন আবহেই কলকাতার আনন্দপুরে এবার ঘটনাস্থলে এসে পৌঁছলেন মেয়র ফিরহাদ হাকিম। 

    আরও পড়ুন, 'এটা স্রেফ দুর্ঘটনা নয়..", আনন্দপুরে অগ্নিকাণ্ডে ম্যান মেড বিপর্যয় ! বিস্ফোরক শুভেন্দু

    'ডেথ সার্টিফিকেট পাওয়ার পরই আর্থিক সাহায্যের চেক পাওয়ার ব্যবস্থা করা হবে'

    এদিন বারুইপুরে নিখোঁজদের বাড়িতে যান ফিরহাদ হাকিম। মৃত-নিখোঁজদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা পুরমন্ত্রীর। 'ডেথ সার্টিফিকেট পাওয়ার পরই আর্থিক সাহায্যের চেক পাওয়ার ব্যবস্থা করা হবে', সবার পরিবারের পাশে আমরা সবাই থাকব, আশ্বাস পুরমন্ত্রীর। ফিরহাদ হাকিম বলেন, কলকাতা পুরসভার টিম রয়েছে, দমকল রয়েছে, পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম রয়েছে। সবাই রয়েছে। আগুনটা খুব ভয়াবহ লেগেছিল। এবং পুলিশ এটা ইনভেস্টিগেট করছে। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন, পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য। যারা চলে গিয়েছে, তাঁরা ফিরে পাওয়া যাবে না। পুলিশ খতিয়ে দেখবে, কতজন নিখোঁজ....যেরকম চারজনকে আজকে পাওয়া গিয়েছে, যারা দেশে চলে গিয়েছে। ...তবে এই মুহূর্তে, ভুক্তভোগী পরিবারগুলির পাশে দাঁড়ানোই এখন খুব গুরুত্বপূর্ণ।

    প্রশ্ন : এই ঘটনাটা ঘটল কেন ? জলাজমি ভরাট করে, একাধিক এই কারখানা গড়ে উঠেছে...

     ফিরহাদ হাকিম: ...এটা ২০০৬ সাল থেকে চলছে।  

    প্রশ্ন : কেন বন্ধ করা হল না ?

     ফিরহাদ হাকিম: কারণ কারও রুজিরুটি বন্ধ হলে, তখন বলবেন, ব্যবসা বন্ধ করে দিল , ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল।

    প্রশ্ন : এটা তো জলাজমি ( অভিশপ্ত গুদাম দুটি যেখানে গড়ে উঠেছে)..

     ফিরহাদ হাকিম: এটা আমার জানা নেই, জলা জমি কিনা ? আমার কাছে স্পেসিফিক কোনও প্ল্যান বা ম্যাপ নেই যে, আমি সেটা চিহ্নিত করব।..ভয়াবহ আগুন লেগেছিল, পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছিলেন। ...জলাজমি এখন আর কোনও ভরাট হচ্ছে না। এখন হলে, রিসেন্টলি আপনি জানেন, একটা পাঁচিল দিচ্ছিল, ভেঙে দেওয়া হয়েছে। যদিও এটা কর্পোরেশনের অ্যাক্তিয়ারে নয়, আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আছে, তাঁরা অত্যন্ত স্ট্রিক্ট এখন, আমাদের খবর দিলেই, আমরা এসে ভেঙে দিচ্ছি। এখন কিছু হচ্ছে না, ২০০৬, ২০০০ সালের। এবার কোনটা জলাভূমি, সেটা আইডেনটিফাই করাটা খুব কষ্ট !

    Click here to Read More
    Previous Article
    Nitin Nabin: রাজ্যে নিতিন নবীন, শাহ সফরের আগে তীব্র কটাক্ষ কুণালের !
    Next Article
    West Bengal Assembly Elections 2026: ভোটের আগে বাংলাকে কেমন দেখছেন? 'পশ্চিমবঙ্গ আসলে একটি গ্লোরিফায়েড বৃদ্ধাশ্রম…আমরা ফাঁপা হয়ে যাচ্ছি’, আর কী বললেন রাহুল অরুণোদয়

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment