SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    West Bengal Weather: বইছে কনকনে হাওয়া, রাজ্যজুড়েই শীতের আমেজ, কত ডিগ্রি নামল সর্বনিম্ন তাপমাত্রা?

    1 week ago

    কলকাতা: অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া। দক্ষিণবঙ্গ জুড়েই শীতের আমেজ। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়াই থাকবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে জমিয়ে থাকবে শীতের আমেজ। কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। গতকাল শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

    উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা দু'এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

    পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা চলছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়।

    জমিয়ে শীতের আমেজ। তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের নিচে রয়েছে রাত ও দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়ছে। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে, পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া; বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    কলকাতায় আজ ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। আজ জেলায় ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। গতকাল বীরভূমের শ্রীনিকেতনে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল পারদ। তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

    উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।

    দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নামল পারদ। মালদাতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

    কলকাতায় সকালে হালকা কুয়াশা ছিল। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ। দিনেও শীতের অনুভূতি। রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নিচে।

    শীতের আমেজ চলবে। উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় পারা-পতন কলকাতায়। আপাতত ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। চলতি সপ্তাহে অর্থাৎ আগামী সাতদিনে তাপমাত্রা এরকমই থাকবে। মূলত পরিষ্কার আকাশ।

    কলকাতা আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮৯ শতাংশ।

    শৈত্য প্রবাহের পরিস্থিতি ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, ওড়িশা ও বঢোদরায়। ঘন কুয়াশার সম্ভাবনা হিমাচল প্রদেশে। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট। কুয়াশা থাকবে ওড়িশাতেও।

    Click here to Read More
    Previous Article
    Venkatesh Prasad: কুম্বলে-শ্রীনাথদের সমর্থন নিয়ে কর্নাটক ক্রিকেট সংস্থার ভোটে জিতে সভাপতি বেঙ্কটেশ প্রসাদ
    Next Article
    Goa Nightclub Fire : বেসমেন্টে দেহের স্তূপ! গোয়ার নাইটক্লাবে মৃত্যুকূপ এটাই, কেন? হাড়হিম করা ঘটনা সামনে

    Related টপ নিউজ Updates:

    Comments (0)

      Leave a Comment