Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal News Live : পুলিশকে সঙ্গে নিয়ে বেলডাঙার বড়ুয়া মোড়ে NIA আধিকারিকরা

    4 hours ago

    'সুব্রত বক্সিকে শিখণ্ডী করে রাখা হয়েছে, তাঁর কথা কেউ শোনে না। বামফ্রন্টকে মানুষ ক্ষমতা দিয়েছিল, তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ল। আমি ১৯৮২ সাল থেকে যুব কংগ্রেস দিয়ে শুরু করেছিলাম। কখনও আমার নেতা ছিল অতীশ সিংহ, কখনও আজিজুর সাহেব। কখনও আমার নেতা ছিল প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। মুসলমানরা যখন প্রণব মুখোপাধ্যায়কে ভোট দিয়ে নির্বাচিত করেন, তখন গদ্দার হয় না। কিন্তু যখনই ইউসুফ পাঠানকে ভোট দেয়, তখন গদ্দার হয়। ইউসুফ পাঠানকে জেতানোর জন্য মমতা বন্দ্য়োপাধ্যায় আমাকে বলেছিলেন। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন, ইউসুফ পাঠান হেরে যাচ্ছে। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন, তুমি একটা কিছু করো। মুর্শিদাবাদের মানুষ তোমার কথা শোনে, তুমিই পারবে', হুমায়ুন কবীর।

    স্কটিশ চার্চ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্যমৃত্যু। গত ২৪ জানুয়ারি হোস্টেলেই অসুস্থ বোধ করেন ছাত্রী। হোস্টেলের সিক-রুমে যান তিনি। কলেজ-হোস্টেলের সিক-রুম থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ছাত্রী। মেডিক্যাল কলেজ হাসপাতালে ICU-তে ভর্তি করা হয় ছাত্রীকে। হাসপাতালেই মৃত্যু হয় ছাত্রীর, খবর পুলিশসূত্রে। মৃত ছাত্রীর নাম ঋষিতা বণিক, তিনি ত্রিপুরার বাসিন্দা। তাঁর নখ ও রক্তের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। হিস্টোপ্যাথোলজিকাল পরীক্ষার প্রক্রিয়া শুরু। ময়নাতদন্তে মৃতের পাকস্থলীতে রহস্যজনক পদার্থের উপস্থিতি, খবর পুলিশসূত্রে।

    মিশন ২৬, কলকাতার জন্য 'স্পেশাল প্ল্যান' বিজেপির। 'কলকাতার জন্য আমাদের স্পেশাল প্ল্যান রয়েছে। কলকাতা বিজেপির ওয়ার্ড কনভেনর পদ ফেরানো হয়েছে। কলকাতা প্রেসিডেন্সি জোনে বিজেপির মাত্র ১ জন বিধায়ক। এবার উত্তর ও দক্ষিণ কলকাতা, দমদমে ভাল ফল করবে বিজেপি', দাবি সুকান্তর।

    পশ্চিমবঙ্গে বাড়তে থাকা অনুপ্রবেশকারীর সংখ্যা গোটা দেশের কাছে চিন্তার বিষয়। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি দিচ্ছেন না মমতা। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছে, পুলিশ তাকে আটকায় না। বিরাট ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার সুযোগ দিন, অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়ব: অমিত শাহ।

    'মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। আর, মমতা প্রশ্ন করেন, দুর্নীতি কোথায় হয়েছে? তৃণমূলের যে সমস্ত নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত, 'সেই নেতারা জেলে যাবে। অনুব্রত, পার্থ, কুন্তল, ফিরহাদ-দের ভোটের টিকিট না দিলে তাঁরা ভাইপোর বিরুদ্ধে মুখ খুলবেন। 'ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন আপনার চোখে ছানি ফেলেছে। ছানি অপারেশন করালে সব দেখতে পাবেন', মমতাকে আক্রমণ অমিত শাহের।

    Click here to Read More
    Previous Article
    চরম অব্যবস্থায় সন্তোষে ১২ ঘণ্টার বাস জার্নি! কল্যাণদের তোপ বাংলার, ‘এর থেকে পাড়া টুর্নামেন্টও ভালো’
    Next Article
    India Post GDS Recruitment 2026: Registration Begins For 28,740 Posts, Check Details

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment