Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    West Bengal NEWS Live : 'পশ্চিমবঙ্গে ভোটের আগে দুঃশাসনবাবু এসেছেন', সুর চড়ালেন মমতা

    11 hours ago

    তৃণমূল সরকারের পতন ঘটাতে বাম, কংগ্রেস, তৃণমূলের বিবেকসম্পন্ন হিন্দুদের আহ্বান মিঠুন চক্রবর্তীর। 'বাম ও কংগ্রেসের মধ্যে হিন্দুরা তৃণমূল সরকারের পতনে একজোট হোন', নদিয়ার বেতাইয়ে পরিবর্তন সংকল্প সভা থেকে আহ্বান মিঠুন চক্রবর্তীর। দুর্নীতিগ্রস্ত হিন্দুরাই তৃণমূলের সঙ্গে যুক্ত, আক্রমণ বিজেপির তারকা নেতার।

    মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু করলে আমিও মোল্লাদের নেতা সাজব। ফের হুঙ্কার জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের। 'সরকারি টাকায় দুর্গাঙ্গন হচ্ছে, জগন্নাথ মন্দির হয়েছে। দুর্গাপুজোয় সরকারি টাকায় ১ লাখ অনুদান দেওয়া হয়। আমি তো মোল্লাদের নেতা সাজবই, পারলে আমাকে রুখে দেখান,' হুঙ্কার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। '২৬-এর ভোটে জাতিগত বিভাজন প্রকটভাবে হবে। আমি হিন্দু-মুসলিমদের সঙ্গে নিয়ে ১০০ সিট জিতে দেখাব। শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে সমর্থন করতে হবে,' দাবি তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীরের।

    স্বরাষ্ট্রসচিবের বাসভবনে রাসবিহারী কেন্দ্রের BLO-রা। সন্ধে ৬.৪০: স্বরাষ্ট্রসচিবের বাড়িতে BLO-রা। SIR-শুনানির মধ্যেই স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে BLO। স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর বাড়িতে ERO, AERO, BLO। 'এনুমারেশন ফর্মের কিছু ত্রুটি সংশোধনেই স্বরাষ্ট্রসচিবের বাড়িতে BLO', স্বরাষ্ট্রসচিবের বাড়িতে লেক স্কুল ফর গার্লসের ERO, AERO, BLO: সূত্র।

    সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি প্রোমোটিং হওয়া থেকে আটকেছেন, এদিন জানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'অনেকে ধর্ম নিয়ে বড় বড় কথা বলেন। সুব্রত মৈত্র আজ বেঁচে নেই, তাঁকে আমি মনে রাখব। কেন জানেন? তিনি আমাকে রাত এগারোটায় ফোন করে বলেন, দিদি, স্বামী বিবেকানন্দের বাড়ি প্রোমোটিং হয়ে যাচ্ছে। মানে সিমলা স্ট্রিটের যে বাড়িটা স্বামীজির অরিজিনাল বাড়ি। আমি শুনে বলি সেকী! স্বামীজির বাড়ি কে প্রোমোটিং করছে, কার এত বড় সাহস! পরের দিনই আমি বাড়িটা অধিগ্রহণ করে নিয়েছিলাম। আমাদের টাকা দিয়ে। এবং সবটাই স্বামীজিদের হাতে তুলে দেওয়া হয়েছে।'

    নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস মুখ্যমন্ত্রীর। বললেন, 'আমাদের সকলের কাছে একটা ঐতিহাসিক দিন। পশ্চিমবঙ্গের মুকুটে আরও একটা পালক। এই দুর্গা অঙ্গন ৩৬৫ দিনই খোলা থাকবে। আগে যে জমিটা দেখেছিলাম সেটা ১২ একর ছিল। আমি বললাম করছি যখন, ভাল করেই করা হোক। পরে দেখলাম এই জায়গাটা আরও বড়। দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে।'

    ফের তেরোর কোঠায় পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে তেরো ডিগ্রি। হিমেল হাওয়ায় কাঁপছে জেলা। পারদ পতন পাহাড়েও। নতুন বছর থেকে কমবে শীত।

    Click here to Read More
    Previous Article
    খালেদার প্রয়াণে বিপিএলের ম্যাচ স্থগিত, ‘ক্রিকেটের মধ্যে রাজনীতি কেন?’ ক্ষুব্ধ বাংলাদেশের নেটিজেনরা
    Next Article
    Woman Tells Her Son To Study Instead Of Playing Cricket, He Dies By Suicide

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment