Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Water Bottle MRP: রেস্তরাঁয় ২০ টাকার জলের বোতলের দাম ৫৫! MRP-র চেয়ে এক পয়সা বেশি নেওয়াও বেআইনি, জানিয়ে দিল আদালত

    1 week ago

    নয়াদিল্লি: বাজারে যে জলের বোতল ১০ টাকায় পাওয়া যায়, রেস্তরাঁয় ঢুকলেই তা ৫০ টাকায় কিনতে হয়। দেশের প্রায় সর্বত্র একই ছবি চোখে পড়ে আজকাল। সেই নিয়ে এবাক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে এল। ২০ টাকার জলের বোতলের দাম ৫৫  টাকা নেওয়ায়, এক রেস্তরাঁকে জরিমানা করল আদালত। (Restaurant Charging More for Water)

    চণ্ডীগড় থেকে এই ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালের ১২ ডিসেম্বর রেস্তরাঁয় খেতে যান এক তরুণী। খাওয়াদাওয়ার পর CGST, UTGST মিলিয়ে ১৯২২ টাকা বিল আসে। কিন্তু বিলের একটি জায়গায় চোখ আটকে যায় ওই তরুণীর। দেখতে পান, Aquafina জলের বোতলের দাম নেওয়া হয়েছে ৫৫ টাকা। অথচ বোতল MRP লেখা রয়েছে ২০ টাকা। (Water Bottle MRP)

    গোড়াতেই রেস্তরাঁ কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান ওই তরুণী। কিন্তু সেখান থেকে সদুত্তর মেলেনি। বাড়তি টাকা বাদও দেওোয়া হয়নি বিল থেকে। এর পর সরাসরি আইনের দ্বারস্থ হন ওই তরুণী। জেলার ক্রেতা সুরক্ষা দফতর বিষয়টিকে গুরুত্ব না দিলেও, রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হন। নিজেই নিজের হয়ে মামলা লড়েন তিনি। 

    শুনানি চলাকালীন রেস্তরাঁ কর্তৃপক্ষ দাবি করেন, রেস্তরাঁ চালানোর খরচ রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে, বসার আরামদায়ক জায়গা রয়েছে, মান ভাল করা পরিবেশ তৈরি করা হয়েছে ভিতরে, চেয়ারে বসে অর্ডার করলেই পরিষেবা চলে আসে। তাই সব মিলিয়েই MRP-র তুলনায় জলের দাম বেশি ধরা হয় বিলে। 

    কিন্তু রেস্তরাঁ কর্তৃপক্ষের ওই যুক্তি ধোপে টেকেনি। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর জানিয়ে দেয়, নিজেদের মেনুতে খাবারের দাম যেমন ইচ্ছে ধরতে পারেন রেস্তরাঁ কর্তৃপক্ষ। কিন্তু প্য়াকেটে বন্দি যে সব সামগ্রী, যার মধ্যে পানীয় জলও পড়ে, সেক্ষেত্রে MRP-র চেয়ে বেশি দাম আদায় করা যায় না। ২০১১ সালের বিধি তুলে ধরে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর জানায়, MRP-র অর্থ ওই পণ্য়ের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করাই রয়েছে। আগে থেকেই কর ও অন্যান্য খরচ ধরা থাকে তাতে। তাই MRP-র চেয়ে বেশি দাম নেওয়া বেআইনি। 

    রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর আরও জানায়, শুধুমাত্র রেস্তরাঁর ভিতরে বিক্রি হচ্ছে বলেই প্যাকেট বন্দি কোনও পণ্যের চরিত্র বদলে যায় না। পরিশ্রুত এবং বিশুদ্ধ জল জীবনের প্রার্থমিক চাহিদার মধ্যে পড়ে। তার দাম বেশি নেওয়া মানুষের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী। ২০২৫ সালের ৯ ডিসেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে গিয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর তরুণীর কাছ থেকে আদায় করা বাড়তি ২৫ টাকা ফেরত দিতে বলে রেস্তরাঁ কর্তৃপক্ষকে। পাশাপাশি, যেভাবে হেনস্থা হতে হল তরুণীকে, বেআইনি ভাবে দাম বেশি নেওয়ার জন্য ক্ষতিপূরণবাবদ বাড়তি ৩০০০ টাকা দিতেও নির্দেশ দেওয়া হয়। 

    Click here to Read More
    Previous Article
    Digital Arrest: ১৭ দিন ধরে ‘ডিজিটাল অ্যারেস্টে’ NRI দম্পতি, ১৫ কোটি টাকা হাতিয়ে নিল জালিয়াতরা
    Next Article
    PM Modi: আজ গুজরাতের সোমনাথে, শৌর্য যাত্রা-র যোগ দিলেন প্রধানমন্ত্রী, সোশ্যালে ছবি পোস্ট মোদির

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment