Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Digital Arrest: ১৭ দিন ধরে ‘ডিজিটাল অ্যারেস্টে’ NRI দম্পতি, ১৫ কোটি টাকা হাতিয়ে নিল জালিয়াতরা

    1 week ago

    নয়াদিল্লি: বিদেশে থেকে উপার্জন করেছেন সারাজীবন। অবসরের পর ফিরে এসেছিলেন নিজের দেশে। আর তাতেই সর্বস্ব খোয়ালেন এক NRI দম্পতি। কয়েক হাজার বা কয়েক লক্ষ নয়, সাইবার প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় ১৫ কোটি টাকা খোয়ালেন তাঁরা। প্রায় দু’সপ্তাহ ধরে ‘ডিজিটাল অ্যারেস্টে’ রেখে তাঁদের কাছ থেকে ওই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে জানা গিয়েছে। (Digital Arrest Scam)

    রাজধানী দিল্লি থেকে এই ঘটনা সামনে এসেছে। পেশায় চিকিৎসক ওম তানেজা ও তাঁর স্ত্রী ইন্দিরা তানেজা। প্রায় ৪৮ বছর আমেরিকায় প্র্যাকটিস করেছেন তাঁরা। রাষ্ট্রপুঞ্জের হয়েও কাজ করেছেন। অবসরগ্রহণের পর ২০১৫ সালে ভারতে ফিরে আসেন। সেই থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন ওই দম্পতি। সেই তাঁরাই প্রতারণার ফাঁদে পা দিলেন এবং ১৪ কোটি ৮৫ লক্ষ টাকা খোয়ালেন। (Digital Arrest)

    জানা গিয়েছে, গত ২৪ ডিসেম্বর থেকে শুরু হয় প্রতারণা। তদন্তকারী সেজে ওই দম্পতিকে ফোন করে জালিয়াতরা। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির হুমকি দওয়া হয়, মিথ্যা অপরাধ মামলা দায়েরের কথাও বলা হয়। আর্থিক তছরুপে যুক্ত থাকার দরুণ, জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায়ে PMLA আইনে মামলা দায়েরের কথাও বলে জালিয়াতরা।

    সেই নিয়ে এমন হেনস্থা করা হয় যে, ২৪ ডিসেম্বর সকাল থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে লাগাতার নজরদারির মধ্যে রাখা হয়েছিল ওই প্রবীণ NRI দম্পতিকে, অর্থাৎ ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর শিকার হন তাঁরা। ওই সময়ের মধ্যে আটটি পৃথক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য করা হয় ওই দম্পতিকে। কখনও ২ কোটি, কখনও ২ কোটি ১০ লক্ষ, এভাবে মোট ১৪ কোটি ৮৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। 

    ৭৭ বছর বয়সি ইন্দিরা পুলিশকে জানিয়েছেন, লাগাতার তাঁর উপর নজরদারি চালাচ্ছিল জালিয়াতরা। ফোন করতে গেলেও স্বামীর ফোনে ভিডিও কল করে তাঁর উপর নজরদারি চালানো হয়। ব্যাঙ্কে গিয়ে কী বলতে হবে, তাও আগে থেকে বলে দেওয়া হয় তাঁকে।  গত ১০ জানুয়ারি ইন্দিরাকে থানায় যেতে বলা হয়। RBI সব টাকা ফিরিয়ে দেবে, স্থানীয় থানাকে বলা রয়েছে বলে জানায় জালিয়াতরা। থানিয় গিয়ে পুলিশের সঙ্গে ভিডিও কলে জালিয়াতদের কথাও বলিয়ে দেন ইন্দিরা। সেখানেই বোঝা যায়, বড় জালিয়াতি চক্রে ফাঁদে পা দিয়ে ফেলেছেন ওই দম্পতি। 

    এই ঘটনায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। সাইবার শাখার বিশেষ বিভাগ, ইনটেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন্স-কে তদন্তভার দেওয়া হয়েছে। 

    Click here to Read More
    Previous Article
    Masood Azhar Audio Recording: ফের কি নাশকতার ছক? মাসুদ আজহারের অডিও বার্তা সামনে এল, হামলা চালাতে দলে দলে আত্মঘাতী জঙ্গি প্রস্তুত?
    Next Article
    Water Bottle MRP: রেস্তরাঁয় ২০ টাকার জলের বোতলের দাম ৫৫! MRP-র চেয়ে এক পয়সা বেশি নেওয়াও বেআইনি, জানিয়ে দিল আদালত

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment